Aadhaar Update – আধার কার্ড নিয়ে বড় ঘোষণা, বাকি মাত্র 8 দিন, এর মধ্যে এই কাজটি না করলে গুনতে হবে মোটা টাকা জরিমানা।

Aadhaar Update – হাতে মাত্র 8 দিন সময় তার মধ্যেই করুন আধার কার্ডের এই কাজটি, নহলে চার্জ দিতে হবে।

বর্তমানে আধার কার্ড (Aadhaar Update) প্রতিটি ভারতীয়র কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি। তাই এই সংক্রান্ত যেকোন বিজ্ঞপ্তি প্রত্যেকের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ভারত সরকারের তরফ থেকে এক দারুন খবর রয়েছে আধার কার্ডের ব্যবহারকারীদের জন্য। এবার থেকে বাড়িতে বসেই কোন অসুবিধা ছাড়া আধার কার্ড আপডেট করতে পারবেন আপনারা। এমনকি কোন টাকা খরচ হবে না। সম্পূর্ণ বিনামূল্যে এই আধার কার্ড আপডেট করার কাজটি করতে পারবেন আপনারা। এমনই খবর সামনে এসেছে। কিভাবে আধার কার্ড আপডেট করবেন? আধার কার্ড আপডেট করার শেষ তারিখ কবে?

Advertisement

আধার কার্ড (Aadhaar Update) যেকোনো ভারতীয়র কাছে গুরুত্বপূর্ণ একটি নথি। এই সম্বন্ধে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। জানা যাচ্ছে, আগামী ৮ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে। এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট করতে গেলে ৫০ টাকা চার্জ দিতে হত। কিন্তু আগামী ৮ দিন এই খরচ লাগবে না। জনসংখ্যা সংক্রান্ত আপডেটের জন্য ১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই কাজ করতে পারবেন। আধার কার্ডের তথ্য আপডেট করতে মোবাইল নম্বর, ইমেইল আইডি, লিঙ্গ, জন্মতারিখ, নাম সহ ঠিকানা লাগবে।

Advertisement

রাজ্যে ফের এক দিনের ছুটি ঘোষণা, বন্ধ স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত সরকারি দপ্তর।

প্রসঙ্গত উল্লেখ্য, আগে আধার কার্ড আপডেট (Aadhaar Update) করতে গেলে ৫০ টাকা করে চার্জ দিতে হত। কিন্তু ১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত এই চার্জ দিতে হবে না। কিন্তু আপনারা যদি বায়োমেট্রিক আপডেট করাতে চান তাহলে সেই কাজটি নিজের রাগ করতে পারবেন না। এর জন্য আপনাদের যেতে হবে নিকটস্থ আধার কেন্দ্রে। আর সেখানে গিয়েই বায়োমেট্রিক আপডেট করাতে পারবেন। তবে যদি নিজেদের ব্যক্তিগত তথ্য আপডেট করাতে চান এটি সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসেই করতে পারবেন। প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য আধার কার্ড আপডেট বাধ্যতামূলক। আধার কার্ড দশ বছর যাবৎ আপডেট করাতে হয়।

আধার কার্ড আপডেট করার পদ্ধতি :-
সবার প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। তারপর মাই আধার ট্যাবে ক্লিক করতে হবে। এরপর সেখানে ড্রপডাউন মেনু অপশন থেকে আপডেট ইওর আধার অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। এর সাহায্যে আপনাকে লগইন করতে হবে।

তারপর পেজে জনসংখ্যার বিবরণ অপশনটি সিলেক্ট করে প্রয়োজনীয় আপডেট যাচাই করে লিখতে হবে। এরপর সাবমিট আপডেট রিকোয়েস্ট অপশন এ ক্লিক করতে হবে। প্রয়োজনীয় নথির কেন করা কপি আপলোড করতে হবে। এরপর এসএমএস এর মাধ্যমে আপনাদের কাছে আধার অনুরোধ নম্বর চলে আসবে। সেই নম্বরের মাধ্যমে আপনারা আধার কার্ডের আপডেট ট্র্যাক করতে পারবেন।

32000 বাতিল প্রাথমিক শিক্ষকদের মামলার রায়। চাকরি বেঁচে গেল, নাকি বাতিল?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button