FD Interest Rate – এই পাঁচটি ব্যাংকে টাকা রাখলে এক বছরের ফিক্সড ডিপোজিটে পাবেন 8.20% সুদ।
FD Interest Rate – কোন কোন ব্যাংকে পাবেন এই সুবিধা জানুন।
নিজেদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আজকাল সকলেই নিজেদের জমানো টাকায় (FD Interest Rate) অধিকাংশ ফিক্সড করে রাখেন। ফিক্সড ডিপোজিট সাধারণ মানুষের কাছে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার বিভিন্ন পন্থার মধ্যে একটি। তবে আজকাল প্রচুর মানুষ সরকারি ব্যাংকের সুবিধায় সন্তুষ্ট হচ্ছেন না, অভিযোগ একটাই সরকারি ব্যাঙ্কগুলির সুদের পরিমাণ খুবই সামান্য। তবে অপরদিকে অনেক বেসরকারি ব্যাংকগুলি সরকারি ব্যাংকের চেয়ে বেশি সুদ প্রদান করছে গ্রাহক দের। এক বছরের সুদে প্রায় ৮.২০ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে ব্যাঙ্ক গুলি।
দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে RBI নতুন রেপো রেট ঘোষণা করেছে বছরের শুরুর দিকেই। মুদ্রা নীতি কমিটির (FD Interest Rate) বৈঠকে রেপো রেট বৃদ্ধির হার স্থির করা হয়েছে। যার ফলে বেশ কিছু প্রাইভেট ব্যাঙ্ক তাদের স্থায়ী আমানতে বৃদ্ধি করেছে সুদের হার।
সরকারি কর্মীদের বর্ধিত DA নিয়ে মিলল ইতিবাচক ইঙ্গিত, দেখে নিন ঠিক কি বললো রাজ্য সরকার।
জেনে নিন বিশেষ ৫টি ব্যাংকের নাম যারা তুলনামূলক বেশি সুদ প্রদান করছে ফিক্সড ডিপোজিটে।
ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এক বছরের এফডি এর ওপর ৮.২০ শতাংশের বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক।
বন্ধন ব্যাঙ্ক : গত ফেব্রয়ারি মাস থেকে বন্ধন ব্যাঙ্ক ১ বছরের ফিক্সড ডিপোজিটে ৭.২৫ শতাংশ অবধি সুদ দিচ্ছে। প্রবীণ গ্রাহকরা অতিরিক্ত .৫০ শতাংশ সুদ পেয়ে যাবেন তাদের ফিক্সড ডিপোজিট এ।
ইন্দাসইন্ড ব্যাঙ্ক : একবছরের ফিক্সড ডিপোজিটে প্রায় ৭.৭৫ শতাংশ সুদ প্রদান করে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। গত ৫ই আগস্ট থেকে নতুন নিয়ম কার্যকর করেছে এই ব্যাংক।
ইয়েস ব্যাঙ্ক : ইয়েস ব্যাঙ্ক এফডি এর ওপর গ্রাহকদের প্রায় ৭.৫০ শতাংশ সুদ (FD Interest Rate) প্রদান করছে। গত ২ মে থেকে এফডি সক্রান্ত এই নতুন সুদের হার কার্যকর করেছে এই ব্যাংক।
ডিসিবি ব্যাঙ্ক : এই ব্যাঙ্ক ১ বছরের এফডি তে গ্রাহক দের ৭.২৫ শতাংশ সুদ প্রদান করছে। ৩৬ মাসের বেশি এবং ১২০ মাস অবধি গ্রাহকরা পাবেন ৭.৭৫ শতাংশ হারে সুদ। প্রবীণ নাগরিকেরা .৫০ শতাংশ বেশি সুদ পাবেন।
পশ্চিমবঙ্গের ডিএ মামলায় বড় জয়। 4 সপ্তাহের মধ্যে সমস্ত বকেয়া DA মেটানোর নির্দেশ