LIC Kanyadan Policy – স্বল্প টাকা বিনিয়োগ করুন আর এককালীন পেয়ে যান 27 লাখ টাকা। মেয়ের বিয়ে নিয়ে আর থাকবে না চিন্তা।

LIC হলো সবচেয়ে পুরনো একটি আর্থিক প্রতিষ্ঠান (LIC Kanyadan Policy) যেটা বিশ্বস্ততার সাথে গ্রাহকদের সুবিধা দিয়ে চলেছে। টাকা সেভিংস থেকে শুরু করে অল্প সুদে ঋণ পর্যন্ত দেয় এই LIC. বিভিন্ন ব্যাংক থাকা সত্বেও অনেক গ্রাহক এই LIC সঙ্গে যুক্ত। ইতিমধ্যে LIC একটি স্কিম চালু করে যেখানে মেয়ের বিয়ের জন্য আপনি কম বিনিয়োগে পেয়ে যাবেন ২৭ লক্ষ্মী টাকা। বর্তমান সময় মেয়ের বিয়ে জাঁকজমক করে দিতে গেলে অনেক অর্থের প্রয়োজন।

Advertisement

LIC Kanyadan Policy is a Small Investment Plan

প্রত্যেক বাবা মা চায় মেয়ের বিয়ে ধুমধাম করে করতে। কিন্ত বর্তমান বাজার দরে আর্থিক ভাবে সবটা পূরণ করা অনেক বাবা মায়ের হয়ে ওঠেনা। স্বপ্ন যেন স্বপ্নই থেকে যায়। কিন্ত LIC আপনার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নতুন একটি স্কিম (LIC Kanyadan Policy) নিয়ে এসেছে। মধ্যবিত্ত পরিবারে কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে একজন বাবা মায়ের চিন্তা হয়ে যায় মেয়ের বিয়ে নিয়ে।

Advertisement

কারণ একটা নির্দিষ্ট বয়সে (LIC Kanyadan Policy) বিয়ে তো দিতেই হবে। সেজন্য টাকা জমাতে শুরু করে সেই ছোট্ট বয়স থেকেই। তবে LIC দিচ্ছে একটি দুর্দান্ত সুযোগ। যেখানে আপনি অতি অল্প বিনিয়োগ করে রিটার্ন পাবেন ২৭ লাখ। মাত্র ১২১ টাকা বিনিয়োগ করলে আপনি আপনি পেতে পারেন ২৭ লক্ষ টাকা। ভাবছেন কিভাবে সম্ভব ? তাহলে জানুন বিস্তারিত

LIC এই নতুন স্কিমের নাম রাখা হয়েছে (LIC Kanyadan Policy) কন্যাদান। এই প্রকল্পে বিনিয়োগকারীকে প্রতিদিন ১২১ টাকা জমা করতে হবে। অর্থাৎ, মাসে ৩৬০০ টাকা জমা করতে হবে। মেয়াদ কাল থাকবে ১৩ থেকে ২৫ বছরের জন্য। আবার কোন গ্রাহক চাইলে দিনে মাত্র ৭৫ টাকা বিনিয়োগ করেও এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। অর্থাৎ, মাসিক ২২৫০ টাকা।

তবে সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পর তিনি রিটার্ন (LIC Kanyadan Policy) পাবেন ১৪ লাখ টাকা। পলিসিটির সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো গ্রাহক যেকোনো মুহূর্তে বিনিয়োগের অর্থ কমাতে বা বাড়াতে পারেন। এই স্কিমে বিনিয়োগ করার জন্য সন্তানের অভিভাবকের বয়স অন্তত ৩০ বছর হতে হবে। এছাড়া কন্যা সন্তানের বয়স ১ বছর হতে হবে।

প্রতিমাসে 1000 টাকা ইনভেস্ট করুন আর পেয়ে যান 35 লাখ টাকা রিটার্ন।

স্কিমের সুবিধা

এই স্কিমে বিনিয়োগ করলে আপনি ১৯৬১ সালের আইকর আইন ৮০ সি ধারা অনুযায়ী আয়কর ছাড়ের সুবিধাও পেতে পারেন। বছরে মোট দেড় লাখ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। এছাড়া কোন কারণে যদি পলিসি চলাকালীন কোন গ্রাহক দুর্ঘটনায় মারা যান।

Instant Personal Loan বা ইন্সট্যান্ট পার্সোনাল লোন

তাহলে গ্রাহকের পরিবারকে আর একটি টাকাও এই পলিসিতে বিনিয়োগ করার কোন প্রয়োজন নেই। বরং বীমা কোম্পানির তরফ থেকে ১০ লক্ষ টাকা তার পরিবারের হাতে দেওয়া হবে। স্কিমের মেয়াদ শেষ হলে ২৭ লক্ষ টাকা তুলে দেওয়া হবে কন্যা সন্তানের হাতে। এটাই এই স্কিমের একটি অন্যতম ভালো দিক।

একধাক্কায় সুদ বাড়ল একাধিক সঞ্চয় স্কিমে। 8.20% সুদ শুনে খুশি সকলে। FD, MIS, RD, SSY সব কিছুতেই।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

এলআইসির কন্যাদান স্কিমে বিনিয়োগ করার জন্য প্রয়োজন আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো সহ কন্যা সন্তানটির বার্থ সার্টিফিকেট প্রয়োজন। আবেদন করতে চাইলে আপনার নিকটবর্তী LIC অফিসে গিয়ে আধিকারিকের সাথে কথা বলে সম্পূর্ণ স্কিম সমন্ধে জেনে বিনিয়োগ করুন। আর আপনার কন্যা সন্তানের জাঁকজমক পূর্ণ একটি মনের মতন বিয়ের জন্য এই স্কিম অন্যতম।
Written by Shampa debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button