WBBSE – সরকারের তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হবে উপহার! স্কুল থেকে কবে পাবে? জানুন
কিছুদিন আগেই শেষ হলো ২০২৪ এর WBBSE মাধ্যমিক পরীক্ষা। স্কুল জীবনের সবচেয়ে বড়ো এবং প্রথম বোর্ড পরীক্ষা হলো মাধ্যমিক। এই মাধ্যমিক পরীক্ষার নিয়ে ছাত্র ছাত্রী থেকে তাদের মা বাবাদের অনেক আশা ও স্বপ্ন রয়েছে। কারণ এই মাধ্যমিক পরীক্ষার ফলাফল নির্ভর করবে কোনো ছাত্র ছাত্রী তার পরবর্তী শিক্ষায় কি বিষয় নিয়ে এগিয়ে যাবে। পরীক্ষা শেষ হওয়ার পর এবার সবার মধ্যে রয়েছে ফলাফল প্রকাশের অপেক্ষা।
WBBSE will Give Gifts to Madhyamik Candidates
তবে এরই মধ্যে রাজ্য সরকার ঘোষনা করলেন WBBSE মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উপহার। অনেকেই ভাবছেন কি এমন উপহার যা সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই দেওয়া হবে। আসলে সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে বিশেষ অনুদান দেওয়ার কথা ভাবা হয়েছে রাজ্য সরকার থেকে। দেখে নেওয়া যাক এই বিশেষ অনুদান সমন্ধে।
উপহারের উদ্দেশ্য কি?
যদিও এখন প্রায় প্রত্যেক বাড়ির ছেলে মেয়েরা স্কুল যায়। এবং WBBSE Madhyamik বা মাধ্যমিক গণ্ডি অবধি পড়াশুনা করে কিন্ত তবুও গ্রামাঞ্চলে এখনো অনেক দরিদ্র পরিবারে ছেলে মেয়েদের স্কুল মুখী হতে দেখা যায়না। যদিও স্কুল যায় কিছু পরিবারের ছেলে মেয়ে মাধ্যমিক গণ্ডি পার করার আগেই স্কুল বন্ধ করে দেয়।
কারণ তাদের বিভিন্ন কাজে লাগিয়ে দেওয়া হয়। পরিবারের জন্য আরেকটু বেশি অর্থ ইনকাম করার জন্য। তাই মাধ্যমিক পরীক্ষার প্রতি পরীক্ষার্থীদের আগ্রহ আরও বাড়াতে এবং স্কুল ছুট কমাতে বিশেষ উদ্যোগী হলো WBBSE মধ্যশিক্ষা পর্ষদ।
মধ্যশিক্ষা পর্ষদ কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছেন সফল WBBSE মাধ্যমিক পরীক্ষার্থীদের মাথা পিছু ১০ টাকা করে অনুদান দেওয়া হবে। এটা শুধু সরকারি স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্ত কি করবে এই টাকা দিয়ে ছাত্র ছাত্রীরা?
অনেকের মতে এই ১০ টাকা অনুদান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ আজকাল যুগে ১০ টাকায় কি হয়? তবে পর্ষদের মতে একজন WBBSE Madhyamik পরীক্ষার্থী এই ১০ টাকা দিয়ে পেন, পেন্সিল কিংবা জলের বোতল কিনতে পারবে। আর এই অনুদানের জন্যই ছাত্রছাত্রীরা স্কুলমুখী হওয়ার আগ্রহ দেখাবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আপডেট! এইভাবে আবেদন করলেই পাবে টাকা।
মোট বাজেটের পরিমাণ
রাজ্য সরকার জানিয়েছেন এই পুরো প্রজেক্টের জন্য খরচ হবে ১ কোটি টাকা। মোট ১০ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হবে এই টাকা। অর্থাৎ কোনো স্কুলে ১০০ জন মাধ্যমিক পরীক্ষার্থী থাকলে, ওই স্কুলকে ১০০০ টাকা দেওয়া হবে।
কিভাবে এই অনুদান পাবেন?
এই অনুদান প্রজেক্ট নিয়ে বেশ কয়েক মাস আগেই কথা উঠেছিল। সেই অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হলো পর্ষদ থেকে। একটি পোর্টাল চালু করা হবে যেখানে স্কুল গুলো আবেদন করবে তাদের স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য। স্কুলের ছাত্র ছাত্রী সংখ্যা উল্লেখ করতে হবে আবেদনে। তাহলেই সেই সংখ্যা অনুযায়ী পর্ষদ থেকে টাকা পাঠিয়ে দেওয়া হবে স্কুলে।
পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2024. সুখবর দিলেন শিক্ষামন্ত্রী।
ইতিমধ্যে সেই পোর্টাল এর কাজ ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজ্য সরকারের মতে এই অনুদান অনেকটাই স্কুলের প্রতি আগ্রহ ও উদ্যোগ বাড়াতে সাহায্য করবে স্কুল ছাত্র ছাত্রীদের। দেখা যাক কতটা সফল হয় রাজ্য সরকারের এই নয়া উদ্যোগ। এমন আরও সরকারি সুবিধা বা প্রকল্প এর খবর জানতে এই পেজের সাথে যুক্ত থাকুন।
Written by Shampa Debnath.