RBI জরিমানা করল এই নামী ব্যাংককে। দেখে নিন আপনার টাকা সুরক্ষিত আছে কিনা। RBI এর পক্ষ থেকে এক সাথে দেশের কয়েকটি নাম করা ব্যাংককে জরিমানা করা হল এক সাথে। দেখেনিন এর মধ্যে আপনার ব্যাংকটি নেইতো। ১৯৩৫ সালের ১ লা এপ্রিল তৎকালীন ক্যালকাটা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতাতে Reserve Bank Of India র স্থাপনা করা হয়েছিল।
RBI এর নতুন নিয়মের তালিকা দেখে নিন।
এর পরে ১৯৩৭ সালে এর জায়গা পরিবর্তন করে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে নিয়ে যাওয়া হয়। দেশের সকল ব্যাংকের ওপর নজর রাখার কাজ হল Reserve Bank Of India র। এবার নিজেদের এই দায়িত্ব সুস্থ ভাবে পালন করার জন্য দেশের নানা প্রান্তে অবস্থিত অনেক ব্যাংককে জরিমানা করা হল। এই সকল ব্যাংক গুলিকে ২ লক্ষ টাকা থেকে শুরু করে ৪ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
আবারও 2 টি ব্যাংককে মোটা টাকা জরিমানা করল RBI. আপনিও কি এই ব্যাংকের গ্রাহক? জেনে নিন।
সেই সকল ব্যাংকগুলিকে নিয়ে আজকে আমরা আজকের এই আলোচনা করতে চলেছি। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ১ বা ২ নয়, একবারে দেশের ১৩ টি ব্যাংকের ওপরে এক সাথে জরিমানা করলো RBI. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বেশ কিছু নিয়ম আছে। যেই নিয়ম গুলি দেশের সকল ছোট থেকে শুরু করে বড় সকল ব্যাংক গুলিকে মানতেই হয়।
কোন ধরনের অনিয়ম হলেই জরিমানা নেওয়ার নিয়মও আছে। এবার সেই নিয়ম কে কাজে লাগিয়েই এই ১৩ টি ব্যাংককে জরিমানা করা হয়েছে। চলতি বছরের নভেম্বর মাসে আর বি আই ৯ টি ব্যাংককে জরিমানা করেছিল। এর মধ্যে ৬ টি কো – অপারেটিভ ও তিনটি সহকারী ব্যাংক এর মধ্যে যুক্ত ছিল। এরই সঙ্গে কিছু দিন আগে মুম্বাইয়ের এক কো – অপারেটিভ ব্যাংককে ১.২৫ কোটি টাকা জরিমানা করা হয়েছিল RBI এর তরফে।
বর্তমানে শ্রী কন্যাক নগরী সহকারী ব্যাংক, বৈদ্যনাথ আরবান কো – অপারেটিভ ব্যাংক, প্রিমিয়াম কো – অপারেটিভ ব্যাংক, তুরা সহকারী ব্যাংক। এছাড়াও নাগরিক সহকারী কেন্দ্রীয় ব্যাংক, পাটন কো – অপারেটিভ ব্যাংক, জেলা সহকারী কেন্দ্রীয় ব্যাংক এই সকল ব্যাংক গুলিকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ২ – ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে এক ব্যাংকের মুখ্যালয় কলকাতাতে অবস্থিত। সেই ব্যাংকটি হল – ইস্টার্ন অ্যান্ড নর্থ – ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কো – অপারেটিভ ব্যাংকের সদর দফতর হল কলকাতার “শশী ভূষণ দে ষ্ট্রীটে” অবস্থিত। RBI এর পক্ষ থেকে এই কো – অপারেটিভ ব্যাংকটিকেও জরিমানা করা হয়েছে। এই নিয়ে আপনাদের মন্তব্য নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন। ভাল লাগলে শেয়ার ও সাবসক্রাইব করুন।