Savings Account – নিজের নামে সর্বাধিক কতগুলো ব্যাংক একাউন্ট খোলা যায়? রিজার্ভ ব্যাংকের নিয়ম জেনে নিন।

বর্তমান সময়ে প্রত্যেক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট বা Savings Account থাকে। যে ব্যক্তি যেমন অর্থ উপার্জন করুক তার আয়ের পরিমাণ বুঝেই ভবিষ্যতের জন্য অর্থ সেভিংস করেন। এছাড়া বর্তমানে সরকারি প্রকল্পের টাকা পেতে ব্যাংক একাউন্ট (Savings Account) খুলতে হয়। এছাড়া পড়ুয়াদের স্কলারশিপের টাকা পেতেও ব্যাংক একাউন্ট খুলতে হয়। অন্যদিকে ফিক্সড ডিপোজিট স্কিম আসার পর এই টাকা সেভিংস পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

Advertisement

Maximum Number of Savings Accounts can be Opened as Per RBI Rules

কারণ এতে সুদের হার বেশি দেওয়া হয় আর টাকা রিটার্ন পাওয়া যায় অনেক। তাই বেশিরভাগ মানুষ এই দিকেই ঝোঁকে। আর এইজন্য একেক জন একসাথে অনেকগুলো ব্যাংক একাউন্ট (Savings Account) খুলে থাকে। কিন্ত জানেন কি RBI এর নির্দেশ অনুযায়ী একজন ব্যাক্তি একসঙ্গে কতগুলো ব্যাংক একাউন্ট খুলতে পারে।

Advertisement

আগে জেনে নেওয়া জরুরী ব্যাংক একাউন্ট কত প্রকারের হয়। ব্যাংকে একাউন্টের তালিকায় রয়েছে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, মাইনর অ্যাকাউন্ট অথবা স্টুডেন্ট অ্যাকাউন্ট। তবে বেশিরভাগ গ্রাহকরাই সেভিংস অ্যাকাউন্ট তথা Savings Account খুলে থাকেন।

এছাড়াও বড় বড় ব্যবসায়ীরা কারেন্ট অ্যাকাউন্ট এবং বাচ্চা বা ছাত্র-ছাত্রীদের থাকে স্টুডেন্ট অ্যাকাউন্ট বা মাইনর অ্যাকাউন্ট। RBI নির্দেশ অনুযায়ী আপনি একসঙ্গে একাধিক একাউন্ট খুলতে পারেন তারজন্য কোনো সমস্যা নেই। তবে প্রত্যেকটি ব্যাংক একাউন্ট ব্যালেন্স শুন্য রাখা চলবেনা। তাহলে জরিমানা হতে পারে। প্রত্যেকটি একাউন্ট চালু রাখতে হবে।

চেক বাউন্স হলে কত টাকা জরিমানা দেবেন। সঠিক নিয়ম জেনে রাখুন।

যদি কেউ একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন তাহলে সেই নির্দিষ্ট ব্যাংকের নিয়ম অনুযায়ী ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে। সেই ব্যালেন্স না থাকলে পরবর্তীতে সেই অ্যাকাউন্টটিকে (Savings Account) চালানোর জন্য জরিমানাও দিতে হবে। তাই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে প্রতিটি অ্যাকাউন্ট চালু রাখাও কিন্তু বাধ্যতামূলক।

Bank Account বা ব্যাংক একাউন্ট

এছাড়াও প্রতিটি ব্যাংকের ডেবিট কার্ডের জন্যও প্রতিবছর মেনটেনেন্স চার্জ বাবদ টাকা কাটা হয়। তাই একাধিক ডেবিট কার্ড থাকলেও তার জন্য বছর বছর টাকা দিতে হবে। অতএব আপনি আপনার ইচ্ছা অনুযায়ী একাধিক ব্যাংক একাউন্ট (Savings Account) খুলতে পারেন। তবে সেগুলোকে সচল রাখার দায়িত্ব আপনার হাতে।

মাসের শুরুতেই পেনশন নিয়ে বড় খবর। চাকরি না করলেও 10 হাজার টাকা পাবেন।

একজন ব্যাক্তি একাধিক একাউন্ট (Savings Account) খোলে কারণ কোনো একাউন্ট সেভিংস একাউন্ট থাকে যেটাতে তিনি টাকা জমান। অন্যটি অফিস থেকে স্যালারি ঢোকে। এমন ভাবে একজনের ৩ টি ৪ টি একাউন্ট থাকলে কোনো সমস্যা নেই। শুধু লক্ষ্য রাখবেন কোনো একাউন্ট যেন ব্যালেন্স শুন্য না হয়।
Written by Shampa debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button