Bajaj Finance Personal Loan – টাকার দরকার হলেই একাউন্টে ঢুকবে নগদ টাকা। পার্সোনাল লোনের দরকার হলেই দেবে এই সংস্থা।

একজন ব্যক্তি যতই ভালো আয় করে (Bajaj Finance Personal Loan) থাকুক হঠাৎ বিপদ এমন এসে যায় যখন একসাথে বিপুল পরিমাণ অর্থ পাওয়া সম্ভব হয়না। ব্যাংক একাউন্টে ফিক্সড টাকা থাকলেও সেটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তোলা যায়না। এদিকে কার কাছে এতগুলো টাকা পাবেন সেইসময় এই ভেবেই চিন্তায় পড়ে যান। তবে এইসময় একটাই উপায় আছে একসাথে অনেক বড় অ্যামাউন্ট হাতে পাওয়ার।

Advertisement

Get Instant Bajaj Finance Personal Loan

আর সেটা হলো ঋণ নেওয়া। তবে ঋণ নিতে গেলেও সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তবে এবার সেইসব সমস্যার সমাধান এনেছে বাজাজ মার্কেটস পার্সোনাল লোন বা Bajaj Finance Personal Loan. এই সংস্থার মাধ্যমে আপনি খুব সহজেই ব্যক্তিগত লোন নিতে পারবেন। আর ৫ মিনিটের মধ্যেই আপনি এই লোন পেয়ে যাবেন।

Advertisement

বাজাজ ফাইন্যান্সের (Bajaj Finance Personal Loan) নিয়ন্ত্রণাধীণ সংস্থা বাজাজ মার্কেটস বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত লোন দেওয়া শুরু করেছে। এরফলে সাধারণ মানুষ উপকৃত হয়েছে। বর্তমানে প্রায় ১৫ টি প্লাটফর্ম থেকে এই লোন দেওয়ার কাজ করছে বাজাজ মার্কেটস।

এই সংস্থা থেকে Bajaj Finance Personal Loan বা বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোন নিতে হলে আপনাকে কোনো আয়ের সাথে যুক্ত থাকতে হবে। শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড, এসব নথি মাধ্যমে লোন পেয়ে যাবেন ব্যক্তিগত লোন নেবার ক্ষেত্রে গ্রাহকের বা আবেদনকারীর ক্রেডিট স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

ব্যক্তিটি আগে কোনো প্রতিষ্ঠান থেকে (Bajaj Finance Personal Loan) লোন নিয়ে থাকলে সেটা ঠিক সময় মতন পরিশোধ করেছে কিনা সেটা দেখা হয়। কারণ যার ক্রেডিট স্কোর যত ভালো তার সুদের হার কমানো হয়। বাজাজ মার্কেটস ক্রেডিট স্কোর রেখেছে ৭৫০. আপনার যদি এই স্কোর থাকে তাহলেই খুব কম সুদে লোন নিতে পারবেন এই কোম্পানি থেকে।

স্টেট ব্যাংকে 31 শে মার্চের মধ্যে এইকাজ করলেই মিলবে ডবল সুদ ও ট্যাক্স ছাড়।

আবেদন পদ্ধতি

অফলাইনে ও অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। অফলাইনে করতে হলে সংস্থার কার্যকরী অফিসে গিয়ে আধিকারিকদের সাথে কথা বলতে হবে। এরপর তারা প্রয়োজনীয় নথি নিয়ে একটি ফ্রম দেবে সেটা পূরণ করতে হবে। এছাড়া অনলাইনে আবেদন করতে হলে নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন যেকোনো গ্রাহক।

SBI FD Interest Rate - স্টেট ব্যাংকের এফডি সুদের হার

সমস্ত নথিপত্র ঠিক থাকলে কয়েক ঘন্টার মধ্যেই Bajaj Finance Personal Loan বা বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোনের টাকা গ্রাহকের ব্যাংক একাউন্টে ঢুকে যাবে। আবেদনকারীর ব্যাংক একাউন্টে ঢুকে যাবে। বাজাজ মার্কেটস কোম্পানি থেকে আপনি ব্যক্তিগত লোন ছাড়াও ক্রেডিট কার্ড, বীমা, পকেট বীমা ও ভ্যালু, এডেড সার্ভিস ও ভিএএস এগুলো পেতে পারেন।

টাকার দরকার হলে কোথায় পাবেন? জেনে নিন কোন ব্যাংকে পার্সোনাল লোনের সুদের হার কতো। কোথায় বেশি লাভ?

বাজাজ মার্কেটস অনেক দিন ধরেই নিজেকে প্রতিষ্ঠিত করে ধরে রেখেছে নিজের সুনাম। ঋণ ছাড়াও বিভিন্ন স্কিমের সুবিধাও রয়েছে এই কোম্পানিতে। আপনার ঋণের প্রয়োজনে এই বাজাজ মার্কেটস অনেকটাই ভরসার জায়গা। আপনিও যদি এমন একটি প্রতিষ্ঠানের খোঁজ করছিলেন নির্দ্বিধায় এই কোম্পানির সাথে যুক্ত হতে পারেন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button