Elon Musk নতুন উদ্যোগ, 2023 সালে সব মানুষের মস্তিস্কে বসতে চলেছে চিপ।

Elon Musk এর উদ্যোগে ২০২৩ সালে মানুষের মস্তিস্কে বসতে চলেছে চিপ। ২১ দশকের পৃথিবীতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন এলন মাস্ক। নতুন বছরে মানুষের মস্তিস্কে বসতে চলেছে চিপ। জেনে নিন বিস্তারিত ভাবে। এই নতুন আবিষ্কারকে Neuralink বলা হচ্ছে। এর আগে Elon Musk মঙ্গল গ্রহে রকেটের সঙ্গে ইলেকট্রিক গাড়ি এই সকল দিকে ১ নম্বর জায়গায় পৌঁছেছেন।

Advertisement

Elon Musk কী পরিকল্পনা করেছেন দেখুন।

তারই মধ্যে কিছুদিন আগে টুইটার কিনে সারা বিশ্বের চোখ ধাদিয়ে দিয়েছিলেন মাস্ক আর এখন টার নতুন প্রকল্প মানব মস্তিষ্কে চিপ বসানোর কাজ চালু করছেন এলন মাস্ক এর সংস্থা। এই কথা শুনে স্বপ্নের মতো মনে হলেও এটাই ভবিষ্যতে বাস্তব বানাতে চলেছেন Elon Musk. এই কাজের জন্য তিনি তার কর্মচারীদের ৬ মাসের সময় সীমা বেঁধে দিয়েছে।

Advertisement

এই আবিস্কার সফল হলে মানুষের মস্তিষ্ক আরও উন্নত হতে চলেছে। আদিম যুগ থেকে ২১ দশকের মধ্যে এইটাই এক অন্যতম আবিস্কার বলে দাবি করছেন অনেকে। নিউরোলিঙ্ক এর পক্ষ থেকে এই প্রযুক্তি নিয়ে বলা হয়েছে, প্রত্যেক মানুষের মস্তিস্কের ভেতরে কয়েন এর আকারের একটা ছোট চিপ। আগামী ছয় মাসের মধ্যে এই কাজ শুরু করে দেওয়া হবে বলে জানিয়েছে ইলন মাস্কের এই সংস্থা।

Whatsapp অ্যাকাউন্টের জন্য আর লাগবে না ফোন নম্বর।

ইতি মধ্যেই মার্কিন যুক্ত রাষ্ট্রের মানব স্বাস্থ্য নিয়ামককারি সংস্থার কাছে আবেদন করে দেওয়া হয়েছে। অনুমতি পেলে এই কাজ শুরু করা হবে বলে জানিয়েছে এই সংস্থা। Elon Musk জানিয়েছেন যেই রকম ভাবে প্রোটোটাইপ তৈরি হয় সে রকমই মানুষের ব্যবহারের জিনিস তৈরি করা খুব কঠিন। তিনি আরও বলেন এর আগে বাঁদরের মস্তিষ্কে এই চিপ লাগিয়ে পরীক্ষা করা হয়েছে।

এই বাদরটি Neuralink ব্যবহার করে বিনা কিবোর্ডে টাইপ করে মস্তিষ্কে টাইপিং করছে।
Neuralink আরও জানিয়েছে আপনি এই চিপ সময়ের সাথে আপডেট করতে পারবেন। মাস্ক আরও উদাহরণ দিয়ে বলছেন যদি আপনি I Phone 1 কেনেন কিন্তু আপনি সেটা I Phone 14 এ আপডেট করতে পারবেন না। কিন্তু এই ক্ষেত্রে সেটা সম্ভব বলে জানিয়েছে এই মাস্কের এই সংস্থা।

BSNL এর 4G ও 5G লঞ্চের দিন এগিয়ে এলো, আর কত দিনের অপেক্ষা?

ইলন মাস্ককে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, আগামী দিনে আমাদের পরিকল্পনা মাথা ছাড়া শরীরের মেরুদণ্ডে এই চিপ লাগানোর কথা বলেছে। যাদের শরীরে নার্ভ দুর্বল তাড়া এর ফুলে উপকৃত হতে চলেছে। এছাড়াও বিজ্ঞানীরা চোখের জন্য চিপ বানানোর গবেষণা চালাচ্ছে।আগামী দিনের এই চিপ নিয়ে আপনাদের কি মত নিচে কমেন্টে জানবেন। সঙ্গে থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button