প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক (Pan Aadhaar link) করানোর বিষয়ে অনেক দিন আগে থেকেই সরকার বার বার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফলবশত, প্রচুর মানুষ এই নির্দেশ মেনে আধার ও প্যান কার্ড লিংক করিয়ে ফেলেছেন। তবে যারা এখনও অবধি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন নি, তারা আগামী দিনে বড়ো সমস্যায় পড়তে পারেন। সরকারের এই নতুন সিদ্ধান্তে ব্যাংকিং লেনদেনে ও সমস্যা হতে পারে।
PAN Card নিয়ে কি জানানো হয়েছে?
30 জুনের মধ্যে যারা প্যান ও আধার লিংক (Pan card Aadhaar Link) করেননি, তারা বর্তমানে আর কোনো বাড়তি সময়সীমা পাবেন না। কারণ প্যান কার্ড আধার কার্ডের সাথে লিংক না থাকলে তা প্রায় অর্থহীন। সেই স্বরূপ, আয়কর বিভাগের পক্ষ থেকে নির্দেশ অমান্যকারী দের ওপরে সচেতনমূলক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, নির্দেশ অমান্যকারী নাগরিকরা তথাকথিত অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন। সরকারী কোনো পরিষেবা পেতে হলে আজকাল প্যান কার্ড এর সাথে আধার কার্ডের লিংক থাকা আবশ্যক। এছাড়াও, নির্দেশ অমান্যকারী ব্যক্তিরা আয়কর রিটার্ন (Itr Return) এর আবেদন করতে পারবে না।
আরও পড়ুন, এই পাঁচটি ব্যাংকে টাকা রাখলে এক বছরের ফিক্সড ডিপোজিটে পাবেন 8.20% সুদ।
সেই জন্য তাদের প্যান কার্ডটি (PAN Card) প্রথমে সক্রিয় করতে হবে। তারপর সরকারি নির্দেশ অনুযায়ী, তাদের নিজেদের প্যান কার্ডগুলি লিংক এর ব্যবস্থা করতে হবে। এই বিষয়টি সময়সাপেক্ষ।
আরও পড়ুন, স্বাধীনতা দিবসে বিনামূল্যে জিরো ব্যালান্স সেভিংস একাউন্ট খোলার সুযোগ
আগের নির্দেশিত বিজ্ঞপ্তিতে প্যান ও আধার লিংকড করানোর জন্য খুব কম চার্জ আরোপ করা হয়েছিল। কিন্তু বর্তমানে প্যান কার্ড অ্যাক্টিভেট (PAN Card Activate) করতে 1000 টাকা লাগবে। এরপর কতৃপক্ষকে আধার বিষয়ক তথ্য দিতে হবে এবং ফের 30 দিন অপেক্ষা করতে আপনার কার্ডের বৈধতা ফিরে পাওয়ার জন্য। অর্থাৎ আপনাকে প্যান কার্ড ছাড়াই একমাস থাকতে হবে। ততদিনে আপনার যে অনেক আর্থিক ক্ষতিও হয়ে যেতে পারে।
নাগরিকদের কি করনীয়ঃ
যারা এখনও প্যান কার্ড এর সাথে আধার লিংক করেন ন, তারা অতি সত্তর লিংক করিয়ে নিন। নতুবা একাধিক সরকারী প্রকল্পের টাকা তো পাবেন ই না। উপরন্তু জরিমানা দিতে হবে। এছাড়া বড় ধরনের লেনদেন ও করতে পারবেন না।