BSNL 5G পরিষেবা শুরু হওয়ার সম্ভাব্য দিন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

অপেক্ষার অবসান অবশেষে ঘোষণা হল BSNL 5G পরিষেবা চালু হওয়ার দিন।

5G পরিষেবা চালু নিয়ে আমাদের দেশে উন্মাদনা তুঙ্গে। এরই মধ্যে এক খুশির খবর নিয়ে হাজির হল BSNL 5G তাদের পরিষেবা চালু নিয়ে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 5G র পুরো নাম হল 5 th Generation Mobile Network এর আগে 2G, 3G, 4G পরিষেবা আমরা দেখেছি। এরই এক উন্নত অধ্যায় এর নাম হল 5G.

Advertisement

বিগত অক্টোবর মাস থেকেই দেশের সকল নিজস্ব টেলিকম সংস্থা গুলি এই পরিষেবা দেশের প্রধান শহর গুলিতে চালু করে দিয়েছে। Jio এবং Airtel ২০২৩ সালের শেষ পর্যন্ত সারা দেশে ফাইভ জি নিয়ে আসবে বলে জানিয়েছে। আর এই সকল কিছুর মধ্যে পিছিয়ে থাকতে নারাজ BSNL – Bharat Sanchar Nigam Limited. তারা নিজেদের BSNL 5G পরিষেবা নিয়ে আসছে।

BSNL ধামাকা অফার! 300 টাকায় চলবে সারা বছর নেট, কল সব Free পাবেন।

এই কেন্দ্রীয় সরকারের অধিনস্ত সংস্থা ১ লা অক্টোবর ২০০০ সালে এর স্থাপনা করা হয়। বর্তমানে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী ৫ থেকে ৭ মাসের মধ্যে তারা সারা দেশে এই BSNL 5G পরিষেবা চালু করে দেবে। এই সুবিধা দেশের সকল গ্রাম অঞ্চলে পৌঁছে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। যাতে সকল নাগরিক এই নতুন পরিষেবার সুযোগ নিজেদের কাজে লাগাতে পারে।

আগামী পাঁচ থেকে সাত মাস অর্থাৎ ২০২৩ সালের আগস্ট মাসের মধ্যে সম্ভবত এই পরিষেবা প্রায় ১,৫০,০০০ টাওয়ার এর মাধ্যমে এই BSNL 5G চালু করা হবে। কিছু দিন আগে CII – Confederatin Of Indian Industry র আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে Telecom Technology Development Fund এর বাজেট ৫০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে প্রায় ৪,০০০ কোটি টাকা করা হয়েছে। এর মুল উদ্দেশ্য হল – সকল স্টার্ট আপ গুলিকে আর্থিক ভাবে সাহায্য করা।

এই প্রসঙ্গে মন্ত্রীর আরও বক্তব্য – Bharat Sanchar Nigam Limited এর তফর থেকে এই 5G টেস্ট করার জন্য TCS – Tata Consultancy Services এর কাছে প্রয়োজনীয় প্রযুক্তি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। স্টার্ট আপ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন – আমাদের উচিত নতুন আবিষ্কার এর যুগে এগিয়ে থাকা এবং নিজেদের তরুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া। এই জন্যই আমাদের এই সিদ্ধান্ত।

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী Aswini Baisnaw জানিয়েছেন ভারতীয় রেলের ৮০০ ও প্রতিরক্ষা মন্ত্রকের ২০০ ধরনের নতুন ব্যাবসায়িক স্টার্ট আপ শুরু হচ্ছে। কেন্দ্রীয় সরকার বদ্ধ পরিকর নাগরিকদের এই নতুন প্রযুক্তি 5G উপলব্ধ করার জন্য। এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাল লাগলে সাবসক্রাইব করুন ও সঙ্গে থাকুন আরও নতুন খবরের জন্য।

Whatsapp অ্যাকাউন্টের জন্য আর লাগবে না ফোন নম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button