West Bengal – পুজোর ছুটির আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের নিয়ে নয়া সিদ্ধান্ত। সব ওলট পালট হয়ে গেল।
West bengal – সরকারি কর্মীদের ছুটিতে বিশাল রদবদল, জানুন বিস্তারিত।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (West Bengal) ছুটির লিস্ট অনুযায়ী আগামী বুধবার থেকেই ছুটি পড়ার কথা। তবে পুজো শুরুর আগেই কার্যত তোলপাড় বাংলা। কারণ এই 3 দিনে কম বেশি প্রায় 704 জন সরকারি কর্মকর্তার বদলি হয়েছে। যার জেরে কার্যত থমথমে পরিবেশ সরকারি কর্মী মহলে। পুজোর মুখে এই বদলি কি প্রতিক্রিয়া দেবে সেটাই দেখার।
প্রশাসনিক সংস্কার দফতরের একটি বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে রাজ্যের WBPS স্তরের ও জেলার IAS স্তরের কর্মীদের বদলির নির্দেশ আসলো। সব মিলিয়ে 704 জন অফিসারকে অন্য জেলায় পাঠানো হবে। তবে প্রশাসনিক মহলের একাংশের মতে এই বদলি হচ্ছে সরকারি নিয়ম মেনেই। কারণ কোনো ব্যক্তি একটানা 3 বছর একই জায়গায় চাকরি করতে পারবেননা।
রাজ্যবাসীর জন্য বিশাল বড় সুখবর, পূজোর আগেই কমলো পেট্রোল-ডিজেলের দাম, জানুন নতুন রেট কত।
আর যেহেতু সামনেই (West bengal) লোকসভা নির্বাচন। তাই নির্বাচনের আগেই এই বদলি হওয়া যথাযথ। কারণ জাতীয় নির্বাচনের নিয়ম অনুযায়ী একই জায়গায় ৩ বছরের অধিক কর্মীদের নির্বাচনের কাজে নিযুক্ত করা যাবেনা। তাই এই বদলির নির্দেশ। এর আগেও ১২ টি জেলার জেলাশাসকদের বদলি করা হয়েছে। সেইসাথে অনেক জায়গার WBPS স্তরের কর্মীদেরও বদলি করা হয়েছে।
কিছুদিন আগেই IAS অফিসার শেখ আনসার আহমেদকে নিযুক্ত করা হয়েছে (West bengal) ঝাড়গ্রামের অ্যাডিশনাল ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে। এছাড়াও সাতজন IAS অফিসারকে অন্যান্য বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয়েছে। এছাড়াও আরও দশ জন অফিসারকে SDO পদে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি চার জন IAS অফিসারকে ADM পদে বদলি করা হয়েছে। এছাড়াও IAS দীলিপ মিশ্রকে আদিবাসী উন্নয়ন দফতরের যুগ্ম সচিব পদে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ বদলি শুধু এই পূজোর মধ্যেই নয়। অনেকদিন ধরেই এই সরকারি পদে রদবদল করা হচ্ছে। এখন পূজায় আরও ১৫৮ জনকে বদলি করা হবে।
কোন কোন জায়গায় এখনো অবধি বদলি করা হয়েছে দেখে নেওয়া যাক – পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কালিম্পং, আলিপুরদুয়ার, নদিয়া, মালদা, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় অতিরিক্ত জেলা শাসকদের বদলি হয়। এছাড়াও মহকুমা শাসক বদলি হয়েছেন কল্যাণী, বিষ্ণুপুর, মেখলিগঞ্জ, হাওড়া সদর, ঝাড়গ্রাম, কাকদ্বীপের।
আগামী ১ তারিখ থেকে ভোটের খসড়া তালিকা প্রকাশের কাজ শুরু হবে এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে আগামী ৫ জানুযায়ী। যদিও এই কাজের সাথে যুক্ত কর্মীদের বদলির জন্য নির্বাচন কমিশনের নির্দেশের প্রয়োজন তবুও এখন এই বদলির জন্য নির্বাচন কমিশনের নির্দেশের প্রয়োজন হয়না। তাই পূজার আগেই জেলা প্রশাসনের সরকারি কর্মীদের নবান্ন থেকেই বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও পূজার মধ্যে এই বদলি অনেকটাই সমস্যার মধ্যে ফেলবে সরকারি আধিকারিকদের। কিন্ত লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
Written by Shampa Debnath
সেভিংস একাউন্ট এখন অতীত। সেভিংস প্লাস একাউন্ট খুলুন আর পেয়ে যান প্রচুর সুবিধা।