Dearness Allowance – 4% এর পরিবর্তে 5% DA বৃদ্ধি। ভোটের আগেই মুখ্যমন্ত্রীর বড় সিদ্ধান্ত।

রাজ্য সরকারি কর্মীদের Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে আন্দোলন নতুন কিছু নয়। প্রায় এক বছরের মতন সময় ধরে কেন্দ্রের সমান DA বৃদ্ধি নিয়ে আন্দোলন মিছিল থেকে মামলা অবধি জল গড়িয়েছে। তবে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ৪ এর পরিবর্তে ৫ শতাংশ DA বৃদ্ধি পাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের। জানা যাচ্ছে, সামনেই হোলি এর তাই এই বৃদ্ধি ঘোষনা করা হয়েছে।

5% Dearness Allowance Hike for Govt Employees

এই Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষনা করেছে ত্রিপুরা মুখ্যমন্ত্রী। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেখানেই তিনি ৫ শতাংশ DA বৃদ্ধি কথা জানান। এই বৃদ্ধি শুধু কর্মচারীদের নয়, পেনশনভোগীদের জন্যও। জানা যাচ্ছে, ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে এই বর্ধিত DA কার্যকর হবে।

DA বাবদ খরচ
বিজ্ঞপ্তি ঘোষনা করার সময় মুখ্যমন্ত্রী মানিক সাহা এটাও বলেন Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে উপকৃত হবেন প্রায় ১.০৬ লক্ষ কর্মী এবং ৮২ হাজার পেনশনভোগী। আর এই বৃদ্ধির কারণে ৫০০ কোটি টাকার মতন বেশি ব্যয় হবে। এতদিন ত্রিপুরার সরকারি কর্মীরা ২০ শতাংশ DA পেতেন এই বৃদ্ধির ফলে তাদের DA পরিমান হয়ে দাঁড়ালো ২৫ শতাংশ।

রাজ্য সরকারের এই ঘোষণায় খুব খুশি ত্রিপুরার রাজ্য সরকারি কর্মীরা। অনেকদিনের আন্দোলন একটি হলেও সার্থক হলো। তবুও এখনো কেন্দ্রের সমান Dearness Allowance বা মহার্ঘ ভাতা প্রাপ্তি হতে অনেকটাই সময় লাগবে। তবুও এই ৫ শতাংশ বৃদ্ধি যেন তাদের অনেকটাই আনন্দিত করেছে।

DA নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন! সরকারি কর্মীদের বর্ধিত বেতন কবে থেকে কার্যকর হবে?

অন্যদিকে আমাদের রাজ্যে বাজেট পেশ করার সময় যে ৪ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা হয়েছিল সেটাই অপরিবর্তিত রয়েছে। যদিও রাজ্য সরকারি কর্মীদের কাছে এই ৪ শতাংশ DA বৃদ্ধি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি। কারণ তাদের একটাই লক্ষ্য কেন্দ্রের সমান DA প্রাপ্তি।

Salary Hike বা বেতন বৃদ্ধি

যতদিন সেটা পূর্ণ না হবে রাজ্য সরকারি কর্মীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন আরো তীব্র হওয়ার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে রেখেছেন রাজ্য সরকারি কর্মীরা।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের আরো 4% DA বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ। কত টাকা বাড়ছে, কবে থেকে চালু?

অন্যদিকে এই নিয়ে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী কিছুটা চিন্তিত। পশ্চিমবঙ্গ সরকার বাদ দিয়ে অন্যান্য সরকার তবুও কর্মীদের জন্য Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করছে আর কর্মীদের খুশিও অন্ত নাই তবে দেখা যাক এই খুশি এই রাজ্যের জন্য কবে থেকে দেখতে পাওয়া যাবে।
Written by Shampa Debnath.

Leave a Comment