চাকরির পাশাপাশি শুরু করুন ভয়াবহ লাভজনক এই ব্যবসা, জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

এই ব্যবসা করে জীবন বদলে দিন।

এখন সবাই ব্যবসার দিকেই ছুটছে। চাকরির বাজার তো প্রায় নেই বললেই চলে। কাজের জন্য এদিক-ওদিক হন্যে হয়ে ছুটেও কাজ জোটানো যাচ্ছে না। আবার অনেকে ছোটখাটো চাকরি করছেন, তার পাশাপাশি অন্য কোনো দিক থেকে আয় করার চেষ্টা (Extra Income) করছেন। কিন্তু ভেবে উঠতে পারছেন না, কোন ব্যবসা করলে কিভাবে আয় করা যেতে পারে? যারা সম্পূর্ণ বেকার বা একেবারে কোনো কাজ (Unemployed) করছেন না, আবার যারা ছোটখাট কোনো কাজ করেন পাশাপাশি আয় করার জন্য চেষ্টা করছেন, তারা সকলেই এই একটি business করতে পারেন।

Advertisement

ব্যবসার নামঃ

এটি খুবই লাভজনক ব্যবসা (Profitable Business), যেটি সারা বছর চলতে পারে। প্রতি মাসে অন্ততপক্ষে ১.৫ থেকে ২ লক্ষ টাকা নিমেষেই আয় হতে পারে। তাই অন্য কোনো দিকে না তাকিয়ে এটি জায়গা থাকলে শুরু করে দিতে পারেন। যদিও ব্যবসাটি শুরু করতে প্রথম দিকে বিনিয়োগ করতে হবে একটা মোটা অংকের টাকা। তবে ওই একবারই। তারপর আর ফিরে দেখতে হবে না। প্রতিমাসেই লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। এই ব্যাবসা হলো আইসক্রিম তৈরীর ব্যবসা (Icecream Making Business).

Advertisement

আর মাত্র 3 দিন, সেভিংস একাউন্ট চালু রাখতে মানতে হবে RBI এর এই নিয়ম।

সেক্ষেত্রে যদি কোনো জায়গা থাকে, যেখানে এই আইসক্রিম তৈরির ইউনিট তৈরি করা যায়, তাহলে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেই আইসক্রিম ফ্যাক্টরি তৈরি করতে পারেন। এর জন্য যে মেশিন কিনতে হবে, সেই মেশিনেই নুন বরফ জল সহ সমস্ত কিছু কাঁচামাল দিয়ে আইসক্রিম তৈরি করতে পারবেন। আইসক্রিম তৈরি হয়ে গেলে তারপর সেই প্রোডাক্টগুলি ডিপ ফ্রিজে রাখতে হবে। তার জন্য বেশ কিছু ফ্রিজ কিনতে হবে। ব্যাবসাকে এগিয়ে নিয়ে যেতে গেলে অন্যান্য সমস্ত ব্যবসার মতোই এতেও কিছু কৌশল কাজে লাগাতে পারেন।

কিভাবে শুরু করবেন?

নিত্যনতুন স্বাদের আইসক্রিম তৈরি করলে ব্যবসা বাড়তে থাকবে। যদিও গরমকালেই সবচেয়ে বেশি বিক্রি হয় আইসক্রিম। তবে শীতকালেও বিভিন্ন অনুষ্ঠান বা নির্দিষ্ট কোনো দোকানে আইসক্রিম কিনতে পাওয়া যায়। ফলে একটু কম হলেও শীতকালেও আইসক্রিমের বিক্রি চলতে থাকবে। যদিও প্রথমেই 10 লক্ষ টাকার একটা বিনিয়োগ রয়েছে। কিন্তু এই বিনিয়োগ করলেই তারপর থেকে প্রতিমাসে প্রায় কমবেশি ২ লক্ষ টাকা আয় করতে পারবেন।

আরও পড়ুন, Axis Bank সহ জনপ্রিয় 3 টি ব্যাংক কে কড়া শাস্তি, গ্রাহকের টাকা নিয়ে রিজার্ভ ব্যাংকের সতর্কতা।

আইসক্রিম তৈরির ইউনিট তৈরি করতে গেলে আইসক্রিম তৈরির মেশিন কিনতে হবে। যার দাম পড়বে ৭ থেকে ৮ লক্ষ টাকা। এছাড়া বিদ্যুৎ সংযোগ নিতে হবে। বেশ কয়েকটি ফ্রিজ কিনতে হবে। ফুড সেফটি লাইসেন্স জোগাড় করতে হবে। আইসক্রিম তৈরির কাঁচামাল লাগবে। কয়েকজন মিলেই এই আইসক্রিম তৈরীর ইউনিট চালু করে দিতে পারেন। বর্তমান সময়ে যথেষ্ট লাভজনক ব্যাবসায় এটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button