BSNL Diwali Offer – মধ্যবিত্তের কথা ভেবে BSNL নিয়ে এলো বিশেষ দিওয়ালি অফার, মাত্র 5 টাকায় চলবে সারা বছর।
BSNL Diwali Offer – BSNL টেলিকম সংস্থা দিচ্ছে দারুন অফার, যা দেখে আপনিও চমকে যাবেন।
পূজা বা কোনো উৎসবে মোবাইল টেলকম কোম্পানি গুলো রিচার্জ প্ল্যানের (BSNL Diwali Offer) দাম বৃদ্ধি করে। ফলে সাধারণ মানুষের পক্ষে এত টাকা দিয়ে রিচার্জ করা সম্ভব হয়না। অপরদিকে রিচার্জ শেষ হয়ে গেলে ফোনের ইনকামিং ও আউটগোয়িং কল বন্ধ হয়ে যায়। ফলে সে আরেক সমস্যার পড়েন সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত হয় ।
সেইখানে BSNL টেলিকম কোম্পানি অনেক পুরনো কোম্পানি। এই কোম্পানি বরাবরই দেখে কি করে গ্রাহকদের কম টাকায় ভালো রিচার্জ প্ল্যান (BSNL Diwali Offer) দেওয়া যায়। আর তাই মাঝে মধ্যেই সস্তায় রিচার্জের সুবিধা নিয়ে আসে। এবারও উৎসবের মরশুমে সস্তায় রিচার্জের সুবিধা এনেছে যেটি একবার রিচার্জ ৩৬৫ দিন অর্থাৎ এক বছরের সুবিধা পাবেন।
LPG-র মূল্য থেকে GST রেট নভেম্বরেই বদলে যাচ্ছে সব কিছু, এর ফলে আমজনতা কতটা লাভবান হবেন? জানুন।
কত টাকায় রিচার্জ করতে হবেঃ
BSNL এর এই প্ল্যানে রিচার্জ করলে ভ্যালিডিটি থাকবে ৩৬৫ দিন। এতে ব্যবহারকারীরা ডেটা, ভয়েস কলিং, এসএমএসের সুবিধা পাবেন। BSNL এর এই প্ল্যানের দাম ১৫৭০ টাকা। অনেকেই মনে করতে পারেন এতগুলো টাকা! কিন্ত একবারে চিন্তা করলে টাকার পরিমাণ বেশি মনে হবে।
কিন্ত এটা মাসিক হিসাব করলে টাকার পরিমাণ অনেক কম। আর দৈনিক হিসাব করলে মাত্র ৫ টাকা করে পরে। তাই হিসাব করে বুঝুন। আর এত কম দামে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করার আগে রিচার্জ (BSNL Diwali Offer) করুন।
কি কি সুবিধা পাচ্ছেনঃ
১) BSNL ব্যবহারকারীদের এই প্রিপেইড প্ল্যানে এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের বৈধতা দেওয়া হচ্ছে।
২) প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হচ্ছে।
৩) আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস দেওয়া হচ্ছে, যার সুবিধাও মানুষ পাচ্ছেন ব্যাপক হারে।
আপনি যদি প্রতি মাসে রিচার্জ করতে যেতেন তাহলে এই প্ল্যানের প্রতি মাসের খরচ পড়তো ১২৬ টাকা।আর একদিনের খরচ হিসাবে ধরলে হবে ৫ টাকা। এত সস্তায় আর কোনো টেলিকম সংস্থা একবছরের জন্য প্ল্যান দেয়নি। তাই দেরি না করে এক্ষুনি এই রিচার্জ করে ফেলুন। আর BSNL কোম্পানির সুবিধা গ্রহণ করুন। এতে আপনার প্রত্যেক মাসের নিয়ম করে রিচার্জ করার ঝামেলাও থাকবেনা। আর অর্থও সাশ্রয় হবে।
Written by Shampa Debnath.
আধার কার্ডের বদলে বাধ্যতামূলক হলো আপার কার্ড। না করলে সুবিধা পাবেন না, করলে কি সুবিধা পাবেন?