রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি উল্লখযোগ্য প্রকল্প হলো 100 Days Work তথা ১০০ দিনের কাজ। এই কাজে যুক্ত রয়েছে দরিদ্র থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রচুর মানুষ। কিন্ত তাদের অভিযোগ ছিল তারা তাদের ১০০ দিনের সঠিক বেতন পাচ্ছে না। কাজ করলেও বেতন বাকি রয়েছে। এই নিয়ে অনেক ক্ষুদ্ধ ছিলেন ১০০ দিনের শ্রমিকরা। তবে নতুন বছর পরার পর রাজ্য সরকার বাজেট পেশ করার সময় এই ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানোর কথা ঘোষনা করেন।
100 Days Work will be Paid by the Govt
সেই অনুযায়ী রাজ্য সরকার বিজ্ঞপ্তি দেয় আগামী কিছুদিনের মধ্যেই 100 Days Work তথা ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানো হবে সেইসাথে উপভোক্তাদের একটি তালিকা টাঙানো হবে। আর সেই তালিকা প্রদর্শন করা হবে জনসমক্ষে। জানা যাচ্ছে, আগামী ১লা মার্চ ২৪ লক্ষ ৫০ হাজারেরও বেশি ১০০ দিনের কাজের শ্রমিকদের তাদের ব্যাংক একাউন্টে নিজদের কাজের বকেয়া টাকা পেয়ে যাবেন।
বকেয়া টাকার পরিমাণ প্রায় ৮ হাজার কোটি টাকারও বেশি বলে জানা যাচ্ছে। রাজ্য সরকার কি বললেন এই বিষয়ে জেনে নেওয়া যাক। ঠিক কি কর্মসূচি নেওয়া হচ্ছে এই বকেয়া টাকা দেওয়াকে কেন্দ্র করে? রাজ্য সরকারের কথা অনুযায়ী বকেয়া টাকার পরিমাণ অনেকটাই হওয়ায় কিছুদিন অপেক্ষা করতে হলো উপভোক্তাদের তবে আর বেশি অপেক্ষা নয়, ১ লা মার্চ ১০০ দিনের শ্রমিকদের সকল অপেক্ষার অবসান হবে।
আর এই বকেয়া টাকা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনো দুর্নীতির অভিযোগ না ওঠে সেইজন্যই নতুন কৌশল অবলম্বন করল রাজ্য। নবান্ন থেকে ঠিক করা হয়েছে দুর্নীতি রুখতেই প্রকাশ্যেই টাকার হিসেবের তালিকা দিয়ে দেওয়া হবে। যাতে সবাই সেই হিসেব দেখে নিতে পারে (100 Days Work).
জানা যাচ্ছে, রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে একটি এসওপি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাকা প্রাপকদের নাম, ঠিকানা অর্থাৎ যিনি টাকা পাচ্ছেন তিনি কোন পঞ্চায়েতের অধীনে থাকেন। কত টাকা পেলেন তার সম্পূর্ন তথ্য দেওয়া থাকবে তালিকায়। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ন্যূনতম ১০০টি হোর্ডিং লাগানো হবে।
রাজ্যে শুরু হলো 35 হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ।
এমনকি এই এসওপি জেলাশাসকদের পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে ব্লক স্তর, মহকুমা স্তর,জেলা স্তর ও রাজ্য স্তরে কন্ট্রোলরুম চালু করতে হবে। যাতে 100 Days Work তথা ১০০ দিনের কাজের শ্রমিকরা ঠিক টাকা পাচ্ছেন কিনা সেদিকে তদারকি করতে হবে। এই কাজের জন্য জেলা শাসকের সিনিয়র অফিসারদের ওপর দায়িত্ত্ব দেওয়া হবে।
100 Days Work তথা ১০০ দিনের কাজের বকে টাকা তারা পাচ্ছেন নাকি? ১লা মার্চের পর থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে তার নজরদারি করতে হবে। কন্ট্রোল রুমগুলির দায়িত্ব থাকবেন জেলাশাসকদের অধীনে সিনিয়র অফিসাররা। এখানেই শেষ নয়, প্রত্যেক গ্রাম পঞ্চায়েত স্তরে টাকা দেওয়ার পরের দুটি দিন বৈঠক হবে অর্থাৎ ১ লা মার্চ টাকা দেওয়া হবে সেই অর্থে ২ রা ও ৩ তারিখ বৈঠক বসবে।
সেখানে কিছু সেলফ হেল্প গ্রুপ করা হবে। এই পঞ্চায়েত এর আধিকারিকদের কিছু জন টাকা প্রাপকদের বাড়িতে গিয়ে খোঁজ নেবে তারা ঠিক টাকা পেয়েছে কিনা কিংবা আর কোনো বকেয়া টাকা পাওয়ার আছে কিনা। এছাড়া বৈঠকে টাকা প্রাপকদের উদ্দেশ্যে বলা হবে এই বকেয়া টাকা রাজ্য সরকার মারফত তাদের অ্যাকাউন্ট গিয়েছে।
প্রতিটি জেলার পঞ্চায়েত এলাকায় পাড়ায় পাড়ায় বড়ো বড়ো কালারিং ব্যানার লাগাতে হবে এই কারনে যারা জানতে পারবেন না কবে টাকা দেওয়া হবে তাদের চোখে যেন এই খবর সামনে আসে। এছাড়া মাইকিং করা হবে। যাতে সবাই এই ঘোষনা শুনতে পারে। এছাড়া যেদিন টাকা দেওয়া হবে সেদিন প্রত্যেক উপভোক্তাদের কাছে এসএমএস পাঠাতে হবে যে রাজ্য সরকার তাদের বকেয়া টাকা দিচ্ছে।
পশ্চিমবঙ্গে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ। আকর্ষণীয় বেতন সঙ্গে সরকারি সুবিধা।
এখন সবচেয়ে বড় প্রচারের মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। আর সেই মাধ্যমকেই কাজে লাগানো হবে যাতে সকল মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। অতএব, এতদিনের আশা পূরণ হতে চলেছে 100 Days Work তথা ১০০ দিনের শ্রমিকদের। এই বকেয়া টাকা পেয়ে তাদের অর্থনৈতিক অবস্থা অনেকটাই সচ্ছল হবে বলে মনে করা যায়। এমন আরও গুরুত্তপূর্ণ খবরের সন্ধানে এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.