Government Holidays – রাজ্যবাসীর জন্য বড় উপহার মুখ্যমন্ত্রীর, কি ঘোষণা করলেন, জেনে নিন।
Government Holidays – পুরোটা জানতে হলে পড়ুন বিস্তারিত।
রাজ্যবাসীর জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন (Government Holidays) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় উৎসবের কারণে ছুটি ঘোষণা করেন তিনি। করমপুজো এবং শবেবরাত উপলক্ষে দুই দিনের পূর্ণ ছুটির ঘোষণা করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যেভাবে রাজ্যজুড়ে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষের উৎসবকে কেন্দ্র করে ছুটি দেওয়া হয়ে থাকে, ঠিক সেভাবেই করমপূজো এবং শবেবরাতের দিন স্টেট হলিডে (State Holiday) ঘোষণা করা হচ্ছে।
দুর্গাপূজার সময় যেমন ছুটি দেওয়া হয়, ঈদের সময় যেভাবে ছুটি দেওয়া হয়, ঠিক সেভাবেই করমপুজো এবং শবেবরাতের দিন পূর্ণ ছুটির (Government Holiday) ঘোষণা করা হলো। সরকারের তরফে এদিন এই ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানান, রাজ্যে শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি করার জন্য স্কচ পুরস্কার (Scotch Prize) পেয়েছে বাংলা। পাশাপাশি, টেক্সটাইল এবং হ্যান্ডলুম (Textile and Handloom Sector) ক্ষেত্রেও পুরস্কৃত হয়েছে বাংলা। এই সমস্ত পুরস্কার আলিপুর জেলের সংগ্রহশালায় রাখা হবে।
গাড়ি, বাড়ির ঋণের ক্ষেত্রে বিরাট বড় সুখবর শোনালো আরবিআই, আগে কখনও এমনটা হয় নি।
এদিনের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের (Government Holidays) বঞ্চনার প্রসঙ্গটি তুলে ধরেন। তিনি বলেন, বাজেট বেড়েছে, খরচ বেড়েছে, তার সঙ্গে লাভও হচ্ছে। রাজ্যে ব্রিজ, ফ্লাইওভার এর মত পরিকাঠামো নির্মাণ হচ্ছে। কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে জিএসটি (GST) সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। অথচ রাজ্যের বরাদ্দ টাকা দিচ্ছে না। গ্রামীণ রাস্তা তৈরিতে টাকা দিল না। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি করা হয়েছে। ১০০ দিনের কাজে পরপর পশ্চিমবঙ্গ ৫বার প্রথম হয়েছে। অথচ শুধু রাজনৈতিক কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র।
প্রধানমন্ত্রী আবাস যোজনার কেন্দ্রীয় বরাদ্দ এখনো পর্যন্ত দেয়নি। চলতি বছরে ১০০ দিনের কাজ প্রকল্পে এক পয়সাও দেয়নি কেন্দ্র। তবুও বাংলা সমস্ত উন্নয়ন খাতে কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী ৬ আগস্ট রবিবার সারা রাজ্য (Government Holidays) জুড়ে প্রতিটি ব্লকে বেলা ১২টা থেকে ৪টে পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের তরফে আরো দুইটি স্টেট হলিডে করমপুজো এবং শবেবরাতের দিন ঘোষণা করেন।
বাংলার কৃষকদের জন্য বিরাট সুখবর। এবার বিনামুল্যেই দিচ্ছে সরকার। আজই নাম লেখান।