West Bengal – রাজ্যে ফের 7টি নতুন জেলা তৈরির ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। কোন, কোন জেলা?

West Bengal – বিস্তারিত জানতে হলে পড়ুন পুরোটা।

কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলা বাড়ানো সম্পর্কে ঘোষণা করেছিলেন। কিন্তু ও নানা অসুবিধার কারণে সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি। এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই রাজ্যে নতুন জেলা বাড়ানো হবে। কটি জেলা তৈরি হবে? কোন্ কোন্ জেলা ভাঙ্গা হবে? এই ধরনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের প্রতিবেদনে।

গত সোমবার মন্ত্রিসভায় বৈঠক ডাকা হয়েছিল। এ দিনের বৈঠকে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা যাচ্ছে, রাজ্যে নতুন করে ৭ টি জেলা (West Bengal) গঠন করা হচ্ছে। এই সম্পর্কিত একটি ঘোষণা বেশ কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছিলেন। কিন্তু নানা প্রতিকূলতার কারণে সেই ঘোষণার বাস্তবায়ন সম্ভব হয়নি। কিন্তু এবার এই ঘোষণার বাস্তব রূপ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে ২৩ টি জেলা ছিল। এবার তাতেই পরিবর্তন ঘটিয়ে ৩০ টি জেলা তৈরি করার পরিকল্পনা চলছে। নবান্ন কর্তৃক পাওয়া খবর অনুযায়ী, খুব শীঘ্রই রাজ্যে নতুন কয়েকটি জেলা গঠিত হতে চলেছে।

লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর দিন শেষ, এসে গেল সরকারের নতুন প্রকল্প, প্রতি মাসে পাবেন 5000 টাকা।

সম্প্রতি জেলা গঠিত হওয়ার ব্যাপার নিয়ে মন্ত্রী সভায় বৈঠক হয়ে গেছে। পরিস্থিতি ঠিকঠাক থাকলে এবার নতুন ৭ টি জেলা তৈরি করা হবে। এদিন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অনুযায়ী কয়েকটি জেলাকে ভেঙে নতুন জেলা তৈরি করা হবে। নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বাঁকুড়া জেলাকে ভেঙে নতুন জেলা তৈরি করা হবে।

মুর্শিদাবাদ জেলাকে ভেঙ্গে কান্দি ও বহরমপুর জেলা তৈরি করা হবে। বাঁকুড়াকে ভেঙে তৈরি করা হবে বিষ্ণুপুর জেলা। দক্ষিণ ২৪ পরগনা কে ভেঙে তৈরি করা হবে সুন্দরবন জেলা। উত্তর ২৪ পরগনা কে (West Bengal) ভেঙে নতুন তিনটি জেলা তৈরি করা হবে। এর সাথে যুক্ত করা হবে বনগাঁ ও বাগদা জেলাকেউ। এগুলিকে একসাথে মিলিয়ে নাম দেওয়া হবে ইচ্ছামতি। বসিরহাট -কেও জেলা বানানো হবে। কিন্তু এখনও পর্যন্ত এই জেলার নাম ঠিক করা হয়নি।

নতুন ৭ টি জেলার নাম হল :-
১. সুন্দরবন জেলা
২. বহরমপুর জেলা
৩. কান্দি জেলা
৪. বসিরহাট জেলা
৫. রানাঘাট জেলা
৬. বিষ্ণুপুর জেলা
৭. ইচ্ছামতী জেলা।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা।

Leave a Comment