Gold Price – এই কদিন সোনার দাম কম থাকবে, জানিয়ে দিলো কেন্দ্র সরকার। টাকা থাকলে কিনে নিন।

পর পর টানা ৪ দিন সোনার দাম বা Gold Price কম থাকার পর মঙ্গলবারে সোনার দামে (Gold rate) ঘটলো বিস্ময়কর পতন। আর মার্কেট থেকে যা জানা যাচ্ছে, শেয়ারের দাম পড়ে যাওয়ায় চাহিদা কমেছে, যার জেরে আগামী কয়েকদিন নিন্মগামী থাকবে সোনার দাম। যদিও এর নিশ্চয়তা ১০০% নয়, তবে অতীতের রেকর্ড অনুসারে আগামী কয়েকদিন Gold Price বা সোনার দাম কম থাকবে। তাই বিয়ের মরশুম শুরুর আগে, টাকা থাকলে এখুনি কিছু সোনার কিনে নিতে পারেন। কারন আগামী ধন্তেরাসে ফের বাড়বে সোনার দাম।

Advertisement

Gold Price Today in different States

জেনে নিন আপনার শহরে আজ কত সোনার দাম?
আর দুদিন পরেই দুর্গাপুজো। দুর্গাপুজো মানেই তো একদিকে যেমন আনন্দ তেমনি অন্য দিকে সাজগোজের উৎসব। নতুন নতুন জামা কাপড় থেকে শুরু করে অলংকার ইত্যাদিতে সেজে উঠবেন বাঙালি নর নারীরা। যে কোনো রকম উৎসবই হোক না কেন অলংকারের ক্ষেত্রে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই পছন্দ হলো সোনার অলংকার। কিন্তু এই সোনার যে বিপুল পরিমাণ দাম তা সবার পক্ষে পুষিয়ে ওঠা সম্ভব নয়।

Advertisement

বিশেষ করে বর্তমানে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সেখানে সোনা কেনার আশা মধ্যবিত্তের পক্ষে করাই তো অলীক কল্পনা। তাই যেকোনো উৎসবই হোক না কেন, অগত্যা সেই সমস্ত মানুষদের সম্বল হল সিটি গোল্ড বা ইমিটেশন। তবে এবছর পুজোর আগে খুশির খবর মিলতে চলেছে। এক ধাক্কায় বিস্ময়কর পতন ঘটেছে Gold Price বা সোনার দামে।

যার মাধ্যমে এখন মধ্যবিত্ত এবং গরিব মানুষেরাও ব্যবহার করতে পারবেন তাদের অত্যন্ত প্রিয় এই সোনা। এমনটাই খবর পাওয়া গেছে বর্তমানে সূত্র মারফত। তাহলে আর দেরি না করে ঝটপট জেনে নিন আপনার শহরে কত হল এই সোনার দাম।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ রেট এর তালিকা অনুসারে আগের চেয়ে বেশ অনেকটা হারেই পড়েছে সোনার দাম। তবে আগামীকালে এই দামে আরো পতন ঘটতে পারে বলে সম্ভাবনা দিয়েছেন বিশেষজ্ঞরা।

১. আজকের অনুযায়ী প্রকাশিত রেট চার্টে (Gold Price Rate chart) দেখা গেছে যে মঙ্গলবার কলকাতায় জি এস টি ও টিসিএস বাদে ২৪ ক্যারেট সোনার বাটের ১০ গ্রামের মূল্য হল ৫৯ হাজার ৪৫০ টাকা। গতকাল কলকাতায় দশ গ্রাম ওজনের ২৪ ক্যারেট এই সোনার বাটের দাম ছিল ৫৯ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ আগের তুলনায় ৩০০ টাকা কমেছে আজ। অন্যদিকে সমপরিমাণ খুচরা সোনার দাম আজ হয়েছে ৫৯৪৫ টাকা। গতকালকের হিসেবে এই দাম ছিল ৫৯৭৫। অর্থাৎ ৩০ টাকা কমেছে আজ।

