প্রত্যেক ব্যক্তি ইনকামের কিছুটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন। বর্তমানে ব্যাংক সেভিংস এর থেকে Fixed Deposit বা ফিক্সড ডিপোজিট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সেভিংস এক্যাউন্ট থেকে ফিক্সড ডিপোজিট করলে বেশি সুদ পাওয়া যায় সাথে এটা তোলার একটা মেয়াদ রয়েছে। ফলে একটা মেয়াদের পর ডবল টাকা রিটার্ন পাওয়া যায়। বর্তমানে বেশিরভাগ ব্যাংক ভালই হারে সুদ দিচ্ছে।
Post Office Fixed Deposit Scheme Interest Rate
তেমনই পোস্ট অফিস ও অনেক বেশি সুদ প্রদান করছে Fixed Deposit বা ফিক্সড ডিপোজিটের ওপর। পোস্ট অফিস খুবই পুরোনো ও বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান যেখানে বছরের পর বছর ধরে এখনো অনেক ব্যক্তি অর্থ সঞ্চয় করছেন। পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট করলে অনেকটাই নিরাপদ মনে করেন অনেকে তাই আজও পোস্ট অফিসের জনপ্রিয়তা একই আছে।
আজকের প্রতিবেদন পোস্ট অফিসের এমন এক সেভিংস নিয়ে যেখানে ২৫ হাজার টাকায় অনেকটাই টাকা রিটার্ন পাবেন। ব্যাংকের মতই সুবিধাজনক এই স্কিম। যেখানে নির্দিষ্ট মেয়াদে এবং সুদের হারে আপনি বিনিয়োগ করতে পারবেন। এক, দুই, তিন, এবং পাঁচ বছরের জন্য টাকা ফিক্সড করা যায়।
সুদ ত্রৈমাসিক গণনা করা হয়, তবে প্রদান করা হয় বার্ষিক হিসেবে। সুদের উপর TDS কার্যকর হয়। তবে ৫ বছরের জন্য POFD করলে তা আয়কর আইনের ধারা ৮০সি এর অনুসারে কর-সাশ্রয় করা সম্ভব।
তবে ন্যূনতম ২০০ টাকা বিনিয়োগ করতে হয়। অথবা, এর গুণিতকে বিনিয়োগ করা যায়।
টাকার দরকার হলেই সর্বোচ্চ 5 লাখ টাকা দিচ্ছে রাজ্য সরকার। অনলাইনে আবেদন করুন।
পোস্ট অফিসে Fixed Deposit বা ফিক্সড ডিপোজিট করলে আপনি চাইলে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে তা স্থানান্তর করে নিতেও পারেন। আপনার মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলতে পারবেন না। তবুও যদি কখনো ‘প্রি-ম্যাচিওর উইদড্রয়াল’ প্রয়োজন হয়, তাহলে এক শতাংশ জরিমানা হয়ে থাকে।
এছাড়া পোস্ট অফিসের Fixed Deposit বা ফিক্সড ডিপোজিটের মেয়াদ পূরণ হয়ে গেলেও পুনরায় রিনিউ করতে পারবেন পরিবর্তী মেয়াদের জন্য। এছাড়া বিনিয়োগকারী ঋণও নিতে পারেন।
পোস্ট অফিস সুদের হার
আপনি যদি ১ বছরের জন্য টাকা Fixed Deposit বা ফিক্সড ডিপোজিট করেন ৬.৯০ শতাংশ হারে সুদ পাবেন। আপনি যদি ১-৩ বছরের জন্য ফিক্সড করেন তাহলে ৭.০০ শতাংশ সুদ পাবেন। আর ৩-৫ বছরের জন্য ৭.৫০ শতাংশ পাবেন।
উদাহরণ স্বরূপ বলা যায় কোনও ব্যক্তি ২৫,০০০ টাকা Fixed Deposit বা ফিক্সড ডিপোজিট করেন ১ বছরের জন্য। এক বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে বার্ষিক ৬.৯০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে মূলধনের উপর। তাই ২৫,০০০ টাকায় সুদ পাবেন এক বছর পর ১,৭৭৫ টাকা।
5 বছরের জন্য 10 লক্ষ টাকার FD করেছেন? মেয়াদ শেষে রিটার্ন শুনে চমকে যাবেন।
অর্থাৎ, মেয়াদ শেষে হাতে পাবেন ২৬,৭৭৫ টাকা। যেটা আপনার বিনিয়োগের চেয়ে বেশি। তাই অনেকটাই লাভজনক রিটার্ন হাতে পাবেন। আপনি যদি পোস্ট অফিসের গ্রাহক হন তাহলে পোস্ট অফিসে গিয়ে আধিকারিক দের সাথে কথা বলে আরোও বিস্তারিত ভাবে জেনে এই স্কিমের সুবিধা নিন।
এমন গুরুত্তপূর্ণ খবরের জন্য এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.