HDFC Scholarship 2022 : মাধ্যমিক পাস করলেই পাবেন এই স্কলারশিপ, কীভাবে আবেদন করবেন?

HDFC Scholarship : এই স্কলারশিপে আবেদন করলেই পাবেন নগদ ১৮,০০০ টাকা, জানুন আবেদন পদ্ধতি।

HDFC ব্যাংক দেশের সকল আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য নিয়ে এলো HDFC Scholarship। আমাদের দেশের এক প্রাইভেট সেক্টরের অন্যতম ব্যাংক হল HDFC BANK( HOUSING DEVELOPMENT FINANCIAL CORPORATION)। এই ব্যাংক দেশের অর্থনীতি সামলানোর সাথে সাথে দেশের অনেক কল্যান মূলক কাজের জন্য সর্বদা তৎপর থাকে। এবার এই ব্যাংক দেশের মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক স্কলারশিপের সুযোগ নিয়ে হাজির হয়েছে। জেনে নিন এই সুযোগ আপনি কিভাবে কাজে লাগাতে পারেন।

Advertisement

HDFC BANK দেশের মেধাবি ছাত্র – ছাত্রীদের জন্য HDFC Scholarship নিয়ে হাজির হয়েছে। এই স্কলারশিপ এর মাধ্যমে ১৮,০০০ টাকা পেতে পারেন। কিভাবে আবেদন করবেন জেনে নিন ঠিক করে। জেনে রাখা ভালো যে এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬,০০,০০০ টাকার কম হতে হবে।

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য ৫টি নতুন স্কলারশিপ, আবেদন করলেই যেকোনো একটি পাবেন।

HDFC BANK এর এই HDFC Scholarship এর মাধ্যমে মেধাবি শিক্ষার্থীদের ১৮,০০০ টাকা পর্যন্ত টাকা বৃত্তি হিসাবে প্রদান করবে।
আবেদনের প্রক্রিয়াঃ-
১. এই আবেদন সম্পূর্ণ ভাবে অনলাইন এর মাধ্যমে করা হবে।
২. যে কোনো এক ইন্টারনেট ব্রাউজার খুলে WWW.BUDDY4STUDY.COM লিখে খুলতে হবে।
৩. এর পরে নিজের মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিতে হবে। বিনা মোবাইল ও ইমেল ছাড়া আপনি আবেদন করতে পারবেন না।

৪. এর পরে “APPLICATION FORM” খুলবে তারপর “START APPLICATION” এ ক্লিক করতে হবে। সেখানে আপনাকে নিজের সমস্ত নথি বিস্তারিত ভাবে দিয়ে দিতে হবে।
৫. “SAVE AND CONTINUE” এ ক্লিক করলে এরপরে একটি নতুন পেজ খুলবে সেখানে আপনি একটা টিক চিহ্ন দেখতে পাবেন সেখানে আপনাকে ক্লিক করে আগে এগিয়ে যেতে হবে।
৬. এরপর সমস্ত শর্তাবলি দেখে নিয়ে আপনাকে “SUBMIT” করতে হবে।

প্রয়োজনীয় নথি কি লাগবেঃ-
১)আবেদনকারীর পূর্ববর্তী ক্লাসের মার্কশিট।
২) আগামী শ্রেণিতে ভর্তি হওয়ার রসিদ।
৩) আধার কার্ড ও প্যান কার্ড।

৪) আপনার পরিবারের বৈধ কোন আয়ের প্রমানপত্র। যেই প্রমানপত্রটি কোন পঞ্চায়েত বা পৌরসভা থেকে প্রাপ্ত সেটাই মান্য হবে।
৫) আপনার নিজের একটা রঙিন ছবি লাগবে।
জেনে রাখা ভাল যে আবেদনকারীর আধার কার্ড থাকা বাধ্যতামূলক এই নথি ছাড়া আপনি কোন ভাবে আবেদন করতে পারবেন না। এছাড়াও HDFC ও BUDDY4STUDY‘র পরিবারের কোন সদস্য এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।

আবেদনকারীর কি যোগ্যতা থাকতে হবেঃ-
• এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীদের দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং তাকে বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে।
• আবেদন কারীকে তার পূর্ববর্তী পরীক্ষায় কম করে ৬০% নম্বর পেতে হবে।
• ৬০ শতাংশর থেকে কম নাম্বার পেলে HDFC Scholarship স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

আবেদনকারী শিক্ষার্থীদের পুরো পরিবারের প্রতি বছর আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।
এই সকল শর্ত পূরণ করতে পারলে তবেই আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই আবেদনের জন্য কোন শেষ তারিখ এখনও বলা হয়নি। কিন্তু এই সুযোগ কাজে লাগানোর জন্য আপনি খুব তাড়াতাড়ি আবেদন করুন।

পরিবারের আয় একটু কম হলেই পড়াশোনার সব খরচ দিচ্ছে ষ্টেট ব্যাংক, আবেদন করলেই পাবে এই স্কলারশিপ।

Related Articles

One Comment

  1. Najmul Hasan, business studies ssc complete 2021 or running studies HSC Islampur govt. College, Islampur, Jamalpur. Mymensingh, Dhaka Bangladesh
    Family yearly income 2.8 lukh taka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button