বাজারে আসছে নতুন 7টি সংস্থার IPO, কোনটা কিনলে আপনার লাভের সম্ভাবনা বেশি
IPO: বর্তমান সময়ে যে হারে মুদ্রাস্ফীতির হার বেড়ে চলেছে তাতে আয়ের বিকল্প পথ না বার করলে ভালোভাবে জীবন যাপন করা অসম্ভব হয়ে পড়ছে। প্রত্যেকটি ব্যক্তি উপার্জনের জন্য বিকল্প পথ খোঁজার চেষ্টা করেন যাতে ভবিষ্যতের জন্য আরেকটু বেশি সঞ্চয় করে রাখা যায়। আজকের এই প্রতিবেদনেও তেমনি আয়ের সুযোগের আরো বিকল্প সাতটি পথের খবর দেবো এই প্রতিবেদনের মাধ্যমে।
বাজারে আসছে ৭টি নতুন সংস্থার IPO
আপনার জন্য প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মনোযোগ সহকারে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। আগামী সপ্তাহে খুলতে চলেছে আরো সাত সাতটি আইপিও। হ্যাঁ এই আইপিও মাধ্যমেই আপনি পেতে পারেন অনেকটা টাকা লাভের সুযোগ। এই সাতটি আইপিও এর মধ্যে, যার মধ্যে দুটি মেইনবোর্ড এবং পাঁচটি এসএমই ক্যাটাগরির আইপিও রয়েছে।
অনেকেই আছে যারা কোন একটি জায়গায় টাকা ইনভেস্ট করতে চান তার বদলে পেতে চান মোটা লাভের সুযোগ। আপনি যদি আইপিও বাজারে অর্থ বিনিয়োগ করতে চান তাহলে কিভাবে লাভ করবেন কিভাবে বিনিয়োগ করবেন তার সম্বন্ধে নিম্নে আলোচনা করা হলো। এই বিষয়ে বিস্তারিত ভাবে জানতে প্রতিবেদনটি ভালো করে মোন দিয়ে পড়ুন জানতে পারবেন।
Interarch Building Products IPO
আগামী সপ্তাহে যে সাতটি আইপিও খুলতে চলেছে তার মধ্যে যে মেইনবোর্ডের আইপিও প্রথম নামটি হ’ল ইন্টারআর্ক বিল্ডিং পণ্যের ইস্যু। এই IPO খুলছে ১৯ অগাস্ট সোমবার। এই তে বিনিয়োগকারীরা ২১ অগাস্ট পর্যন্ত এতে অর্থ বিনিয়োগ করতে পারবেন। কোম্পানির এর আকার ৬০০.২৯ কোটি টাকা এবং এর অধীনে ৬,৬৬৯,৮৫২ টি শেয়ার ইস্যু করা হবে। ইস্যুটির প্রাইস ব্যান্ড ৮৫০-৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং লটের আকার ১৬টি শেয়ার। শেয়ারবাজারে এর শেয়ার তালিকাভুক্তির সম্ভাব্য তারিখ ২৬ আগস্ট।
Orient Tech IPO
মেইনবোর্ড আইপিওগুলির মধ্যে দ্বিতীয়টি হল ওরিয়েন্ট টেকনোলজিস আইপিও বা IPO যেটি একটি আইটি সলিউশন কোম্পানির অন্তর্গত। এই আইপিও টি ২১ অগাস্ট থেকে ২৩ অগাস্ট পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য খোলা থাকবে। বিনিয়োগকারীরা ২১৪.৭৬ কোটি টাকার এই আইপিওর বা IPO জন্য বিড করতে পারবে।
এর মাধ্যমে, কোম্পানিটি ১০ টাকার অভিহিত মূল্যের ৫,৮২৫,২৪৩ টি তাজা শেয়ার এবং বিক্রয়ের জন্য প্রস্তাবের মাধ্যমে ৪,৬০০,০০০ টি শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ইস্যু আইপিওর জন্য ১৯৫-২০৬ টাকার প্রাইস ব্যান্ড ঘোষণা করেছে। কোম্পানির লটের আকার ৭২টি শেয়ার এবং এর সম্ভাব্য তালিকার তারিখ ২৭ অগাস্ট পর্যন্ত হবে।
BracePort IPO
মেইনবোর্ডের মধ্যে এটি তৃতীয় আইপিও। এটি ব্রেসপোর্ট লজিস্টিক কোম্পানির অন্তর্গত। এতে সাবস্ক্রিপশনের সুযোগ থাকবে ১৯ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত। কোম্পানিটি প্রতিটি ১০ টাকার অভিহিত মূল্যের ৩০৫১,২০০টি শেয়ার ইস্যু করবে এবং বাজার থেকে ২৪.৪১ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানির শেয়ারের প্রাইস ব্যান্ড ৭৬-৮০ টাকা এবং লট সাইজ ১৬০০ শেয়ার। তার মানে একটি লটের জন্য ন্যূনতম ১.২৮ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। কোম্পানির শেয়ারের তালিকা NSE SME তে ২৬ অগাস্ট অনুষ্ঠিত হবে।
