Weather Update – দীপাবলির আগেই ভাসবে বাংলা! আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভবনা, জানুন কি জানলো আবহাওয়া দপ্তর।
Weather Update – কালীপূজার আগেই বৃষ্টির পূর্বাভাস, ঠান্ডা আবহাওয়ার কি আবার বিদায় ঘটলো ? জানুন কবে থেকে বৃষ্টি।
এবার বাঙালির শারদ উৎসব বেশ শুষ্কতার মধ্যেই কেটেছে। পূজার আগে লাগাতার বৃষ্টির (Weather Update) জেরে মানুষ যখন কুপোকাত কিন্ত পূজার দিনগুলো ছিল শুষ্ক, বৃষ্টিহীন। লক্ষ্মী পূজাও মোটের ওপর ভালই গিয়েছে। অক্টোবরের শেষের দিক দিয়েই হালকা শিরশিরানি শীতল হাওয়া বইতে দেখা যাচ্ছে। এটাই শীতের আগাম পূর্বাভাস। হেমন্ত যেন দরজায় কড়া নাড়ছে। নভেম্বরের শেষের দিক দিয়েই ভালো ঠান্ডা পড়বে বলে মনে করা হচ্ছে।
কিন্ত এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর (Weather Update) থেকে অন্যরকম খবর আসছে। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলো আবার বর্ষিত হবে। কিছুদিন তাপমাত্রার পারদ কম থাকলেও বুধবার থেকে তা ঊর্ধ্বগামি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছেন। কিছু জেলায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা।
মধ্যবিত্তের হেঁশেলে উত্তাপ! নভেম্বর মাস পড়তেই বাড়লো রান্নার গ্যাসের দাম, জানুন নতুন দাম কত?
এদিকে নভেম্বরে রয়েছে একাধিক উৎসব। দীপাবলি থেকে শুরু করে ভাইফোঁটা ও ছটপূজার মত বড়ো উৎসব। এখন যদি বৃষ্টির ভ্রুকুটি (Weather Update) দেখা যায় সামনের উৎসব গুলোকি মাটি হতে চলেছে? কতদিন থাকবে এই বৃষ্টি ? কি বলছে মৌসুম ভবন?
শীতের শুরুর আগে আরেকবার বৃষ্টির মুখ দেখতে পারবে দক্ষিণবঙ্গ। তবে উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যে জেলাগুলি সেগুলো হল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে।
বুধবার থেকে তাপমাত্রার বাড়ার কারণে গরমের মতই প্যাচপ্যাচে ভাব লক্ষ্য করা যাবে। তবে বৃষ্টি বিদায় নিলে মনে করা হচ্ছে শীতের কামড় পাকাপাকি ভাবে বসতে চলেছে এই বছরে। যারা এই দুদিন বাইরে বেড়ানো বা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন একটু সতর্ক থাকবেন কারণ বৃষ্টির মধ্যে পড়তে পারেন।
তাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী এই দুইদিন এমনই তাপমাত্রা ঘোরাঘোরি করবে। তবে পূজার আগের মতন দীর্ঘস্থায়ী এই বৃষ্টি হবেনা বলেই মনে করা হচ্ছে।
Written by Shampa Debnath.
নভেম্বরের শুরুতেই ব্যাংক একাউন্টে ঢুকবে 8000 টাকা। আপনি পাবেন কিনা জেনে নিন।