প্রত্যেক ব্যক্তি নিজের উপার্জনের কিছুটা অংশ ব্যাংকে (Bandhan Bank Loan) জমা রাখেন। সেটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক হোক কিংবা কোনো বেসরকারি ব্যাংক। তবে ব্যাংকে শুধু টাকা জমানো হয়না তা আমরা জানি। প্রত্যেকটি ব্যাংক কিছু বিশেষ সুবিধা নিয়ে লোন দিয়ে থাকেন। আর বর্তমানে বন্ধন ব্যাংকের নাম বেসরকারি ব্যাংকগুলোর প্রথম সারির তালিকায় রয়েছে। এটি প্রথম দিকে ব্যাংক এর চেয়েও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন।
Get Instant Bandhan Bank Loan Interest Rate
সহজ শর্তে লোন দিত বন্ধন মাইক্রোফিনান্স সংস্থা। আর এরপর পূর্ণ ব্যাংকের মর্যাদা পেয়ে আরও বেশি আকারে বড়ো হয়েছেন। বর্তমানে খুবই বেশী হারে সুদ প্রদান করে এই ব্যাংক। অনেক রকম স্কিম ও রয়েছে বন্ধন ব্যাংকে। খুব অল্প টাকায় সুদে লোন (Bandhan Bank Loan) পাওয়ার ব্যাবস্থা রয়েছে এই বন্ধন ব্যাংকে। কোনো ব্যক্তি যতই ইনকাম করুক কোনো বিশেষ প্রয়োজনে একসঙ্গে অনেক টাকার প্রয়োজন হয় অনেকসময়।
আর সেই সময় সহজ শর্তে একমাত্র ব্যাংক লোন (Bandhan Bank Loan) দিয়ে থাকে। বন্ধন ব্যাংক সম্প্রতি এই লোন ব্যাবস্থা আরও সহজ করে তুলেছে। বর্তমানে বন্ধন ব্যাংক থেকে মাত্র ৫ মিনিটেই আপনি লোন নিতে পারবেন খুবই কম নথি দেখিয়ে। আপনিও যদি এই সুবিধা নিতে চান বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
- কিভাবে লোন পাবেন?
- সুদের পরিমাণ
- প্রয়োজনীয় তথ্য
- প্রয়োজনীয় ডকুমেন্ট
- আবেদন পদ্ধতি
কিভাবে লোন পাবেন?
- Bandhan Bank Loan বা বন্ধন ব্যাংক ইনস্ট্যান্ট লোন দিতে সময় নেয় মাত্র ৫ মিনিট। যে কোনো জরুরি প্রয়োজন দেখিয়ে এই লোন নিতে পারেন।
- প্রয়োজনে ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারেন
- লোনের জন্য কোন কোল্যাটেরাল সিকিউরিটি আপনাকে জমা রাখতে হবে না।
সুদের পরিমাণ
- আপনি যদি ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নেন তাহলে আপনাকে মাসিক ১৫.৯০ শতাংশ হারে সুদ দিতে হবে।
- এই লোন পরিশোধ করার জন্য মেয়াদ থাকবে ১২ মাস থেকে ৩৬ মাস।
- বাড়ি তৈরির লোন এবং বিবাহ লোন নিলে সুদের পরিমাণ ১২ শতাংশ।
- এই ঋণ পরিশোধের জন্য সময় রয়েছে ১৫ বছর।
- সুদের সাথে ১ শতাংশ প্রসেসিং চার্জ সহ জিএসটি কাটা হয়।
প্রয়োজনীয় তথ্য
- যে কোনো ১৮ বছরের বেশি যুবক যুবতী এই লোন নিতে পারে। যেমন বেকার যুবক যুবতীরা কোনো ব্যাবসা করার জন্য কিংবা মেয়ের বিয়ের জন্য ও বাড়ি তৈরির জন্য বন্ধন ইনস্ট্যান্ট লোন দিয়ে থাকে।
- আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২৩ থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে।
- ঋন গ্রহীতার অবশ্যই কোনো একটি স্থায়ী রোজগারের উৎস থাকতে হবে। আর সেই সার্টিফিকেট দেখাতে হবে।
বন্ধন ব্যাংকের এই কার্ড থাকলেই পাবেন মাত্র 5 মিনিটে টাকা সাথে অনেক সুবিধাও।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- পরিচয় পত্র হিসাবে Passport, Voter ID Card, PAN Card, Aadhaar Card, Driving License.
- আবেদনকারীর স্থায়ী বাসস্থানের প্রমাণ।
- পাসপোর্ট সাইজের ছবি
- বন্ধন ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
- কর্মক্ষেত্র থেকে শেষ তিন বছরের বেতনের রশিদ এবং এক বছরের জন্য ফর্ম ১৬।
- গত ২ বছরের আয়কর ফাইলের রশিদ।
আবেদন পদ্ধতি
- অনলাইন আবেদনের জন্য প্রথমে www.bandhanbank.com ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর হোমপেজ আসলে বাঁদিকের উপরে তিনটি লাইনের একটি চিহ্ন দেখা যাবে সেখানে ক্লিক করুন।
- এরপর আপনি যে কারণে লোন চাইছেন সেই কারণ নির্দেশ করুন।
- এখানে দুটি অপশন আসবে Personal ও Business. আপনার প্রয়োজন অনুযায়ী ক্লিক করুন।
- Personal Loan অপশনটি ক্লিক করলে এরপর কতকগুলি সাব অপশন আসবে যেমন Home Loan, Car Loan, Gold Loan, Education Loan ইত্যাদি। যেটা আপনার দরকার সেটায় ক্লিক করুন।
- এরপর অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেটায় নিজের তথ্য যেমন নিজের নাম, ইমেইল আ মোবাইল নাম্বার, আপনার পিন কোড অর্থাৎ পোস্টাল কোড, এবং শহর ও জেলা ইত্যাদি সঠিকভাবে লিখুন।
- ফর্ম পূরণ হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার ইনস্ট্যান্ট লোনের জন্য আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
লাখ টাকা বিনিয়োগে কোন ব্যাংকে কত সুদ দিচ্ছে। কোন ব্যাংকে সর্বাধিক সুদ পাবেন?
আপনার লোন স্যাংশন হলে বন্ধন ব্যাংক (Bandhan Bank Loan) থেকে একটা কল করা হবে আপনাকে। সেই কলটি করা হবে যাচাইকরণ করার জন্য। আপনি যে যে তথ্য দিয়েছেন আবেদনের সময় সেগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে। দুই জায়গায় তথ্য একই কিনা সেটা বোঝার জন্য এই ভেরিফিকেশন করা হবে।
তবে লোন (Bandhan Bank Loan) নেওয়া মানে একটা আলাদা চাপ মাথায় আসা। তাই যে কোনো লোন নেওয়ার আগে নিজের ক্ষমতা অনুযায়ী লোন নিন। যেটা আপনি পরিশোধ করতে কোনো বাড়তি চাপ নিতে হবেনা (Bandhan Bank Loan).
Written by Shampa Debnath.