Forcas Studio IPO
এসএমই আইপিও ক্যাটাগরির অন্তর্গত আরেকটি কোম্পানির ইস্যু খুলতে যাচ্ছে, তার নাম ফোরকাস স্টুডিও আইপিও। এটি 19 আগস্ট আপনি সাবস্ক্রিপশনের সুযোগ পাবেন। এর আকার ৩৭.৪৪ কোটি টাকা এবং কোম্পানিটি ৪,৬৮,০০০০ শেয়ারের জন্য বিড চাইবে৷ কোম্পানিটি ৭৭-৮০ টাকার প্রাইস ব্যান্ড নির্ধারণ করেছে এবং একটি লট কিনতে বিনিয়োগকারীদের ১৬০০টি শেয়ারের জন্য বিড করতে হবে। এই কোম্পানির শেয়ারগুলিও NSE SME-এ তালিকাভুক্ত হবে এবং সম্ভাব্য তালিকার তারিখ ২৬ আগস্ট ২০২৪।
QVC Exports IPO
এসএমই আইপিও ক্যাটাগরির অন্তর্গত আরেকটি আইপিও হলো এটি। বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করতে পারবেন ২১শে আগস্ট থেকে ২৩ আগস্ট এর মধ্যে। কোম্পানিটি তার আইপিওর মাধ্যমে ১৭.৬৩ কোটি টাকা সংগ্রহ করবে। এর অধীনে ১০ টাকা অভিহিত মূল্যের ২,৭৯৮,৪০০টি শেয়ার ইস্যু করা হবে। কোম্পানিটি শেয়ার প্রতি ৮৬ টাকা প্রাইস ব্যান্ড নির্ধারণ করেছে এবং এর লট সাইজও ১৬০০ শেয়ার। আগামী ২৮ অগাস্ট কোম্পানিটির শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পারে।
Ideal Technoplast Industries IPO
অন্যতম আরেকটি আইপিও কোম্পানি যেটাতে বিনিয়োগ করতে পারবেন সেটির নাম হলো আইডিয়াল টেকনোপ্লাস্ট, বলে রাখা ভালো এটিও একটি SME ক্যাটাগরির কোম্পানি। এটাতে আপনি বিনিয়োগের জন্য সুযোগ পাবেন ২১শে আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত। কোম্পানির IPO প্রাইস ব্যান্ড ১২১ টাকা এবং লট সাইজ ১০০০ শেয়ার। এর মানে হল যে বিনিয়োগকারীকে কমপক্ষে ১.২১ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে ১,৩২৫,০০০ শেয়ারের জন্য বিড চাইবে। ২৮ অগাস্ট NSE SME-তেও এর তালিকা হতে পারে।
Resourceful Automobile IPO
যে আইপিও গুলো খুলছে তার মধ্যে সর্বশেষ আইপিও হলো এটি যার নাম রিসোর্সফুল অটোমোবাইল লিমিটেড। বিনিয়োগকারীরা এই আইপিওতে বিনিয়োগ করার সুযোগ পাবেন ২২ অগাস্ট থেকে ২৬ অগাস্ট পর্যন্ত। ১০ টাকা অভিহিত মূল্য সহ ১,০২৪,৮০০টি শেয়ার এই ইস্যুর মাধ্যমে ইস্যু করা হবে, যার প্রাইস ব্যান্ড ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর লটের আকার হল ১২০০টি শেয়ার এবং কোম্পানিটি ইস্যুটির মাধ্যমে ১১.৯৯ কোটি টাকা সংগ্রহ করবে। এটির তালিকা ২৯ অগাস্ট BSE SME-তে হতে পারে।
যারা এমন আইপিওতে বিনিয়োগ করে আসছেন তাদের জন্য আগামী এক সপ্তাহে এই সাত সাতটি আইপিওতে বিনিয়োগ করার সুবর্ণ সুযোগ খুলে যাচ্ছে। আপনিও যদি বিনিয়োগ করতে ইচ্ছুক হন তাহলে এই সাতটির মধ্যে যেকোনো একটিতে বিনিয়োগ করে আপনি মোটা টাকা লাভ করার সুযোগ পাবেন। তাহলে আর দেরি কেন ? সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে কাজে লাগান। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.