DA Hike News – কালীপূজোর আগেই আগেই ডিএ নিয়ে বড় সারপ্রাইজ! খুশিতে আত্মহারা সরকারি কর্মী ও পেনশনভোগীরা।
Today DA Hike News.
একের পর এক খুশির খবর উৎসবের মুখে। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য ৪২ শতাংশ থেকে ডিএ বৃদ্ধি (DA Hike News) করে ৪৬ শতাংশ করেছে। এরফলে কেন্দ্র সরকারি কর্মচারীদের মনে খুশির আমেজ ছিল। অনুরূপ গুজরাট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর।
কেন্দ্র সরকার ও বিজেপি শাসিত রাজ্য সরকার তাদের সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করলেও কিছু বিরোধী দলের রাজ্য সরকারের অধীনে থাকা সরকারি কর্মচারীদের DA বৃদ্ধির জন্য এখনোও সুমত প্রকাশ করেননি। তবে গুজরাট রাজ্য সরকার ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করলো এই দীপাবলির মত উৎসবের মুখে। ৪ শতাংশ বৃদ্ধি করে ৪৬ শতাংশ করে DA পাবে গুজরাটের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।
প্রসঙ্গত, এই রবিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিধানসভায় ঘোষণা করেন, জুলাইয়ে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ বর্ধিত (DA Hike News) করা হলো। নভেম্বরে এই ডিএ বৃদ্ধির ঘোষণা হলেও চলতি বছর জুলাই থেকেই কার্যকর হবে এই মহার্ঘ্য ভাতা প্রদান। পাশাপাশি পেনশনারদেরও মহার্ঘ্য ভাতা একই হারে বৃদ্ধি করেছে ঝাড়খণ্ড সরকার।
তাই যে সকল বিরোধী দল শাসিত অঙ্গরাজ্যের সরকারি কর্মচারীদের এখনো DA বৃদ্ধি করেনি সরকার তাই সরকারি কর্মচারীগণ কেন্দ্রের হারে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির জন্য বিক্ষোভ, মিছিল চালিয়ে যাচ্ছে। তবুও এখনো কোনো সুরাহা হয়নি তাদের। সেইরূপ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কেন্দ্রের হারে DA বৃদ্ধির দাবিতে একাধিকবার অবস্থান বিক্ষোভ, মিছিল তারা করেই চলেছেন।
তবুও সরকারের তরফে এখনও কোনো সদুত্তর পাওয়া যায়নি এই বিষয়ে। সরকারি কর্মচারীদের পক্ষ থেকে হাইকোর্টে এই DA বৃদ্ধি (DA Hike News) নিয়ে মামলা করলে হাইকোর্ট আন্দোলনকারীদের পক্ষে রায় দিলেও রাজ্য সরকার ফের সুপ্রিমকোর্টে মামলা করে। রাজ্য সরকারের যুক্তি হাইকোর্টের নির্দেশমতো রাজ্য সরকারী কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার জন্য ৪১,০০০ কোটি টাকা খরচ হবে যা বর্তমানে রাজ্যের কোষাগার থেকে দেওয়া একরকম অসম্ভব।
ধনতেরাসের আগে নিন্মমুখী সোনার দাম! এই বছরের মধ্যে সবচেয়ে কম রেট।
সেই মামলার শুনানি এই নিয়ে ১০ বার পিছিয়ে গেলো। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা সরকারি কর্মচারীদের এই ৩ রা নভেম্বর সুপ্রিমকোর্টে শুনানির দিন থাকলেও আবারও তা পিছিয়ে আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ অবধি টানা হয়েছে।
ফলে সেই ফেব্রুয়ারি অবধি চাতক পাখির ন্যায় অধীর আগ্রহে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে, শুধু কেন্দ্র নয় পাশাপাশি কিছু রাজ্য যেমন গুজরাট রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করছে তখন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বিক্ষোভের আগুন যেন আরও মাথা চা দিয়ে উঠছে।
Written by Shampa Debnath.
কমপক্ষে 2 বছরের পুরনো আধার কার্ড থাকলেই, বিরাট সুবিধা দিচ্ছে মোদী সরকার।