ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে জারি হল নতুন নিয়ম, না জানলে বিপদে পড়বেন।

ভারতবর্ষের সরকারি থেকে বেসরকারি সমস্ত ব্যাংক এখন ATM কার্ডের সুবিধা দিচ্ছে। তার মধ্যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PUNJAB NATIONAL BANK) এর গ্রাহকদের জন্য। এক বিজ্ঞপ্তিতে ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে খুব তাড়াতাড়ি হাই এন্ড ডেবিট কার্ড গুলির নিয়ম বদলাতে চলেছে। মূলত এক দিনে টাকা তোলার পরিমান নিয়ে পরিবর্তন হতে চলেছে।

Advertisement

ATM থেকে টাকা তোলায় চালু হল নয়া নিয়ম, কি এই নতুন নিয়ম?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে MASTERCARD, RUPAY CARD, VISA GOLD DEBIT CARD এই ধরনের কার্ড গুলির জন্য কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে। ব্যাংক এর তরফ থেকে পাওয়া খবর অনুসারে সমস্ত কার্ডের ATM থেকে টাকা তোলার দৈনিক পরিমান বাড়ানো হতে পারে।
মুলত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর সমস্ত প্লাটিনাম ডেবিট কার্ড গুলির ATM থেকে টাকা তোলার সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হবে। এছাড়াও POS (POINT ON SALE) থেকে এক দিনে ১.২৫ লক্ষ টাকার বদলে ৩ লক্ষ টাকা পর্যন্ত লেন দেনের পরিমান বাড়ানো হতে পারে।

Advertisement

ATM থেকে ছেঁড়া টাকা বেরোলে আপনার প্রথম কাজ কি?

বর্তমানে আমরা এক ক্যাশলেস যুগের দিকে এগোচ্ছি কিন্তু এখনও আমাদের দেশের বিভিন্ন জায়গায় নগদ ব্যবস্থার প্রচলন আছে। তাই জন্য এখনও আমরা নগদের ব্যবহার থেকে বেরোতে পারিনি। আর এই পরিস্থিতির মধ্যে PNB’র এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সকল গ্রাহকের উপকার করবে বলে মনে করা হচ্ছে। RUPAY SELECT ও VISA SIGNETURE ATM কার্ড গুলি থেকে দৈনিক সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১.৫০ লক্ষ এবং N কার্ড গুলির জন্য POS এর মাধ্যমে দৈনিক সীমা ১.২৫ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে। এর ফলে লাভবান হবে এই ব্যাংকের গ্রাহকেরা।

• বর্তমানে কত লিমিট আছে দেখে নিনঃ- PUNJAB NATIONAL BANK এর তরফ থেকে জারি করা RUPAY ও MASTER CARD এর ক্লাসিক ATM কার্ড গুলি থেকে রোজ নগদ তোলার পরিমান ২৫,০০০ টাকা। এককালীন ১০,০০০ টাকা তুলতে পারবেন। POS মেশিন এর মাধ্যমে ৬০,০০০ টাকার কেনাকাটা করতে পারবে। যেই সকল গ্রাহকের কাছে VISA GOLD DEBIT CARD আছে তারা ৫০,০০০ ও POS এর মাধ্যমে ১,২৫,০০০ টাকা লেন-দেন করতে পারবে।

• কিভাবে আপনারা এই লিমিট বাড়াবেন জেনে নিনঃ- PNB’র তফর থেকে তাদের গ্রাহকদের বলা হয়েছে তারা ব্রাঞ্চে এসে বা মোবাইল অ্যাপ, অনলাইন ব্যাংকিং, IVR এর মাধ্যমে এই কাজ আপনারা বাড়িতে বসে নিজের ATM কার্ডের সীমা পরিবর্তন করতে পারবেন।
এই কাজ করার কি প্রয়োজনীয়তা ছিল জানতে চাইলে PNB’র পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ কিছু সময় ধরে ATM কার্ডের টাকা তোলার পরিমান বাড়িয়ে দেওয়ার নাম করে অনেক প্রতারণার শিকার হয়েছেন গ্রাহকেরা। এই সমস্যা থেকে গ্রাহকদের বাঁচানোর উদ্দেশ্যে এই নিয়ম আনা হয়েছে।

RBI Alert! বদলে গেল ATM থেকে টাকা তোলার নিয়ম, না মানলে প্রতিবার 100 টাকা ফাইন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button