LPG Gas Price – রান্নার গ্যাস এখন থেকে 500 টাকায়। গরিব ও মধ্যবিত্তের জন্য বড় খবর।
রান্নার গ্যাসের দাম বা LPG Gas Price সম্পর্কে আমরা সকলেই প্রতিমাসের শুরুতেই চিন্তিত থাকি। কারন এই গ্যাস বর্তমানে সকলের বাড়ির এক অতি প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম। এই জিনিসটি ছাড়া এখন আর কেউই নিজের বাড়িতে এক দানা খাবারও বানিয়ে খেতে পারবে না। এছাড়াও এই রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) বৃদ্ধি হলে সকল গরিব ও মধ্যবিত্ত মানুষেরা অনেক বেশি প্রভাবিত হয়।
LPG Gas Price Reduce By Telangana Government.
এই দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে সব কিছুর দাম বেড়েই চলেছে নিত্যদিন। একজন ব্যক্তি মাস ফুরালে তার পকেট গড়ের মাঠ হয়ে যায়। এদিকে রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) অনেকটাই হওয়ায় তার জন্যও মধ্যবিত্তদের অনেকটাই আর্থিক দিকে টান পড়ে। কিন্তু জানা যাচ্ছে LPG Gas Price ৫০০ টাকা করে হবে। কি শুনে বিশ্বাস হচ্ছে না? কিন্তু একদম সত্যি এইটাই। এই খবরে সাধারণ মধ্যবিত্ত মানুষের মনে অনেকটাই খুশি দেখা যাচ্ছে।
তেলেঙ্গানা কংগ্রেস সরকার (Telengana Government) একটি প্রকল্পের ব্যাবস্থা করেছেন। আর এই প্রকল্পে ১০০ দিনের মধ্যে ৫০০ টাকায় হয়ে যাবে এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Price). শুধু এখানেই শেষ নয়, ধান সংগ্রহের জন্য কৃষকদের প্রতি কুইন্টাল ৫০০ টাকা করে অতিরিক্ত দেওয়া হবে এমনই খবর পাওয়া যাচ্ছে। উত্তম কুমার রেড্ডি উক্ত বিভাগের ঊর্ধ্বতন স্তরে কর্মরত কার্য কর্তাদের সঙ্গে একটি বৈঠক করছিলেন গত মঙ্গলবার।
সেই বৈঠকে তিনি আলোচনা করেন অনেক কিছু বিষয়ে। তার মধ্যে তিনি বলেন সিভিল সাপ্লাই কর্পোরেশনের মোট ঋণের পরিমাণ ৫৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। তিনি আরও বলেন বিআরএস (BRS) সরকার সেই সময় আর্থিক সাহায্য দিতে অপারগ ছিল। ঋণের পরিমাণ এতটাই বেড়ে যাচ্ছিল যে সুদ ৩০০ কোটি টাকায় পৌঁছেছিল। তিনি আরও বলেন (LPG Gas Price).
কর্পোরেশনের ১৮,০০০ কোটি টাকা মূল্যের ৮৮ লক্ষ টন ধান কোনও সুরক্ষা বা ব্যাংক গ্যারান্টি ছাড়াই মিল গুলির কাছে পড়ে রয়েছে।” উত্তম কুমার রেড্ডি বলেন যে, এই পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে জানানো হবে এবং উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যে চাল প্রতি কেজি ৩৯.০২ টাকা দামে দিচ্ছে তার ৯০% খাওয়ার মতন নয়। কিছু সুবিধাবাদী ব্যক্তি বিভিন্ন চাল সরবরাহকারী ডিলারের (LPG Gas Price) কাছে ৫ টাকা লাভে ছেড়ে দিচ্ছেন।
এদিকে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের পর সেই রাজ্যে কংগ্রেস সরকার আসেন। তিনি আশ্বাস দেন এমন একটি প্রকল্প করবেন যাতে ৫০০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন সাধারণ মানুষ। তবে এখনও ১০০ দিন পরে এই প্রকল্প বাস্তবায়িত হবে। তবে অনেকেই আবার বলছেন KYC জমা না দিলে এই ৫০০ টাকার গ্যাস (LPG Gas Price) পাওয়া যাবে না এবং সরকার যে ভর্তুকি দেয় উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) অন্তর্গত সকল ব্যক্তিদের।
তারাও KYC জমা না দিলে ভর্তুকি পাবেন না। তাই এলপিজি গ্যাস (LPG Gas Price) অফিসের সামনে লাইন পড়েছে সাধারণ মানুষের। এই ডিসেম্বরের মধ্যে সবাই KYC জমা দিতে তৎপর হয়ে উঠছে। কেউ ৫০০ টাকার সিলিন্ডারের সুবিধা থেকে বঞ্চিত হতে চায়না। কিন্ত সরকার থেকে এমন কোনও প্রস্তাব এখনো দেওয়া হয়নি যে KYC জমা না দিলে ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার দেওয়া হবে না।
2016 সালে চাকরি পাওয়া শিক্ষকদের নোটিশ দেওয়া শুরু। কি লেখা আছে?
তাই এই বিষয়ে অযথা চিন্তা না করতেই বলেছেন সরকার। তবে এই গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) পেতে আরও ১০০ দিনের মতন সময় লাগবে তাই সকল জনসাধারণকে অপেক্ষা করতে হবে। আর এই ঘোষণার পরে আখেরে সুবিধা হতে চলেছে তেলেঙ্গানা রাজ্যের সকল গরিব ও মধবিত্ত মানুষদের। কারণ আগামী বছরের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে এই ধরনের আরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে অনেকেই মনে করছেন।
Written by Shampa Debnath.
জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার