Employee Benefits – পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতনবৃদ্ধি ও প্রমোশন নিয়ে বিরাট সুখবর।

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সচিবালয়ের (Employee Benefits) কর্মীদের পদোন্নতির জন্য কিছু নতুন নিয়ম কার্যকর করেছেন। রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে বলা হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে যুগ্মসচিব পদে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকলেই তারপরেই কোনও কর্মীকে অতিরিক্ত সচিব পদের জন্য নির্বাচিত করা হবে।

Advertisement

Employee Benefits for Govt Employees Salary Hike & Promotion

এছাড়া কেউ উপসচিব পদে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকলে তাহলেই তাকে যুগ্ম সচিব পদে দায়িত্ব দেওয়ার জন্য চিন্তা করা হবে। তবে আগের নিয়মটি অন্য ছিলো। তখন যুগ্ম সচিব পদোন্নতি হওয়ার সুযোগ ছিল সেক্রেটারিয়েট কর্মীদের (Employee Benefits) মধ্যেও।

Advertisement

অর্থাৎ যদি কোনও কর্মী LDA পদে যোগদান করেন তাহলে আগের নিয়ম অনুযায় তিনি পদোন্নতির সুযোগ পেয়ে যুগ্মসচিব পদের দায়িত্ব পেতে পারতেন। যদিও সেক্রেটারিয়টে পদের (Employee Benefits) জন্যও অতিরিক্ত সচিবের কয়েকটি পদ তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও আরও কিছু পদের সংখ্যা বাড়ানো হয়। যেমন সেকশন অফিসার, অফিসার অন স্পেশাল ডিউটি এবং স্পেশাল অফিসার, অ্যাসিস্টান্ট সেক্রেটারির পদ, ডেপুটি সেক্রেটারির পদ, জয়েন্ট সেক্রেটারির পদের সংখ্যাও বাড়ানো হয়েছিল।

চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য সুখবর! এখন থেকে সমকাজে সমবেতন মিলবে।

লোকসভা ভোটের আগেই এই পদোন্নতি (Employee Benefits) জনিত সুখবর অনেকটাই খুশি করবে সরকারি কর্মীদের। বাজেট পেশের সময় সরকারি কর্মীদের ৪ শতাংশ DA বৃদ্ধি করা হয়েছিল। এছাড়া লোকসভা ভোটের আগেই পুলিশ, সিভিক ভলান্টিয়ার, দমকলের জন্য কর্মী নিয়োগের উল্লেখ করেন।

Ad Hoc Bonus বা উৎসব ভাতা

দমকলে ৬০০, রাজ্য পুলিশে ১৩০০ এবং কলকাতা পুলিশে ৩৫০টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সর্বোপরি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে সরকারি কর্মীদের (Employee Benefits) খুশি করার একটা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও DA নিয়ে খুশি নন সরকারি কর্মীরা।

LIC এর লক্ষাধিক কর্মীর বেতন বৃদ্ধির ঘোষণা। কাদের বাড়লো? সর্বোচ্চ কত টাকা বাড়ানো হল?

তাদের কেন্দ্রীয় হারে DA বৃদ্ধি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন সচল রাখবেন তারা এমনটাই শোনা যাচ্ছে। যদিও পদোন্নতির সংখ্যাটা সরকারি কর্মীদের অনেকটাই খুশি করেছে বলা বাহুল্য। আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত অনেকটাই শুভফল দেবে এমনটাই মনে করছেন একাধিক মহল।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button