Bank Holidays – সেপ্টেম্বর মাসে 16 দিন ব্যাংক বন্ধ, দুর্ভওহ এড়াতে তাড়াতাড়ি সেরে নিন গুরুত্বপুর্ন সব কাজ।

Bank Holidays – জানুন কবে কবে বন্ধ থাকবে ব্যাংক।

মানুষকে প্রায়শই ব্যাংকে (Bank Holidays) যেতে হয়। সামনেই পুজো।‌ আর পুজোর আগে টাকা পয়সা তোলা ও জমা করার জন্য ব্যাঙ্কে বেশি যেতে হয়। দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান নির্দিষ্ট কিছু দিনে ছুটি থাকে। সেই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে থেকেই ব্যাংক হল একটি। এখানেও প্রতি মাসে কিছু দিন ছুটি থাকে। ব্যাংক জরুরী পরিষেবার অন্তর্ভুক্ত হওয়ায় অনেক সময় ছুটি থাকার কারণে গ্রাহকদের অসুবিধায় পড়তে হয়। আপনারা যদি আগে থেকেই ব্যাংকের ছুটির তালিকা জানতে পারেন, তাহলে এই অসুবিধা অনেকটাই এড়িয়ে যেতে পারবেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশ পেয়েছে সেপ্টেম্বর মাসের ব্যাংক ছুটির তালিকা।

অবশ্য মাস শুরু হওয়ার কিছুদিন আগেই এই তালিকা বেরিয়ে যায়। এই তালিকা অনুযায়ী সেপ্টেম্বর মাসে মোট ১৬ দিন ব্যাংক বন্ধ (Bank Holidays) থাকবে। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সেই দিনগুলো সম্পর্কে বলব। তবে খেয়াল রাখবেন জায়গা বিশেষে ছুটি ভিন্ন কিন্তু হয়ে থাকে।

রাজ্য সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত! প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের 80% শতাংশ নম্বর TET থেকে, হবে না কোনো পরীক্ষা।

আগস্ট মাসের প্রথম রবিবার পড়েছে ৩ তারিখ। এদিন গোটা দেশের ব্যাংকে সাপ্তাহিক ছুটি থাকবে। এরপর ৬ তারিখ জন্মাষ্টমী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। ৯ তারিখ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার। এদিন গোটা দেশের ব্যাংকে থাকবে সাপ্তাহিক ছুটি। এরপর ১০ ই সেপ্টেম্বর রবিবার পড়ায় ব্যাংকে সাপ্তাহিক ছুটি থাকবে। অর্থাৎ পরপর দুদিন ব্যাংক ছুটি থাকবে। এই সময় আপনাদের যদি কোন প্রয়োজনীয় কাজ থাকে, তাহলে আগাম সেরে রাখবেন।

এরপর মাঝে আর ছুটি (Bank Holidays) নেই। ১৭ ই আগস্ট রবিবার হওয়ায়, সাপ্তাহিক ছুটি থাকবে। ১৮ ই সেপ্টেম্বর বিনায়ক চতুর্থী। এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। পরের দিন অর্থাৎ ১৯ শে সেপ্টেম্বর গনেশ চতুর্থীর প্রথম দিন। আর ২০ শে সেপ্টেম্বর গনেশ চতুর্থীর দ্বিতীয় দিন। তাই পরপর ৩ দিন ব্যাঙ্ক ছুটি থাকছে। তারপর আবার ২২ তারিখ শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

পরের দিন অর্থাৎ ২৩ শে সেপ্টেম্বর চতুর্থ শনিবার থাকায় গোটা দেশের ব্যাংকে সাপ্তাহিক ছুটি থাকবে। তারপর ২৪ শে সেপ্টেম্বর রবিবার হওয়ার কারণে গোটা দেশের ব্যাংকে পুনরায় সাপ্তাহিক ছুটি থাকবে। পরের দিন অর্থাৎ ২৫ শে সেপ্টেম্বর শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। ২৭ শে সেপ্টেম্বর পুনরায় ব্যাংক বন্ধ থাকবে। ঐদিন মিলাদ-ই-শরীফ। আর ২৮ শে সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদ-উন-নবী। তাই পরপর ছুটি থাকবে। আর পরের দিন অর্থাৎ ২৯ শে সেপ্টেম্বর দেশের কিছু কিছু অংশে ঈদ-ই-মিলাদ-উল-নবী পালন করা হবে। তাই সেখানে ছুটি থাকবে।

Retirement Age বা অবসরের বয়স বেড়ে গেল, উপকৃত হবেন সরকারি কর্মীরা।

Leave a Comment