মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মানুষদের জন্য একাধিক প্রকল্পের (Govt Scheme) ব্যাবস্থা চালু করেন। রাজ্যের দরিদ্র থেকে সাধারণ মানুষের আর্থিক সুবিধা পাওয়ার জন্য অনেক প্রকল্প মাধ্যমে আর্থিক ভাতা পেয়ে থাকেন। তেমনই একটি প্রকল্প হচ্ছে শস্য বীমা প্রকল্প (Bangla Shasya Bima Scheme). রাজ্যের কৃষকদের জন্য এই বিশেষ প্রকল্প চালু করবেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গেছিলেন।
West Bengal BSB Govt Scheme Benefits.
সেখানে বক্তব্য রাখতে গিয়ে কৃষকদের শস্য বীমা করার কথা বলেন। এই Govt Scheme এর মাধ্যমে রাজ্য সরকার কৃষক বন্ধুদের (Krishak Bandhu) ব্যাংকে সরাসরি টাকা পাঠিয়ে দেবেন। তিনি আরোও বলেন আবার দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) শুরু হয়েছে সেখানে অনেক প্রকল্পে (Govt Scheme) নাম নেওয়া হচ্ছে তেমনি কৃষকরাও শস্য বীমার জন্য আবেদন করে নেয়। শীতকালীন ফসল চাষ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর শীতকাল মানেই বিভিন্ন রকম সবজির সমারোহ।
শস্য বীমা যে সমস্ত ফসলের জন্য করা যাবে করা যাবে তা হলো আলু, গম, ছোলা, মসুর, সরিষা, খেসারি এবং রবি ভুট্টা। আর শুধু রবি শস্যর জন্য এই বীমা করা যাবে তাই নয়। গ্রীষ্মকালীন ভুট্টা, বোরো ধান, মুগ, তিল, চীনাবাদাম এবং আখের জন্য বাংলা শস্য বীমার আওতায় কৃষকেরা ফসল বীমার (Govt Scheme) আবেদন করতে পারবেন। জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে নিচে আলোচনা করা হলো।
কৃষকেরা Govt Scheme আবেদন করতে পারবেন। নিজস্ব জমি কিংবা পাট্টা জমি, ভাগচাষী চমি কিংবা জমি ভাড়া নিয়ে চাষ করা কৃষকেরাও Crop Insurance Apply করতে পারবে। কি কি ডকুমেন্টস লাগবে – কৃষকের আধার কার্ড (Aadhaar Card), কৃষকের ভোটার কার্ড (Voter Card), কৃষকের জমির ডকুমেন্টস, কৃষকের ব্যাংকের পাশ বই, কেসিসি (Kisan Credit Card) একাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি (Krishak Bandhu) নাম্বার।
যদি কৃষকের নিজের জমি থাকে তাহলে তো তিনি আবেদন করতেই পারবেন আর যদি নিজের জমি না থাকে তিনি অন্যের জমিতে ভাগে চাষ করলেও তিনি এই Govt Scheme আবেদন করতে পারবেন। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল অন্নদাতাদের অনেক সুবিধা হয়েছে। কারণ কোন প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কৃষকদের খুবই সমস্যা হত আগে। কৃষক বন্ধু আইডি নাম্বার চেক করার পদ্ধতি।
- বাংলা শস্য বীমার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্প থেকে।
- আর যদি আপনি অনলাইনে ফ্রম নিতে চান তাহলে আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন।
- এরপর কৃষকের নাম,ঠিকানা, জমির বিবরণ, ব্যাংকের ডিটেইলস উল্লেখ করুন।
- এরপর আবেদন ফর্ম ও ডকুমেন্টস সহ নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলেই আবেদন হয়ে যাবে।
শস্য বীমার টাকা চেক পদ্ধতি – আবেদন করার পর আপনি টাকা পেয়েছেন কিনা জানতে বাংলা শস্য বীমা এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর Application Status এ ক্লিক করুন। পরবর্তী পেজে Application Id দিয়ে Status Check করে নিন। আপনি যদি এই প্রকল্পে এখনই আবেদন করেন তাহলে খুব তারাতারি আপনার আবেদন গ্র্যান্ড হয়ে যাবে কারণ দুয়ারে সরকার ক্যাম্প ইতিমধ্যেই আসতে চলেছে এই ক্যাম্পে (Govt Scheme) নির্দিষ্ট ডকুমেন্ট সাথে নিয়ে চলে যান আর এই প্রকল্পের সুবিধা নিন।
Written by Shampa Debnath.
জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার