Ration Card – রেশন কার্ড গ্রাহকেরা মোবাইলে মেসেজ পেয়েছেন? কি কারণ? না পেলে কি করবেন?

রেশন কার্ড বা Ration Card হলো একটি গুরুত্বপূর্ণ নথি। বিশেষ করে জনসাধারণের খাদ্যদ্রব্য সংস্থানের জন্য রেশনকার্ড বিশেষ ভূমিকা পালন করে থাকে। তবে ক্যাটাগরি অনুযায়ী রেশনকার্ড মূলত দুই রকম হয়। APL ক্যাটাগরির যারা রয়েছেন তাদের খাদ্যদ্রব্য পরিমাণ একরকম। অন্যদিকে BPL ক্যাটাগরির যারা রয়েছেন তাদের খাদ্যদ্রব্য এর পরিমাণ বেশি থাকে।

Ration Card holder will get Ration items list SMS

নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের যেখানে দুবেলা দু মুঠো খাবারের জোগান করা অনিশ্চিত হয়ে পড়ে তাদের কাছে এই রেশনের খাদ্যদ্রব্য পেট ভরার অন্যতম মাধ্যম হয়ে ওঠে। তবে রেশনকার্ড নিয়ে অনেক সময় বিভিন্ন দুর্নীতির খবর উঠে আসে আর সে জন্য এই কার্ডের আপডেট কিংবা লিংক জড়িত অনেক রকম নতুন নিয়ম জারি করা হয় সরকার থেকে।

তেমনি রাজ্য সরকারের তরফ থেকে Ration Card গ্রাহকদের প্রত্যেকের মোবাইল ফোনে একটি করে ম্যাসেজ পাঠানো হচ্ছে। কি উদ্দেশ্যে এই ম্যাসেজ করা হচ্ছে কিংবা কি সংক্রান্ত তথ্য দেওয়া হচ্ছে এই ম্যাসেজের মাধ্যমে তা জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। জানা যাচ্ছে, জুলাই মাস শুরু হতেই খাদ্য দপ্তর প্রত্যেক রেশনকার্ড গ্রাহকদের মোবাইলে ম্যাসেজ পাঠাচ্ছেন।

পশ্চিমবঙ্গে 5 টি ক্যাটাগরি রেশনকার্ড রয়েছে। বিভিন্ন কার্ডের ধরণ অনুযায়ী, খাদ্য সামগ্রী পরিমাণও ভিন্ন দেওয়া হয়। বাংলাতে যে ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, তা হল, PHH, AAY, SPHH, RKSY1, RKSY2। সমাজের বিভিন্ন স্তরের মানুষের আয়ের উপর নির্ভর করি এই রেশন কার্ড দেওয়া হয়। তবে অনেক দিন ধরে শোনা যাচ্ছে রেশন কার্ড অনুযায়ী ঠিকঠাক রেশন পাচ্ছেন না গ্রাহকরা।

আর এমনই প্রশ্নের মুখে পড়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন খাদ্য দপ্তরকে যে ২০২৩ এর জুন মাস থেকে এই নিয়ম জারি করা হয়েছে। প্রতিটি রেশন-কার্ডের গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বরে যে ম্যাসেজ দেওয়া হচ্ছে তাতে উল্লেখ করা থাকছে সেই ব্যক্তি তার কার্ডের ভিত্তিতে কতটা রেশন পাবেন।

রেশন ডিলারশিপ এর কাছে যাওয়ার আগে প্রত্যেকটি গ্রাহক ম্যাসেজটি পড়ে দেখে নিচ্ছেন তার কতটা রেশন প্রাপ্য। শুধু তাই নয় চাল,গম, আটা, চিনি এগুলো কত পরিমানে পাবে সেটাও উল্লেখ করা থাকছে ম্যাসেজে।
এর ফলে কোন গ্রাহকের আর রেশনজাত দ্রব্য পাওয়াতে কোনো সমস্যা থাকবেনা এমনটাই মনে করা হচ্ছে।

এছাড়া পশ্চিমবঙ্গের খাদ্য বিভাগ দপ্তর Ration কার্ড গ্রাহকরা কিভাবে এই কার্ড ডাউনলোড করবেন সেটাও জানিয়ে দিয়েছেন,
আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে e-Ration Card ডাউনলোড করে নিতে পারবেন।
১) পশ্চিমবঙ্গের ই-রেশন কার্ড ডাউনলোড করতে আপনাকে প্রথমে খাদ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট টি হল wbpds.wb.gov.in ।

আরও পড়ুন, স্কুলের মিড ডে মিলে পাতে পড়বে এবার নতুন খাবার, পড়ুয়াদের জন্য নতুন চমক সরকারের

২) পশ্চিমবঙ্গের ওয়েবসাইট খোলার পরে, কার্ড সম্পর্কিত বিভিন্ন পরিষেবা সংক্রান্ত একটি তালিকা স্ক্রিনে দেখতে পারবেন। সেখানে E-CITIZEN ক্লিক করুন। এর পর ডাউনলোড ই-কার্ড অপশন সিলেক্ট করুন।
৩) এখন রেশন কার্ড ডাউনলোড করার পেজ খুলবে। প্রথমে এখানে আপনার কার্ড নম্বর লিখুন। তারপর আপনার রেশন কার্ডের ক্যাটাগরি নির্বাচন করুন। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করুন।

এইভাবেই, পশ্চিমবঙ্গ Ration Card PDF এ ডাউনলোড হবে। আপনার ই-কার্ড প্রিন্ট করে রাখা উচিত। এর মাধ্যমে আপনি সরকারি রেশন দোকান থেকে রেশন সামগ্রী পেতে পারেন। আপনার ফোনে তাই খাদ্য দপ্তর থেকে কোন ম্যাসেজ আসলে ভয় পাবার কিছু নেই বরং সেই ম্যাসেজ দেখেই এবার থেকে রেশন আনতে যাবেন। মুখ্যমন্ত্রীর বিশেষ সিদ্ধান্তে রাজ্যের রেশন গ্রাহকরা অনেকটাই স্বস্তি পেয়েছেন। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.

Leave a Comment