Personal Loan – আধার কার্ড থাকলে মাত্র 5 মিনিটেই পেয়ে যাবেন টাকা। কীভাবে আবেদন করবেন জেনে নিন।

একজন ব্যক্তি নিজের উপার্জন যতটাই করুক (Personal Loan) আচমকা বিপদে একসঙ্গে অনেক টাকার প্রয়োজন পড়লে তখন লোন নেওয়ার কথা মাথায় আসে। কিন্ত যখন তখন লোন পাওয়া সম্ভব নয়। তারজন্য রয়েছে অনেক প্রসিডিওর।যদিও প্রত্যেকটি ব্যক্তি ব্যাংকে টাকা সেভিংস করে কিন্ত সেখান থেকেও মেয়াদের আগে টাকা তোলা সম্ভব নয়। কোনো মানুষের কাছ থেকেও এতটাকা একসঙ্গে ধার পাওয়া যায়না।

Advertisement

Get Instant Personal Loan on Aadhaar Card

তাই আচমকা বিপদে বা বিভিন্ন প্রয়োজনে টাকার প্রয়োজন পড়লে সবাই চিন্তায় পরে যায়। তবে এখন আর সেই চিন্তা থাকলো না কারণ মাত্র ৫ মিনিটেই একটি মাত্র নথি আধার কার্ড দেখিয়ে আপনি লোন পেয়ে যাবেন। এই সমন্ধে জানুন আরও বিস্তারিত তথ্য। Loan on Aadhaar Card স্কীমের মাধ্যমে আপনি Personal Loan বা পারসোনাল লোন পেয়ে যাবেন।

Advertisement

Personal Loan এর জন্য আবেদন করতে পারেন। জেনে নিন আবেদন পদ্ধতি, আবেদনের জন্য নথি ও আরও তথ্য। ব্যাংক থেকে লোন নিতে হলে অনেকেই ভাবেন লোন মানেই অনেক নিয়ম কানুন পদ্ধতি মধ্য দিয়ে যাওয়া এছাড়া লোন পরিশোধ করার একটা চিন্তা তো থাকেই এইসমস্ত ভেবে অনেকেই লোন নেওয়া থেকে বিরত থাকেন।

ব্যাংকের বিবরণ

তবে আপনি আধারের মাধ্যমেই পেয়ে যাবেন এই লোন। প্রত্যেকটি ব্যাংক থেকেও পারসোনাল লোন পাওয়া যায়। তবে সুদের হার ভিন্ন হয়। এই Instant Personal Loan on Aadhaar Card সিস্টেম চালু করেছে কয়েকটি ব্যাংক।
সেগুলো হলো

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
  • কোটাক মাহিন্দ্রা ব্যাংক
  • এইচডিএফসি ব্যাঙ্ক
  • Axis Bank
  • ইন্ডিয়ান ব্যাংক
  • বন্ধন ব্যাংক

আবেদন পদ্ধতি

  • উপরিউক্ত যে ব্যাংকগুলোর মধ্যে আপনার একাউন্ট আছে সেই ব্যাংকে ইনস্ট্যান্ট Personal Loan বা পারসোনাল লোন দিচ্ছে কিনা আগে খোঁজ নিন। তারপর সেই ব্যাংকের নির্দিষ্ট অ্যাপে গিয়ে আবেদন করুন। উদাহরণ স্বরূপ বলতে গেলে SBI এর ক্ষেত্রে Yono অ্যাপ ফলো করুন।
  • আপনার Form 16 অথবা ITR Return আপডেট থাকলে আপনি সাথে সাথেই লোনের জন্য আবেদন গৃহীত হবে এবং ব্যাংকে টাকা ঢুকবে। Form 16 অথবা ITR রিটার্ন না থাকলে আয়ের প্রমানপত্র দিয়ে ও লোনের আবেদন করতে পারবেন।
  • আপনার CIBIL Score এর উপরে নির্ভর করবে সুদের হার। এছাড়া আগে লোন নিয়ে থাকলে সেটা ঠিকমতন পরিশোধ করেছেন কিনা সেটা খতিয়ে দেখা হবে।
  • সুদের হার মোটামুটি ১০.৩০% থেকে ১৬% পর্যন্ত রয়েছে।

স্বল্প টাকা বিনিয়োগ করুন আর এককালীন পেয়ে যান 27 লাখ টাকা। মেয়ের বিয়ে নিয়ে আর থাকবে না চিন্তা।

আবেদন যোগ্যতা

  • আধার কার্ডের মাধ্যমে Instant Personal Loan on Aadhaar Card লোন নিতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ২১ বছর।
    যে ব্যাংক থেকে লোন নেবেন, সেই ব্যাংকে আবেদনকারীর ব্যাংক একাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক করা থাকতে হবে।
  • আবেদনকারীর ক্রেডিট স্কোর ৭৫০ এর বেশি হলেই আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।
Savings Account তথা সেভিংস অ্যাকাউন্ট
  • আগের কোনো ঋণ চলাকালীন এই লোন পাওয়া যাবেনা। যদিও অন্য কোন লোন চলতে থাকে তাহলে আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। অর্থাৎ আবেদন কারীর মাসিক আয় যদি ধরুন ৩০০০০ টাকা হয়। তবে তার অর্ধেক EMI এর হিসাব ধরলে, তার ৫০০০ টাকা যদি আগের EMI দিতে হয়, তবে সর্বোচ্চ ১০০০০ টাকার বেশি EMI হওয়া চলবে না। আর সেই হিসাবে তিনি যতটুকু লোন পাওয়ার যোগ্য ততটাই লোন পাবেন।

2 লাখ টাকা বিনিয়োগে পাবেন 4 লাখ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে বাম্পার রিটার্ন।

  • আবেদনকারীর মাসিক আয়ের সর্বোচ্চ ১০ থেকে ২০ গুন পর্যন্ত আপনি পার্সোনাল লোন পেতে পারেন। অর্থাৎ কোনও ব্যাক্তির মাসিক আয় ৫০০০০ টাকা হলে তিনি ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন পেতে পারেন। এমনকি সেই ব্যক্তির যদি অন্য কোথাও ২ লাখ টাকা দেওয়া বাকি থাকে তাহলে নতুন লোন নেওয়ার সময় নির্দিষ্ট অ্যামাউন্ট থেকে ২ লাখ টাকা কম পাবেন।

এই বিষয়ে আরও জানতে আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে কথা বলে জেনে এই লোনের বা Personal Loan এর জন্য আবেদন করুনে লোন পাওয়া সহজ কিন্ত সেটাকে পরিশোধ করা খুব চিন্তার বিষয় তাই সব দিক বিবেচনা করে লোন নেবেন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button