সামনেই এক গুচ্ছ উৎসব হাজির হতে চলেছে আর উৎসব মানেই ছুটি (Holiday List). যার মধ্যে রয়েছে দুর্গোৎসব, কালীপূজো, ভাইফোঁটা, ছটপূজো ও অন্যান্য আরো অনেক ছোট বড় উৎসব। তাই এই সমস্ত উৎসবের মরসুমে একটানা লম্বা ছুটি পেতে চলেছেন সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্র ছাত্রীরা। আর এই সকল ছুটির আনন্দে স্বাভাবিকভাবেই প্রফুল্লিত সকলের মন। কিন্তু তার আগেই চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে এমন কয়েকটি বিশেষ ছুটির দিনের কথা ঘোষণা হয়েছে যা তাদের এই আনন্দ দ্বিগুণ করে দেবে।
Holiday List In September 2023.
চলতি মাসেও রয়েছে এক লম্বা ছুটির তালিকা। বিশেষ কয়েকটি কারণে সরকারের পক্ষ থেকে অনেক গুলি ছুটির (Holiday List) দিনের ঘোষণা করা হয়েছে এ মাসে। এই ঘোষণায় বলা হয়েছে যে এই নির্দিষ্ট ছুটির দিন গুলিতে বন্ধ থাকবে দেশ তথা রাজ্যের সকল স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। আর স্কুল কলেজ ইত্যাদি সব বন্ধ থাকার দরুন এই দিন গুলিতে না তো কোন অফলাইন ক্লাস হবে না কোন অফিসিয়াল কাজকর্ম এই জায়গা গুলিতে করা হবে।
হ্যাঁ তবে অনলাইন ক্লাস অবশ্যই করা যেতে পারে। তাই সমস্ত স্কুল কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকাদের কাছে এটি একটি অত্যন্ত দারুণ সুসংবাদ। তবে আর কথা না বাড়িয়ে জেনে নিন এই ছুটির দিন গুলি (Holiday List) সম্পর্কে। সেপ্টেম্বর মাসে স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষার প্রতিষ্ঠান বন্ধ রাখা নির্দেশ দেওয়া হয়েছে সব মিলিয়ে মোট ১৪ দিন।
সরকারের পক্ষ থেকে ঠিক এমনটাই সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে বেশ কিছু দিন রবিবার থাকা বসত এমনিতেই ছুটি (Holiday List) থাকবে সমস্ত শিক্ষা নিকেতন। বাকি দিন গুলিতে বিশেষ কয়েকটি উৎসব এর জন্য বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান গুলি। তবে কিছু কিছু ক্ষেত্রে দেশ ছুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না থেকে রাজ্যবিশেষে বিভিন্ন উৎসবের কারণেও বন্ধ থাকতে পারে এই সমস্ত জায়গা গুলি। এবার এক নজরে দেখে নিন এই সমস্ত ছুটির তালিকা (Holiday List). কোন কোন দিন ছুটি থাকতে চলেছে?
১. ৩ সেপ্টেম্বর রবিবার হবার কারণে সাপ্তাহিক ছুটি।
২. ৬ সেপ্টেম্বর (বুধবার) জন্মাষ্টমী।
৩. ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জন্মাষ্টমী (দ্বিতীয় দিন পশ্চিমবঙ্গে ছুটি থাকবে না)।
৪. ১০ সেপ্টেম্বর রবিবার হবার জন্য সাপ্তাহিক ছুটি।
৫. ১৭ সেপ্টেম্বর আবারো রবিবার, সাপ্তাহিক ছুটি।
৬. ১৮ সেপ্টেম্বর (সোমবার) ভারসিদ্ধি (এই দিন পশ্চিমবঙ্গে ছুটি নেই)।
৭. ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) গণেশ চতুর্থী / সম্বতসা।
৮. ২০ সেপ্টেম্বর (বুধবার) গণেশ চতুর্থী (দ্বিতীয় দিন) (এই দিন পশ্চিমবঙ্গে ছুটি নেই)।
Govt Scheme – 5 লক্ষ টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে, গরিব ও মধ্যবিত্তদের জন্য সুখবর।
৯. ২২ সেপ্টেম্বর (শুক্রবার) শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস (এই দিন পশ্চিমবঙ্গে ছুটি নেই)।
১০. ২৩ সেপ্টেম্বর (শনিবার) মহারাজা হরি সিং এর জন্মদিন (এই দিন পশ্চিমবঙ্গে ছুটি নেই)।
১১. ২৪ সেপ্টেম্বর (রবিবার), সাপ্তাহিক ছুটি।
১২. ২৫ সেপ্টেম্বর (সোমবার) – শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষ (এই দিন পশ্চিমবঙ্গে ছুটি নেই)।
১৩. ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) – ঈদ-ই-মিলাদ/ঈদ-ই-মিলাদুন্নবী (নবী মুহাম্মদের জন্মদিন) (এই দিন পশ্চিমবঙ্গে ছুটি নেই)।
Gold Price Today – সেপ্টেম্বরের শুরুতেই কমে গেল সোনার দাম। পশ্চিমবঙ্গে আজকের সোনা