কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ DA বৃদ্ধি তার সাথে ভাতাও বৃদ্ধি বা Pay Commission করেছিলেন লোকসভা নির্বাচন শুরু হওয়ার অনেক আগেই। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ DA বাড়ার পরে বর্তমনে DA পরিমাণ হল ৫০ শতাংশ যেটি ১লা জানুয়ারী ২০২৪ থেকে কার্যকরী হয়েছে এর ফলে DA অনেক টাই বৃদ্ধি পেয়েছে।
DA and Gratuity Amount Increase in Pay Commission
শুধুমাত্র DA নয়, DA ছাড়াও অন্যান্য ভাতাও বৃদ্ধি বা Pay Commission করা হয়েছে। সেই সাথে অবসরকালীন গ্র্যাচুয়িটি এবং ডেথ গ্র্যাচুয়িটিও বাড়ানোর কথা ছিল। অবসর ও ডেথ গ্রাচুইটির সীমা 25 শতাংশ বাড়িয়ে 20 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা করা হয়েছিল। এই বৃদ্ধি 1 জানুয়ারি, 2024 থেকে কার্যকর বলে বিবেচিত হবে। এমনটাই ঘোষনা করেছিলেন নরেন্দ্র মোদী।
জেনে নেওয়া যাক গ্রাচুয়িটি কি
নিয়মানুযায়ী একজন কর্মচারী যদি অন্তত ৫ বছর একটানা কাজ করেন, তাহলে তিনি গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী। পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুসারে, এই পরিমাণ গ্র্যাচুইটি শুধুমাত্র কর্মচারীর চাকরির থেকে অবসর, মৃত্যু বা পদত্যাগের সময় পাওয়া যায়।প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের কর্মীচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় DA পেয়ে থাকেন (Pay Commission).
2021 এর সুপারিশ অনুসারে ৩০ মে অবসরকালীন গ্র্যাচুয়িটি এবং ডেথ গ্র্যাচুয়িটি 25 শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এতদিন পর্যন্ত 20 লক্ষ টাকা ছিল গ্র্যাচুয়িটি পরিমাণ। ৩০ শে মে থেকে এই গ্র্যাচুয়িটি পরিমাণ 25 লক্ষ টাকা হয়। এর আগেও ৩০শে এপ্রিল গ্র্যাচুয়িটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও ৭ই মে সার্কুলার জারি করে তা বন্ধ করে দেওয়া হয় (Pay Commission).
এছাড়া ২ এপ্রিল আরোও কিছু ভাতা বৃদ্ধির বা Pay Commission ঘোষনা করা হলো। যেমন – চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স, সংসদীয় অ্যাসিস্টেন্টদের জন্য বিশেষ ভাতা এই ভাতা গুলি বৃদ্ধি করার কথা হয়েছিল।
কিন্তু এরই মধ্যে ৭ই মে মোদি সরকার আবার একটি বিজ্ঞপ্তি জানিয়ে ঘোষণা করলেন যে আপাতত গ্র্যাচুয়িটি সীমা বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা স্থগিত রাখা হচ্ছে।কিন্তু আবার ৩০ শে মে গ্র্যাচুয়িটি এর পরিমাণ বাড়ানো হয়।
গ্র্যাচুয়িটি বাড়ানোর ফলে অনেকটাই স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। মহার্ঘ ভাতা তথা Pay Commission থেকে শুরু করে।
অন্যান্য Pay Commission বা ভাতা ও গ্রাচুয়িটির পরিমাণ বৃদ্ধি করায় কেন্দ্র সরকারি কর্মীদের পকেট যে অনেকটাই ভরতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। লোকসভা ভোট চলাকালীন গ্রাচুয়িটির পরিমাণ কমিয়ে আনার ফলে যে হতাশা সৃষ্টি হয়েছিল পুনরায় গ্রাচুয়িটির পরিমাণ বাড়ায় স্বস্তি মিলেছে তাদের। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের পরে অন্যান্য রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য অন্যান্য ভাতা বৃদ্ধি করছেন।
তবে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো DA বৃদ্ধি নিয়ে কোন রকম মত প্রকাশ করেননি দেখা যাক লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদেরও ভাগ্য সুপ্রসন্ন হয় কিনা! তবে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যাংক ব্যালেন্স যে বাড়তে চলেছে তা বলাই যায়। এই সমস্ত খবর আগে পেতে আমাদের ওয়েবসাইডে চোখ রাখুন।
Written by Shampa debnath.