প্রকাশ পেল 2024 ভোটের Voter List. বাদ পড়লো কয়েক কোটি লোক! নতুন লিস্টে আপনার নাম আছে তো? চেক করুন অনলাইনে।

west bengal voter list.

প্রতি বছরই ভোটের আগে পুরাতন ভোটার লিস্টের (Voter List) সংশোধন করা হয়। এছাড়া ভোটার লিস্টে যারা নতুন নাম লেখাবে তাদের নাম নেওয়া হয় ও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তেমনি ১লা নভেম্বর থেকে শুরু হয়ে গেলো পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন নতুন সংশোধনী ভোটার লিস্ট প্রকাশনা। ২০২৪ সালের নতুন আপডেট ভোটার লিস্ট নাম তোলার জন্য কিংবা ভোটার কার্ড ভুল সংশোধন করার জন্য ইতিমধ্যেই অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারও কি ভোটার কার্ডে ভুল আছে? সংশোধন করতে হলে অনলাইন অ্যাপ্লিকেশন করুন এখনি। আর যদি নতুন নাম তুলতে চান সেক্ষেত্রে ও দেখুন ওয়েবসাইট।

Advertisement

এছাড়া এখন থেকে আপনি বছরে ৪ বার ভোটার কার্ড এর যাবতীয় কাজ করতে পারবেন। নতুন ভোটার কার্ড আবেদন, ভোটার কার্ডের মধ্যে থাকা ভুল সংশোধন, ভোটার কার্ড মোবাইল নাম্বার লিংক কিংবা ভোটার কার্ড আধার কার্ড লিংক ইত্যাদি সমস্ত কাজ অফলাইন ও অনলাইনে বছরে ৪ বার করা যাবে। ফলে আগের মতন অসুবিধায় পড়তে হবেনা। নতুন যে ভোটার লিস্ট (Voter List) প্রকাশিত হলো তাতে আপনার নাম রয়েছে কিনা দেখে নিন নইলে পরে সমস্যায় পড়তে হবে। তাই নাম চেক করুন লিস্টে, আর নাম না থাকলে নিকটবর্তী BLO অফিসার কিংবা BDO Office এ যোগাযোগ করুন।

Advertisement

কালীপূজোর আগেই আগেই ডিএ নিয়ে বড় সারপ্রাইজ! খুশিতে আত্মহারা সরকারি কর্মী ও পেনশনভোগীরা।

ভোটার কার্ড ২০২৪ লিস্ট ডাউনলোড করবেন কিভাবেঃ
১) প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আসুন।
২) এরপর Special Summary Revision 2024 New এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Electoral Roll (Voter List) লেখার উপরে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে State,District, Assembly, কোন ভাষায় ভোটার লিস্ট দেখতে চাচ্ছেন ও Captcha কোর্ড উল্লেখ করে, নিচে থেকে আপনার জায়গার ভোটার লিস্ট ডাউনলোড করে নিন।

নতুন প্রকাশিত ভোটার লিস্টে (Voter List) আপনার নাম আছে কিনা চেক করবেন কিভাবেঃ
১) প্রথমে আপনাকে electoralserach eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর পরবর্তী পেজে আসবে সেখানে ৩ টি পর্যায়ে ভোটার লিস্টে নাম রয়েছে কিনা চেক করতে পারবেন।
ক) নাম,ঠিকানা,জন্ম তারিখ এর মাধ্যমে
খ) ভোটার কার্ড নাম্বারের মাধ্যমে
গ) রেজিস্ট্রার মোবাইল নাম্বারের মাধ্যমে, যে নাম্বারটি ভোটার কার্ড এর সঙ্গে যুক্ত রয়েছে।

ক) Search by Detailsঃ এখানে রাজ্যের নাম,জেলার নাম,আপনার নাম, বয়স ইত্যাদি দিতে হবে। এগুলো দিয়ে ফিলাপ করে সার্চে ক্লিক করলেই যদি আপনার নাম ভোটার লিস্টে থাকে, তাহলে দেখতে পারবেন।
খ) Search by EPICঃ এই অপশনে মাধ্যমে নিজের ভোটার কার্ড নাম্বার ও রাজ্যের নাম উল্লেখ করে সার্চে ক্লিক করলেই দেখতে পারবেন, নতুন ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা।

গ) Search by Mobileঃ এই অপশনের মাধ্যমে রেজিস্ট্রার মোবাইল নাম্বার ও রাজ্যের নাম উল্লেখ করে দেখে নিন,ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা। আপনি যদি নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে চান কিংবা আপনার নাম আছে কিনা দেখতে চান উপরিউক্ত পদ্ধতিতে ডাউনলোড করে দেখে নিন।
Written by Shampa Debnath.

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার উপর স্থগিতাদেশ দিলো আদালত। কারো পৌষ মাস কারও সর্বনাশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button