Salary – পুজোর আগেই বেতন নিয়ে সরকারি কর্মীদের সুখবর। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ।

Salary – পুজোর আগেই বোনাস সহ বেতন পেয়ে যাবেন, সরকারি কর্মীরা।

ফেস্টিভ্যাল বোনাস সহ বেতন (Salary) এবং পেনশন অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করল সরকার। বিভিন্ন রাজ্যের নিজস্ব উৎসব রয়েছে। সেই সমস্ত রাজ্যের বাসিন্দারা তাদের সেই উৎসব পালন করে থাকেন। আর সেই দিকে নজর দিয়েই কেন্দ্রীয় সরকারের তরফে কেরালায় এবং মহারাষ্ট্রে কর্মরত কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন ও পেনশন অগ্রিম (Central Government Employees Advance Salary and Pension Disbursed in Kerala and Maharashtra) দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কেরালায় ওনাম উৎসব এবং মহারাষ্ট্রে গণেশ চতুর্থী উপলক্ষে সেই রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

সঙ্গীকে নিয়ে OYO হোটেলে রুমে যাচ্ছেন? সাবধান! রুম ভাড়া করার আগে জেনে নিন নতুন নিয়ম, নইলে বিপদ অনিবার্য।

ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেরালায় কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ওনাম উৎসব উপলক্ষে ২৫ আগস্ট তারিখের মধ্যে বেতন ও পেনশন দিয়ে দেওয়া হবে। তার সঙ্গে সরকারি কর্মচারীরা বোনাস পেয়ে যাবেন এবং পেনশনাররা ফেস্টিভ‍্যাল বোনাস পাবেন। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশ পাঠানো হয়েছে।

কেরালায় ওনাম উৎসব উপলক্ষে ১৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী অগ্রিম বেতন ও পেনশন (Salary) পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে সরকারি কর্মচারীরা ৪ হাজার টাকা করে বোনাস পাবেন। আর পেনশনাররা ফেস্টিভ‍্যাল বোনাস পাবেন ১ হাজার টাকা। মহারাষ্ট্রে একইভাবে গণেশ চতুর্থী উপলক্ষে ২৭ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অগ্রিম বেতন ও পেনশন দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পুরনো 5 টাকার নোটে এই ছবি থাকলেই লক্ষী লাভ! রাতারাতি লাখ টাকা পাওয়ার সুযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button