Aadhaar Deactivate – আধার কার্ড নিয়ে বড় আপডেট! বাতিল প্রায় 30 লাখ আধার কার্ড। UIDAI বাড়িতে বাড়িতে চিঠি পাঠাচ্ছে।

আধার কার্ড হলো বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। এই ছাড়া কোন কাজই হয় না। তবে সম্প্রতি শনা যাচ্ছে যে Aadhaar Deactivate বা আধার কার্ড বাতিলের জন্য UIDAI অফিস থেকে চিঠি পাঠানো হচ্ছে। স্কুল, কলেজ থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে এমনকি যে কোনো অফিসিয়াল কাজে আধার কার্ড অত্যাবশ্যক। তবে এই আধার কার্ডের কিছু ভুলত্রুটির জন্য UIDAI অফিস থেকে পাঠাচ্ছে চিঠি। আপনার বাড়িতেও কি এমন চিঠি গিয়েছে? যদি গিয়ে থাকে আপনি কি করবেন বা যাতে না যায় সেজন্য বা কি করবেন জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

Advertisement

UIDAI Send Notice by Aadhaar Deactivate

জানা যাচ্ছে, বাংলার প্রায় ৩০ লাখ মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছে। অনেকদিন আগেই কেন্দ্র থেকে আধার আপডেট করার জন্য বলা হয়েছিল। বেশিরভাগ মানুষ সেই কাজ সম্পন্ন করলেও প্রায় ৫০ কোটি মানুষ আধার কার্ড এখনো আপডেট করেননি। আর সেইজন্যই সময় পেরিয়ে যাওয়ার পরেও এতদিন আপডেট না করার জন্য UIDAI থেকে এই চিঠির মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হচ্ছে (Aadhaar Deactivate).

Advertisement

চিঠিতে তাদের আধার নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা থাকছে। তবে এই আধার কার্ড নিস্ক্রিয় বা Aadhaar Deactivate হওয়ার ফলে আর্থিক লেনদেন সহ অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। এই রাজ্যের বিভিন্ন মানুষের কাছে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস রাঁচি থেকে চিঠি পাঠানো হচ্ছে। পোস্ট অফিসের মাধ্যমে এই চিঠি ব্যক্তিদের বাড়িতে পৌঁছে যাচ্ছে।

চিঠির মূল বক্তব্য

এই চিঠিতে বলা হচ্ছে আধার রেগুলেশন ২০১৬ এর ২৮ এ নিয়ম অনুযায়ী, ভারতে থাকার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ না করার জন্য আধার কার্ড নিষ্ক্রিয় বা Aadhaar Deactivate করা হয়েছে। একজন ব্যক্তির আধার কার্ড হয় শিশু বয়স থেকেই। যখন সে প্রাপ্ত বয়স্ক হয় তখনও যদি আধার আপডেট না করা হয় তাহলে সেই ব্যক্তির মুখের ছবি দিয়ে চেনা যায় না।

এছাড়া ফোন নাম্বার পরিবর্তন হলে সেটা আধার আপডেট না করলে কারেন্ট নাম্বার দেওয়া থাকেনা। অনেকেই ঠিকানা পরিবর্তন করেন আপডেট না হলে সঠিক কারেন্ট ঠিকানা দেওয়া হয়না। এইসব কারণে ১০ বছর অন্তর আধার আপডেট করানো বাধ্যতামূলক করা হয়েছে (Aadhaar Deactivate).

তাই ২০১৬ এর ২৮ এর নিয়ম অনুযায়ী, দীর্ঘদিন ধরে আধার কার্ডে ছবি, ঠিকানা, মোবাইল নম্বর, বায়োমেট্রিক ইত্যাদি আপডেট না করালে কিংবা আধার কার্ড করার সময় সাপোটিং ডকুমেন্ট না জমা দিলে বাতিল হতে পারে আধার কার্ড বা Aadhaar Deactivate. আর আধার বাতিল হলে সেই কার্ড কোনো ক্ষেত্রেই ব্যবহার করা যাবে না।

এটিএমে টাকা তুলতে গিয়ে নগদ টাকা আটকে যাচ্ছে? তাহলে শীঘ্রই এই কাজটি করুন।

অন্যদিকে ২০২০ সালের অন্য একটি আধার কার্ড নিয়মে বলা আছে, কোনও বিদেশী নাগরিক যদি বৈধ পাসপোর্ট এ ভারতে এসে, তিনি যদি আধার কার্ডের আবেদন করেন, এবং তার আধার কার্ড চালু হলেও সেটা নিস্ক্রিয় বা Aadhaar Deactivate করা হবে, যদি না তিনি ভারতে নাগরিকত্ব পাওয়ার শর্তাবলী পূরণ না করতে পারেন। যেটি ১৯২০ সালের পাসপোর্ট আইনের ৩৪ নম্বর ধারায় বর্ণিত রয়েছে।

তাই আপনিও যদি বায়োমেট্রিক আপডেট, ফটো স্ক্যান না করেন তাহলে আপনার কাছে চিঠি আসতে পারে। এবং আপনার আধার কার্ড বাতিল বা Aadhaar Deactivate বলে গণ্য হবে। এছাড়া আপনি বিদেশি নাগরিক বৈধ পাসপোর্ট পেয়ে ভারত আসলেও তিনি ভারতের নাগরিকত্ব ছাড়া তার আধার কার্ড আবেদন গ্রাহ্য হলেও সেটা চালু করা হবেনা।

LPG Gas বা এলপিজি গ্যাস

চিঠি পেলে কি করবেন

আপনার আধার কার্ড বাতিল বা Aadhaar Deactivate হলে আপনাকে UIDAI রিজিওনাল অফিসে যেতে হবে এবং সেখান থেকেই পুনরায় আধার কার্ড সক্রিয় করতে পারবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য টোল ফ্রি নম্বর ১৯৪৭ এ কল করতে পারেন।

অনেকে আবার আধার কার্ড সক্রিয় আছে কিনা সেটা জানার জন্য উদগ্রীব হয়ে আছেন। তাদের জন্য একটাই অপশন আপনি যদি জানতে চান অনলাইনেই ঘরে বসে জানতে পারবেন। তারজন্য UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই আধার নম্বর অপশনে গিয়ে নিজের আধার নম্বর বসিয়ে ভেরিফাই করিয়ে নিন।

আধার কার্ড বাতিলের চিঠি পাঠাচ্ছে UIDAI! কাদের বাতিল হচ্ছে? বাতিল হলে কি করবেন?

যদি সবুজ রঙের টিক আসে তাহলে আধার কার্ড সক্রিয় রয়েছে। আর যদি না আসে বুঝবেন আপনার আধার বাতিল করা হয়েছে। তখনই UIDAI অফিসে যেতে হবে। আপনি যদি ১০ বছর ধরে আধার আপডেট না করেন তাহলেই বুঝবেন আপনার আধার বাতিল হবার পথে। তাই ১০ বছরের মধ্যে আপডেট না হলে আপডেট করিয়ে নিন। এমন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য এই পেজ ফলো করে পাশে থাকুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button