Bangla Sahayata Kendra – বেকারত্বের দিন শেষ! নিজের কম্পিউটার থাকলেই পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে চাকরির সুবর্ণ সুযোগ।

Bangla Sahayata Kendra – কীভাবে পাবেন এই চাকরি জানুন বিস্তারিত।

রাজ্যের চাকরির খুবই করুন অবস্থা। দিনদিন বেকারত্বের (Bangla Sahayata Kendra) হার কমার বদলে বাড়ছে। শিক্ষিত যুবক যুবতীরা ডিগ্রি অর্জন করেও বাড়িতে বসে। কিন্তু এবার পশ্চিমবঙ্গ সরকার চাকরির ব্যাপারে একটি সুযোগ আনতে চলেছেন। আর তার জন্য আপনার যদি নিজের একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে তো আর কথাই নেই। এই চাকরিটা আপনার জন্যও হতে পারে।

Advertisement

কিছুদিন আগেই বলা হয়েছিল রেশন দোকান গুলোতে বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra) বসানো হবে। কারণ রেশন দোকানগুলোতে ঠিক মতন খাদ্য বণ্টন হয় কিনা সেই ব্যাপারে রাজ্যের প্রত্যেক রেশন দোকানে বাংলা সহায়তা কেন্দ্র বসানো হবে। ইতিমধ্যে অনেক রেশন দোকানে বাংলা সহায়তা কেন্দ্র বসেছে। বাদ বাকি অন্য জায়গায় বাংলা সহায়তা কেন্দ্র বসানোর জন্য খাদ্য দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। সেই অনুযায়ী এই প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়।

Advertisement

বিনামূল্যে রেশন বন্ধ হয়ে গেল। উৎসবের মরশুমে কপাল পুড়লো মধ্যবিত্তের।

মুখ্যমন্ত্রী ও একপ্রকার রাজি হওয়ায় প্রত্যেক রেশন দোকানে (Bangla Sahayata Kendra) এই সহায়তা কেন্দ্র বসার প্রস্তাব খুব তাড়াতাড়ি হবে বলে মনে করা হয়। রাজ্যের ২৩টি জেলায় বর্তমানে সময়ে ৩৬০০ বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। সেখানে মোট ৭,১২০-এরও বেশি মানুষ জন কর্মরত আছেন। রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বিএসকে (BSK) প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়েছে সেই সাথে প্রতিটি রেশনের দোকানেও সহায়তা কেন্দ্র খোলার কথা ভাবা হয়ছে।

এদিকে এই সহায়তা কেন্দ্র খোলার পিছনে সরকারের একটি নিয়ম রয়েছে রেশন তোলার জন্য আমজনতাকে রেশনের দোকানে আসতে হয় সেখানে যদি এই বাংলা সহায়তা কেন্দ্র পরিষেবা খোলা হয় তাহলে সহজেই মানুষ সেখানে ভিড় জমাবেন আর এক্ষেত্রে ডিলাররাও কিছুটা হলো টাকার মুখ দেখবেন এবং লাভবান হবেন। তবে বাংলা সহায়তা কেন্দ্র চালানোর জন্য যে পরিচালনাগত ও পরিকাঠামোগত যে খরচ পড়বে সেটা রেশন ডিলারকেই দিতে হবে।

আর সেই বাংলা সহায়তা কেন্দ্রে এই ব্যাবস্থা রক্ষণাবেক্ষণ করার জন্য নিশ্চই কোনো কম্পিউটার জানা ব্যক্তির প্রয়োজন হবে। যিনি সমস্ত আপডেট কম্পিউটারে হিসেব করে রাখবেন। তাই আপনি যদি কম্পিউটার জানেন এবং আপনার কাছে কম্পিউটার থাকে তাহলে এই চাকরিটি আপনার জন্য হতে পারে।
Written by Shampa Debnath

মাত্র 20000 টাকায় মিলছে Bajaj Pulsar, দুর্গা পুজোর বাম্পার অফার টু হুইলারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button