২. প্রতি ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম আজ হয়েছে ৫৬ হাজার ৮০০ টাকা। গতকাল এই দাম ছিল ৫৭ হাজার ৫৫০। অর্থাৎ ৭৫০ টাকা কমেছে আজ সোনার দাম। সেই অনুযায়ী সমপরিমাণ খুচরা সোনার দাম আজ হয়েছে ৫৬৮০ টাকা। গতকাল অনুযায়ী এই সোনার দাম বা Gold Price ছিল ৫৭৫৫ টাকা। সুতরাং ৭৫ টাকা কম হয়েছে খুচরা সোনার দাম।

৩. গত ১৫ অক্টোবর কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৭৫৫০ টাকা। গত ১৪ অক্টোবর কলকাতায় গয়নার হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬০৫০ টাকা। ১৩ অক্টোবর ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৫৯০০ টাকা। ১২ই অক্টোবর ২২ ক্যারেট হলমার্ক সোনার দশ গ্রামের দাম ছিল ৫৫ হাজার ৬০০ টাকা।

Petrol Diesel Price (পেট্রোল ডিজেলের দাম)

১১ অক্টোবর কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৫৪০০ টাকা। ১০ অক্টোবর ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম (Gold Price) ছিল ৫৫২০০ টাকা। গত ৯ অক্টোবর কলকাতায় গয়নার হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৫২০০ টাকা।
তবে সোনার দাম যেমন একদিকে কমেছে তেমনি অন্যদিকে আবার বেড়েছে রুপার দাম।

Silver Price Today

১. আজ প্রতি কেজি রুপার বাটের দাম কলকাতায় হল ৭১ হাজার ৫০ টাকা। যেটি গতকাল ছিল ৭১ হাজার ৬০০। অন্যদিকে খুচরো রূপার দাম আজ ৭১ হাজার ১৫০ টাকা। গতকাল এই দাম ছিল ৭১ হাজার ৭০০ টাকা। অর্থাৎ দু ক্ষেত্রেই আগের চেয়ে ৫৫০ টাকা বেড়েছে দাম।

২. এর আগে গত ১৫ অক্টোবর কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭১৭০০ টাকা। ১৪ অক্টোবর প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭০২৫০ টাকা। ১৩ অক্টোবর কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭০২৫০ টাকা। ১২ অক্টোবর কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৬৯৭৫০ টাকা। ১১ অক্টোবর কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম (Silver Price) ছিল ৬৯০৫০ টাকা। ১০ এবং ৯ অক্টোবর প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৬৮৮০০ টাকা।

আরও পড়ুন, পুজোর মধ্যে আবারো নিন্মচাপ, কোন কোন দিন বৃষ্টি হবে?

তাই সোনা রুপার দামে এরূপ বিপুল হারে পতনের ফলে আসন্ন দুর্গোৎসবের আগে মধ্যবিত্ত এবং গরিবের পূরণ হবে স্বপ্ন। যদিও যে কথাটি না বললেই নয় সেটি হল বিশেষজ্ঞরা এও জানিয়েছেন যে ভবিষ্যৎ কালে হয়তো খুব শীঘ্রই সোনার দাম আবার বৃদ্ধি ও পেতে পারে ব্যাপক হরে, তাই ভালো হবে যদি আপনারা এখন থেকেই এই গয়না কিনে নিজেদের কাছে রেখে দেন। এখন আপনি ঘরে বসেই অত্যন্ত সহজে জেনে নিতে পারেন বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের রেট চার্ট (Gold Price Rate Chart).

আরও পড়ুন, লক্ষীর ভান্ডার প্রকল্পে ডাবল টাকা! পুজোর মাসে মা-বোনেদের জন্য বিরাট সুখবর।

এর জন্য আপনাকে 8955664433 নম্বরে একটি মিসকল দিতে হবে। তারপর আপনার ফোনে একটি মেসেজ যাবে। সেই মেসেজে বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের দাম (Gold Price) আপনি বিস্তারিতভাবে দেখতে পাবেন। তবে আর দেরি কেন? সোনার গয়নার দাম আবার চড়াও হওয়ার আগেই আপনাদের অত্যন্ত প্রিয় সোনার গয়না সমূহ দ্রুত ক্রয় করে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button