PM Wani Yojana – সরকারের নতুন স্কিম বাড়িতে বসে বিনামূল্যে ইন্টারনেট পেয়ে যাবেন, কীভাবে আবেদন করবেন?
এই প্রথম কেন্দ্রের কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্প এনেছে যার নাম PM Wani Yojana. কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষ অনেক রকম সুবিধা পেয়ে থাকেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। এবার কিন্তু সরকার বিশেষ সুযোগ দিচ্ছে যা শুনলে চমকে যাবে দেশবাসী। বর্তমানে মোবাইল ব্যবহার করেন না এমন মানুষ চোখেই দেখা যায় না আর মোবাইল মানে বেশিরভাগ মানুষের কাছে রয়েছে অ্যান্ড্রয়েড ফোন। এই এন্ড্রয়েড ফোনে ইন্টারনেট সুবিধা নেওয়ার জন্য প্রতিমাসে একটা খরচ করতে হয় প্রত্যেকটি ব্যক্তিকে।
Free Internet Provide PM Wani Yojana
কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে এবার থেকে প্রত্যেকটি ব্যক্তি পেয়ে যাবেন বিনামূল্যে ইন্টারনেট সুবিধা। কিভাবে পাবেন তার জন্য পড়তে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি । কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই বিশেষ প্রকল্পটি নাম হলো প্রধানমন্ত্রী ওয়াই-ফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ স্কিম বা PM Wani Yojana. জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে এই সুবিধা কিভাবে পাবেন, কোথায় আবেদন করবেন, কারা আবেদনের যোগ্য সকল তথ্য।
কি কি সুবিধা পাওয়া যাচ্ছে
১) PM Wani Yojana মাধ্যমে সমগ্র দেশের ২২ টি রাজ্যে মোট ২৩৮৪ ওয়াইফাই হটস্পট সহ ১০০ টি রেল স্টেশনে পাবলিক ওয়াইফাই পরিষেবা প্রদান করা হবে।
২) এছাড়া সমগ্র ভারত জুড়ে এই প্রকল্পের আওতায় ১ কোটি ডেটা সেন্টার এবং পাবলিক ডেটা অফিস খোলা হবে। এই পাবলিক ডেটা সেন্টার খোলার ক্ষেত্রে কোনরকম আবেদনের ফি কিংবা রেজিস্ট্রেশন ফি লাগবে না।
৩) এই প্রকল্পের মাধ্যমে ভারতের প্রতিটি গ্রামে সাধারণ মানুষ বিনামূল্যে দ্রুত গতি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
৪) শুধু তাই নয়, এই যোজনার আওতায় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সাবমেরিন অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।
প্রকল্প সম্পর্কিত আরও তথ্য
কেন্দ্র সরকারের এই যোজনার সুবিধা মূলত তিনটি পর্যায়ে দেশের সমস্ত জনসাধারণকে দিচ্ছেন। প্রথমত, ব্যবসায়ী যারা রয়েছেন তারা এয়ারটেল, জিও কিংবা অন্য যেকোনো নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সুবিধা নিতে পারেন। যদিও এই পদ্ধতিতে ইন্টারনেটে সুবিধা নিতে গেলে ব্যবহারকারীর আশেপাশে যেকোনো একটি নেটওয়ার্কের ওয়াইফাই -এর সুবিধা থাকা অবশ্যক।
দ্বিতীয়ত, সাধারণ পাবলিক যারা আছেন তারা পাবলিক ডেটা অফিস স্থাপন করতে পারেন অনেকজন একসঙ্গে। যার মাধ্যমে একই সঙ্গে একাধিক মানুষ ইন্টারনেটের সুবিধা পাবেন।
তৃতীয়ত,অ্যাপ ব্যবহার করেও সাধারণ নাগরিকরা সম্পূর্ণ বিনামূল্যের ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবেন। প্রয়োজনে যেকোন দোকানকে ডেটা অফিসে রূপান্তর করা যাবে এই স্কিমের মাধ্যমে। মাত্র ৭ দিনের মধ্যে ডেটা অফিস, ডেটা অ্যাগ্রিগেটর, অ্যাপ সিস্টেমের কেন্দ্র খোলার অনুমতি দেওয়া হবে। পাবলিক ডেটা অফিসের খোলার জন্য কোনো লাইসেন্স, রেজিস্ট্রেশন বা কোনও ফি -এর প্রয়োজন নেই। তবে পাবলিক ডেটা অফিস খোলার জন্য সমস্ত প্রদানকারীদের টেলিযোগাযোগ বিভাগে বাধ্যতামূলকভাবে নিবন্ধিত হতে হবে৷
আবেদনের জন্য কি যোগ্যতা প্রয়োজন
যেকোনো ভারতীয় নাগরিক PM Wani Yojana এর আওতায় বিনামূল্যের ওয়াইফাই এর সুবিধা পাবেন। ভারতে নিবন্ধিত যেকোন সংস্থা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে এবং ভারতে নিবন্ধিত যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানও এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন। এই প্রকল্পে আবেদন কীভাবে করবেন নিচে ভালো ভাবে বিস্তারিত জানানো আছে দেখেনিন।
এবার গাড়ি বাড়ি থাকলে পাবেন না বিনামূল্যে রেশন? হটাৎ কি হলো জেনে নিন
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
১) পরিচয় পত্র (আধার কার্ড/ ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স)।
২) ঠিকানার প্রমাণপত্র (রেশন কার্ড/ বিদ্যুৎ বিল/ টেলিফোন বিল)।
৩) আপনি যদি কোনো ব্যবসা অথবা সংস্থার জন্য সেটআপ করতে চান তবে ওই ব্যবসা অথবা সংস্থার প্রমাণপত্র।
আবেদনের পদ্ধতি
PM Wani Yojana এর আওতায় আবেদনের জন্য আপনাকে প্রথমে PM-WANI ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারজন্য প্রথমে আপনার আধার নম্বর বা মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর আপনার সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করে ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় নথিগুলি সঠিকভাবে আপলোড করতে হবে।
বাড়ি বাড়ি ফ্রি ইন্টারনেট দিচ্ছে সরকার। PM Wani প্রকল্পে Free WIFI কিভাবে পাবেন?
এরপর সাবমিট করলেই আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এভাবে আবেদন করলে আপনি বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রত্যেক মাসের ইন্টারনেটের যে খরচ সেটা অনেকাংশে কমে যাবে ফলে দেশবাসীর সার্বিক অর্থনৈতিক উন্নয়নও ঘটবে। সরকারি এরকম আরো স্কিম এর সুবিধা জানতে এই পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন সব নতুন নতুন খবর পাবেন সবার আগে (PM Wani Yojana).
Written by Shampa debnath.