মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2023 – WBBSE Madhyamik Lifescience Suggestion 2023 PDF Download Free.

মাধ্যমিক পরীক্ষা ২০২৩ শুরু হতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা তার মধ্যে দেখে নিন মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন। আগামী ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ থেকে সারা রাজ্য জুড়ে WBBSE – পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অধীনে শুরু হতে চলেছে এই পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষাকে ছাত্র জীবনের প্রথম সবচেয়ে কঠিন পরীক্ষা বলে মনে করেন অনেক পড়ুয়ারা। কিন্তু এমনটা নয়, পরীক্ষার আগে সঠিক প্রশিক্ষণ নেওয়া থাকলে পরীক্ষা দিতে কোন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়না সকলকে। আজকে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন ২০২৩ নিয়ে আলোচনা করতে চলেছি। (WBBSE Madhyamik Lifescience Suggestion 2023)

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩, Madhyamik life science Suggestion 2023, WBBSE Madhyamik life science Suggestion 2023, West Bengal Madhyamik life science Suggestion full syllabus 2023, WBBSE Madhyamik life science Suggestion 2023 PDF by Banglar Cokh.

মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন – WBBSE Madhyamik Lifescience Suggestion 2023.

প্রথম অধ্যায়ঃ- জীবজগতে নিয়ন্ত্রন ও সমন্বয়
১. হরমোন ও উৎসেচকের মধ্যে ৫ – ৬ টি পার্থক্য লেখ।
২. সহজাত ক্রিয়া ও অর্জিত ক্রিয়া সম্পর্কে নিজের ভাষায় বিস্তারিত আলোচনা কর।
৩. পিটুইটারি গ্রন্থির কাজ গুলি নিজের ভাষায় লেখ।
৪. চোখে ছানি পরে কেন? ছানি পরার মুখ্য কয়েকটি কারণ লেখ।
৫. কোষ চক্র কাকে বলে? এই চক্রের সকল দশা চিত্র সহ বর্ণনা কর।
৬. জনন কাকে বলে? জননের গুরুত্ব লেখ।
৭. স্নায়ু কাকে বলে? স্নায়ুর প্রকারভেদ সম্পর্কে আলোচনা কর।
৮. টেস্টোসটেরন হরমোনের উৎস ও পুরুষদের শরীরে এই কার্যকারিতা লেখ।
৯. ইস্ট্রোজেন হরমোনের উৎস ও নারীদের শরীরে এর কার্যকারিতা নিজের ভাষায় লেখ।
১০. যৌন জননের প্রকারভেদ ও গুরুত্ব সম্পর্কে যা জানো লেখ। (মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন)

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023- WBBSE Madhyamik History Suggestion 2023 PDF Download Free.

দ্বিতীয় অধ্যায়ঃ- জীবনের প্রবমানতা
১. সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি ও গঠন প্রক্রিয়া কাকে বলে?
২. মানব DNA নিয়ে বিস্তারিত আলোচনা কর।
৩. মিয়োসিস কোষ বিভাজন উদ্ভিদের কোন অংশে সম্পন্ন হয়? বিস্তারিত আলোচনা কর।
৪. সুন্দরবনে সুন্দরী গাছের লবণ গ্রহনের জন্য কি অভিযোজন ঘটেছে?
৫. অ্যানাফেজ ও টেলফেজ দশার পাঁচটি পার্থক্য লেখ।
৬. মেটাফেজ দশার ৫ – ৬ টি বৈশিষ্ট্য লেখ।
৭. উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস সম্পর্কে আলোচনা কর।
৮. ইতর পরাগযোগ ও স্বপরাগযোগ এর মধ্যে পার্থক্য লেখ।
৯. পরাগযোগ কাকে বলে?
১০. DNA তৈরির রাসায়নিক উপাদান গুলি বল? (মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন)

তৃতীয় অধ্যায়ঃ- বংশগতি ও কয়েকটি সাধারণ জীনগত রোগ
১. থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে আলোচনা কর।
২. থ্যালাসেমিয়া রোগের মূল পাঁচটি কারণ লেখ?
৩. মেণ্ডেলের পরীক্ষার উদ্দেশ্য আলোচনা করে লেখ।
৪. মেণ্ডেলের সূত্র গুলি আলোচনা কর।
৫. মেণ্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন নির্বাচন করেছিল?
৬. সমসংকর জীবের সম্পর্কে আলোচনা কর।
৭. বর্ণান্ধতা কাকে বলে? এর ৫ টি কারণ উল্লেখ কর।
৮. মা – বাবার স্বভাব অপত্যে সঞ্চারিত হয় কেন?
৯. সুপ্রজনন বিদ্যা সম্পর্কে আলোচনা কর।
১০. অসম্পূর্ণতা কাকে বলে? নিজের ভাষায় আলোচনা কর। (বাংলার চোখ)

চতুর্থ অধ্যায়ঃ- অভিব্যাক্তি অভিযোজন
১. ঘোড়ার জীবাশ্মের গুরুত্ব নিজের ভাষায় লেখ।
২. ঘোড়ার বিবর্তনের প্রকারভেদ আলোচনা কর।
৩. নতুন ডারউইনবাদ এর ত্রুটি সম্পর্কে আলোচনা কর।
৪. পায়রাকে খেচর প্রাণী কেন বলা হয়? পায়রার বায়ুথলির কার্যকারিতা সম্পর্কে লেখ।
৫. অভিযোজনে রুই মাছের পটকার ভুমিকা নিয়ে আলোচনা কর।
৬. মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপদ বলতে কোন অঙ্গকে বোঝানো হয়? এই নিয়ে আলোচনা কর?
৭. জীবাশ্মের পাঁচটি গুরুত্ব লেখ।
৮. অভিযোজনের পাঁচটি গুরুত্ব লেখ।
৯. ক্যাকটাসের গুরুত্ব উল্লেখ কর।
১০. সুন্দরবনে সুন্দরী গাছের শ্বাস মুলের ব্যবহার সম্পর্কে আলোচনা কর। (মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন)

পঞ্চম অধ্যায়ঃ- পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ
১. নাইট্রোজেন এর তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভুমিকা নিয়ে আলোচনা কর।
২. গঙ্গা দূষণের পাঁচটি কারণ নিয়ে বিস্তারিত আলোচনা কর।
৩. শীতকালে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট হওয়ার কারণ কি?
৪. জনসংখ্যা বৃদ্ধির জন্য কি কি সমস্যা বৃদ্ধি পাচ্ছে নিজের ভাষায় লেখ।
৫. ওজন ছিদ্র কাকে বলে? এই ছিদ্র সৃষ্টির কারণ ও প্রতিকূল প্রভাব সম্পর্কে আলোচনা কর।
৬. সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আলোচনা কর।
৭. সুন্দরবনে মিষ্টি জলের সংকটের ৫ টি কারণ নিয়ে আলোচনা কর।
৮. মৃত্তিকা দূষণের কারণ ও পরিবেশের ওপরে তার ক্ষতি সম্পর্কে লেখ?
৯. গ্রিনহাউস গ্যাস সম্পর্কে নিজের ভাষায় আলোচনা কর।
১০. JFM – Joint Forest Management সম্পর্কে আলোচনা কর। (WBBSE Madhyamik Lifescience Suggestion 2023)

মোবাইল অ্যাপে চলবে এবারের মাধ্যমিক পরীক্ষা, নতুন সিদ্ধান্ত পর্ষদের।

২০২৩ সালের সকল পরীক্ষার্থীদের জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। (মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন)

Leave a Comment