ভারতবর্ষের মানুষকে রেশন দেয় সরকার (Free Ration). বাজার দামের তুলনায় অপেক্ষাকৃত কম দামে খাদ্যশস্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পান দেশবাসী। ভারতের সবকটি রাজ্যে রেশন ব্যবস্থা (Ration System) চালু রয়েছে। সমাজের দরিদ্র, প্রান্তিক শ্রেণীর জন্য আরও কম দামে প্রয়োজনীয় জিনিস পত্র তুলে দেয় রাজ্য সরকার। তবে অনেকেই রয়েছেন যারা বিনামূল্যে রেশন (Ration) পাচ্ছেন।
Govt May Stopped Free Ration Scheme For Rich
সমাজের দরিদ্র শ্রেণীর মানুষরা ছাড়াও এমন বহু মানুষ যারা মধ্যবিত্ত স্তরে, এমনকি উচ্চবিত্ত স্তরে রয়েছেন, তাঁরাও বিনামূল্যে রেশনের বা Free Ration সুবিধা ভোগ করছেন। আপনিও কি তাদের মধ্যে পড়েন? তাহলে অবশ্যই জেনে নিতে হবে রেশন (Ration) সম্পর্কে সরকারের নতুন নিয়ম। বর্তমানে রেশন কার্ড প্রত্যেক রাজ্যবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সমাজের সর্বোচ্চ শ্রেণীর মানুষকে আলাদা আলাদা ভাবে রেশন দেয় সরকার। যাদের প্রয়োজন বেশি, তাদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়া হয়।
আর যারা তুলনায় অবস্থা সম্পন্ন তাদের রেশন কার্ড আলাদা। তাঁরা প্রান্তিক মানুষদের তুলনায় কম রেশন পান। তবে শুধুমাত্র রেশন কার্ড থাকলেই হল না, রেশন সম্পর্কে নিয়মগুলি জেনে নেওয়া বাধ্যতামূলক। সরকার রেশন সম্পর্কে কি নিয়ম চালু করেছে, কাদের জন্য কোন নিয়ম রয়েছে সেটা আগে থেকে জানা না থাকলে পরবর্তীকালে সমস্যা হতে পারে।
অতএব দেশবাসী এবং রাজ্যবাসীর উচিত রেশন সম্পর্কে বিধি নিষেধ, নিয়মগুলি সম্পর্কে অবহিত হওয়া। আজকের প্রতিবেদনে এমন একটি বিষয় আমরা আলোচনা করব, যা শোনার পর নিশ্চয়ই আপনি আরো অনেক বেশি সচেতন হবেন এবং একজন সচেতন নাগরিকের মতো কাজ করবেন। পৃথিবী জুড়ে যখন করোনা অতিমারির পরিস্থিতি চলছিল, তখন ভারতবর্ষের মানুষও এর প্রভাব থেকে বাঁচতে পারেনি।
সেই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে বিনামূল্যে রেশন বা Free Ration তুলে দিয়েছিল দেশের সরকার। সেই সময় থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের বৈধতা বাড়িয়েছিল সরকার। তবুও এখনো দেখা যাচ্ছে, বহু মানুষ আছেন যারা প্রয়োজন না থাকা সত্ত্বেও রেশন কার্ডের অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছেন। এবার সেদিকেই কড়া নজর দিতে চলেছে সরকার।
বাড়ি, গাড়ি থাকা ব্যক্তিরা অর্থাৎ সমাজে উচ্চবিত্ত ব্যক্তিরা তাঁদের রেশন কার্ডের ব্যবহার সম্পর্কে যাতে অতি সত্বর সচেতন হন, তার জন্য সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রেশন সম্পর্কে এই নতুন নিয়ম অবশ্যই জেনে নিতে হবে সবাইকে। সম্প্রতি একটি রিপোর্ট হাতে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, সমাজের বহু উচ্চবিত্ত ব্যক্তি দিনের পর দিন ধরে নিজেদের রেশন কার্ডের ফ্রি বা Free Ration সুবিধা ভোগ করে চলেছেন। যদিও তাঁদের সেই সুবিধা নেওয়ার প্রয়োজন নেই।
অন্যদিকে দেখা যাচ্ছে, বহু প্রান্তিক অঞ্চলের দরিদ্র মানুষ আছেন, যাঁরা রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এরকম বহু অভিযোগ ইতোমধ্যে জমা পড়েছে সরকারের কাছে। তাই পদক্ষেপ গ্রহণ করতে উদ্যোগী হয়েছে সরকার। সরকারি পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, অপ্রয়োজনে রেশন কার্ডের অতি ব্যবহার করা ব্যক্তিরা নিজেরা যথেষ্টই অসচেতন। তাই সবার জন্য নতুন নিয়ম আনতে চলেছে সরকার। যাতে জনসচেতনতা বাড়ে। অযোগ্যদের পরিবর্তে যোগ্যরা তাঁদের প্রাপ্য সুবিধা পেতে পারেন (Free Ration).
