Train Cancle – শিয়ালদহ-লালগোলা ও কৃষ্ণনগর-রানাঘাট রুটে টানা দুই দিন বন্ধ থাকবে ট্রেন পরিষেবা, বাতিল একাধিক লোকাল ট্রেন।

Train Cancle In Sealdah To Lalgola Route.

লোকাল ট্রেন (Train Cancle) হলো কর্মজীবী মানুষদের জন্য একমাত্র ভরসা। শিয়ালদহ স্টেশন থেকেই বিভিন্ন প্রান্তের মানুষ কলকাতার বিভিন্ন কর্মস্থলে যায়। কারণ বেশিরভাগ অফিস রয়েছে কলকাতায়। এছাড়া কর্মস্থল হোক কিংবা অন্য কোনো দরকারে ট্রেন বন্ধের জন্য নিত্য যাত্রীদের মহা বিপদে পড়তে হয়। কারণ ট্রেনের মতন অতি অল্প সময় ও অল্প মূল্যে যাওয়ার জন্য অন্য কোনো যানবাহন এর থেকে ট্রেন অনেক ভালো ভূমিকা পালন করে। তাই ট্রেন বন্ধ হলে ঘুরপথে বাস কিংবা অটো ধরে যাওয়া ব্যয় বহুল ও সময়সাপেক্ষ ব্যাপার।

ট্রেন বন্ধের (Train Cancle) কারণঃ
জানা যাচ্ছে, শিয়ালদহ – লালগোলা রুটে সাবওয়ের কাজ চলবে তাই এই রুটের সকল ট্রেন বন্ধ থাকবে। তবে ট্রেন বন্ধের কারণে যাত্রীদের অসুবিধার জন্য ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করা হয়েছে রেলের তরফে। তবে রেলের তরফে জানানো হয়েছে এই কাজ সম্পন্ন হলে যে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। তাই একদিনের অসুবিধা হলেও ভবিষ্যতে তা ভালো হবে। তাই ২৫ ও ২৬ নভেম্বর একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে।

ট্রেন বাতিলের (Train Cancle) তালিকাঃ
রেলের তরফে জানানো হয়েছে, রেজিনগর ও বেলডাঙা স্টেশনের মধ্যে, কাশিমবাজার ও মুর্শিদাবাদ স্টেশনের মধ্যে সাবওয়ে তৈরির কাজ চলবে। সে কারণেই বেশ কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে, একইসঙ্গে বেশ কিছু ট্রেন বাতিলও করা হচ্ছে।

তালিকায় রয়েছে কৃষ্ণনগর-ডানকুনি-বনগাঁ-গেদের মতো লোকালগুলি। পূর্ব রেল এই ট্রেন গুলোর নাম দিয়ে একদিন আগে থেকেই বিজ্ঞপ্তি জানিয়েছে। এবার শিয়ালদহ থেকে লালগোলা রুটে সাবওয়ের কাজের জন্য একাধিক লোকাল, প্যাসেঞ্জার ট্রেন বাতিল হতে চলেছে।

বাতিল হওয়া ট্রেনের (Train Cancle) তালিকাঃ
আপ 03183 শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার/ ডাউন 03190 লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার
আপ 03193 কলকাতা – লালগোলা মেমু প্যাসেঞ্জার/ ডাউন: 03194 লালগোলা – কলকাতা মেমু প্যাসেঞ্জার
আপ 03143 রানাঘাট – লালগোলা মেমু প্যাসেঞ্জার/ ডাউন: 31768 লালগোলা – রানাঘাট ইএমইউ

ATM কার্ড থাকলেই পাবেন নগদ 5 লাখ টাকার বিশেষ এই সুবিধা, যে কোন সময় তুলতে পারবেন এই টাকা।

নিয়ন্ত্রণ হওয়া ট্রেনের তালিকাঃ
13113 কলকাতা – লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস, 13114 লালগোলা – কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস, 31773 রানাঘাট – লালগোলা মেমু,
31861 কৃষ্ণনগর – লালগোলা ইএমইউ,
31770 লালগোলা – রানাঘাট,
03115 শিয়ালদহ – লালগোলা মেমু,
03198 লালগোলা – শিয়ালদহ মেমু,
31769 রানাঘাট – লালগোলা ইএমইউ,

31774 লালগোলা – রানাঘাট ইএমইউ,
31771 রানাঘাট – লালগোলা ইএমইউ,
31864 লালগোলা – কৃষ্ণনগর ইএমইউ,
03196 লালগোলা-শিয়ালদহ মেমু।

প্রকাশিত হল মাধ্যমিক ইতিহাস সাজেশন! PDF সহ এখনই ডাউনলোড করুন।

প্রসঙ্গত, কৃষ্ণনগর – লালগোলা সেকশনে মোট ৩৪টি ট্রেনের মধ্যে শুধুমাত্র ৩টি আপ এবং ৩টি ডাউন ট্রেন বাতিল থাকবে। একই সঙ্গে ৬টি করে আপ ও ডাউন ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে। যাত্রীদের যদিও এই দুটো দিন ট্রেন বন্ধ ও কিছু ট্রেনের পথ নিয়ন্ত্রণ হওয়ার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে তবে সাবওয়ের কাজ সম্পন্ন হলে সবথেকে বেশি সুবিধা যাত্রীদেরই হবে। তাই এই দুটো দিন যদি এই রুটে যাওয়ার থাকে তাহলে যদি সম্ভব হয় যাত্রার দিনটি পরিবর্তন করুন নতুবা অন্য পন্থায় গন্তব্য স্থলে পৌঁছান।
Written by Shampa Debnath.

Leave a Comment