বন্ধন ব্যাংকে টাকা থাকলে আপনার সব টাকা গেল।
সম্প্রতি এক ব্যাংক দুর্নীতি নিয়ে মাথায় হাত গ্রাহকদের। নিজের সারা জীবনের সঞ্চয় ফেরত পাবেন কিনা সেটা নিয়ে ধোঁয়াশা। নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আমরা সকলেই ব্যাংকে টাকা রেখে থাকি। সেই একই কথা ভেবে নিজেদের সারা জীবনের পুঁজি এককালীন আমানত ফিক্সড ডিপোজিট রূপে এক বেসরকারি ব্যাংকে জমা করেছিলেন গ্রাহকেরা। কিন্তু নিজেদের সারা জীবনের সঞ্চয় ফেরত পাওয়া নিয়ে ধোঁয়াশা সকল গ্রাহকের মনে।
বন্ধন ব্যাংকের সহকারী ম্যানেজারের জালিয়াতির শিকার হয়েছেন গ্রাহকেরা। তাদের থেকে টাকা নিয়ে ভুয়ো ফিক্সড ডিপোজিটের শংসাপত্র ধরানো হয়েছিল তাদের। এবার টাকা তুলতে গিয়ে আসল বিষয়টি নজরে আসে সকলের। বন্ধন ব্যাংকের কর্মীরা পুরো এলাকায় ঘুরে বেরিয়ে গ্রাহকদের তাদের ব্রাঞ্চে ফিক্সড ডিপোজিট খোলার জন্য আবেদন করেছিল এই কথায় বিশ্বাস করে সকলে টাকা জমা করেন।
এই 13 টি ব্যাংকে একাউন্ট থাকলেই মহা বিপদ, RBI এর শাস্তির ফলে চিন্তায় গ্রাহকেরা।
সম্প্রতি এক গ্রাহকের আমানতের মেয়াদ শেষ হয় ও তিনি টাকা তুলতে যান। কিন্তু টাকা তোলার জন্য বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ থেকে যেই চেক দেওয়া হয় সেটা বাউন্স করে যায়। এর পর ব্যাংকে গেলে সেই গ্রাহক জানতে পারেন তিনি জালিয়াতির শিকার হয়েছেন। এই খবর এলাকায় ছরিয়ে পরতেই বাকি সকলেও টাকা তুলতে গেলে তারাও এই জালিয়াতির শিকার বলে জানতে পারেন।
এর পরে সকল প্রতারিত গ্রাহকদের পক্ষ থেকে ব্রাঞ্চের সামনে প্রতিবাদ করা হয়। ব্যাংক এর পক্ষ থেকে এই বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে সকলকে। কিন্তু নিজেদের জমা টাকা ফেরত পাবেন কিনা এই নিয়ে হতাশায় অনেকে। গ্রাহকদের মন্তব্য একজন সহকারী ম্যানেজার হয়ে তিনি এমন কাজ করবেন আমরা কিছুতেই ভাবতে পারছি না। আমরা সহকারী ম্যানেজারের কথায় বিশ্বাস করে এই টাকা জমা করেছি। এই ঘটনা সামনে আসতেই পলাতক এই ম্যানেজার।
এই ঘটনার পরে গ্রাহক ও ব্যাংক ম্যানেজারের পক্ষ থেকে স্থানীয় থানায় এই সহকারী ম্যানেজারের বিরুদ্ধে FIR – First Information Report করা হয়েছে। থানার উচ্চ পুলিস আধিকারিকদের পক্ষ থেকে সকল গ্রাহক দের শান্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও দ্রুত গতিতে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে পুলিসের তরফে।
সন্তানের ভবিষ্যত সুগম করবে পোস্ট অফিসের এই স্কিম, মিলবে মাসিক 1925 টাকা।
কিন্তু এই সকল কিছুর মধ্যেও সকল গ্রাহকদের প্রশ্ন আমাদের ন্যায্য টাকা কবে ফেরত পাব। এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। আদৌ কবে টাকা ফেরত পাবেন গ্রাহকেরা সেই নিয়ে ধোঁয়াশা সকলের মনে। এই নিয়ে আরও আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকুন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও খবর পাওয়ার জন্য।
Very good and fantastic news
Thanks for updating news…
Nagar Lal bagear