ভোটের আগে একাউন্টে টাকা দিচ্ছে সরকার। কীভাবে আবেদন করবেন দেখেনিন?
কিন্তু কি করবে সরকার? এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা প্রকাশ্যে চলে আসছে। সূত্রের খবর, অযোগ্য ব্যক্তিরা যদি দিনের পর দিন ধরে রেশনের সুবিধা নিতে থাকেন, তবে তাঁদের বিরুদ্ধে সরকারের তরফে পদক্ষেপ নেওয়া হবে। যাঁদের ফ্রি রেশনের তথা Free Ration সুবিধা দরকার নেই, সেই সমস্ত ব্যক্তিদের রেশন কার্ড জমা দিতে হবে। যদি তাঁরা নিজেদের রেশন কার্ড জমা না দেন, তাহলে আগামী দিনে সেই রেশন কার্ড বাতিল হতে পারে। সেক্ষেত্রে রেশন সুবিধা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হবেন।
রেশন কার্ড সম্পর্কিত নিয়মগুলো জানুন
সমাজে কোন ব্যক্তিরা বিনামূল্যে রেশন বা Free Ration পাওয়ার যোগ্য, কোন ব্যক্তিরা বিনামূল্যে রেশন পাওয়ার জন্য নয় তা নিয়মে ব্যক্ত করা হয়েছে। নাগরিক দের উচিত সেই নিয়ম মেনে একজন দায়িত্বপূর্ণ মানুষের কাজগুলি করা। ১) ২০১৫ সালের খাদ্য নিরাপত্তা আইন বলছে, ভারতীয় সমাজে যাদের নিজস্ব আয় থেকে অর্জিত ১০০ বর্গমিটারের প্লট, ফ্ল্যাট বা বাড়ি রয়েছে সেই সকল ব্যক্তিরা ফ্রি রেশনের জন্য যোগ্য নন।
জুলাই মাস থেকেই দ্বিগুন Free Ration দেওয়ার ঘোষণা। বিনামূল্যে রেশন দেওয়ার বড় প্রতিশ্রুতি।
২) সমাজে যে সকল ব্যক্তিদের দুই চাকার যানবাহন, গাড়ি, ট্রাক্টর রয়েছে, যাদের অস্ত্র লাইসেন্স রয়েছে তাঁরাও বিনামূল্যে রেশনের বা Free Ration জন্য যোগ্য নন। ৩) এছাড়া, গ্রামে বসবাসকারী কোনও ব্যক্তির যার রেশন কার্ড রয়েছে, তাঁদের আয় যদি ২ লক্ষ টাকা ছাড়িয়ে যায়, শহরে বসবাসকারী কোনও ব্যক্তির আয় যদি ৩ লক্ষ টাকা ছাড়িয়ে যায় তাহলে তাঁরা ফ্রি রেশনের জন্য যোগ্য হবেন না।