Salary Hike – রাজ্যের অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা! ভোটের আগেই মুখ্যমন্ত্রীর মাষ্টারস্ট্রোক।
পশ্চিমবঙ্গের আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বিরাট সুখবর। ভোটের মুখে Salary Hike বা বেতন বাড়লো তাঁদের। একলাফে কর্মীদের স্যালারি বাড়ালো রাজ্য সরকার। Salary Hike বা বেতন বৃদ্ধির ঘোষণায় মুখে চওড়া হাসি কর্মীদের। কতটা বাড়ল বেতন? কবে থেকে লাগু হচ্ছে এই নিয়ম? বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে। এই ধরনের খবর পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো করুন।
WB Asha karrmi and ICDS Workers Salary Hike
বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীরা নিযুক্ত রয়েছেন। বেশ কিছু দিন ধরেই তাঁদের Salary Hike বা বেতন বৃদ্ধির আশ্বাস মিলছিল। এদিকে ভোটের মুখে বেতন বাড়বে বলে আশায় ছিলেন কর্মীরা। অবশেষে এল সুখবর। বুধবার সকালেই রাজ্য সরকারের তরফে তাঁদের স্যালারি বাড়ানোর সিদ্ধান্ত জানানো হল।
আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন, বুধবার সকালে একটি বড় ঘোষণা করতে চলেছেন তিনি। ফেসবুক-এর মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ঘোষণাটি করবেন বলে জানিয়েছিলেন আগে। বুধবার সকালে সমাজ মাধ্যমের পাতায় মুখ্যমন্ত্রী আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের Salary Hike বা বেতন বৃদ্ধির ঘোষণা করলেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রী এও লেখেন যে, “বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য – আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট।” এদিন পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত মতো, এপ্রিল মাস থেকে আশা কর্মীদের বেতন বাড়ল ৭৫০ টাকা করে।
এর সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও ৭৫০ টাকা করে Salary Hike বা বেতন বৃদ্ধির ঘোষণা হয়েছে। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের মতোই আইসিডিএস (ICDS) কর্মীদের বেতন বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এপ্রিল মাস থেকে রাজ্য আইসিডিএস (ICDS) কর্মীদের বেতন ৫০০ টাকা করে বৃদ্ধি পেল। এতদিন অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ছিল ৮ হাজার ২৫০ টাকা।
পশ্চিমবঙ্গের কর্মীদের 6120 টাকা মাইনে বাড়ালো রাজ্য সরকার। কাদের ও কবে থেকে চালু?
এবার থেকে আরও ৭৫০ টাকা যুক্ত হওয়ায় অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন পৌছলো ৯ হাজার টাকায়। এছাড়া, আইসিডিএস সহায়কদের বেতন আগে ছিল ৬ হাজার টাকা। এর সঙ্গে আরও ৫০০ টাকা যুক্ত হতে বর্তমানে ICDS সহায়ক কর্মীদের বর্ধিত বেতন হল ৬ হাজার ৫০০ টাকা। সরকারের তরফে জানানো হয়েছে, এই বর্ধিত বেতন কার্যকরী হবে ১ এপ্রিল থেকে।
অর্থাৎ শীঘ্রই কর্মীদের পকেটে আসবে নতুন স্যালারি। Salary Hike বা বেতন বৃদ্ধির ঘোষণার সঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা – আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব।
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। বেতন বৃদ্ধি সহ আরও সুবিধা।
আপনারা ভাল থাকলেই, আমার ভাল থাকা।” প্রসঙ্গত, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও ICDS সহায়িকাদের মতোই রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের Salary Hike বা বেতন বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। আর এই সকল ঘোষণাকেই ভোটের আগে মাষ্টারস্ট্রোক বলে অভিহিত করেছেন রাজনৈতিক মহল।