OYO Hotel – সঙ্গীকে নিয়ে OYO হোটেলে রুমে যাচ্ছেন? সাবধান! রুম ভাড়া করার আগে জেনে নিন নতুন নিয়ম, নইলে বিপদ অনিবার্য।

OYO Hotel – OYO হোটেলে রুম ভাড়া করার আগে সতর্ক হয়ে যান, নহলে বিপদ।

সামনেই পুজো এই সময় অনেকেই সস্তায় ভালো হোটেলের খোঁজ করেন। কিন্তু আপনারা কি জানেন এবার থেকে OYO Hotel বুক করতে গেলে মানতে হবে এই নিয়মগুলি? এবার থেকে OYO হোটেলে থাকবে সিসিটিভি ক্যামেরা! জেনে নিন বিস্তারিত।

Advertisement

বাঙালি ভ্রমন প্রিয় জাতি। টানা ছুটি পেলেই ব্যাগ গুছিয়ে পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গল যেকোনো জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ। ঘুরতে তো বেরিয়ে যাওয়াই যায় কিন্তু সমস্যা হয় থাকা নিয়ে। কারণ যে কোন জায়গায় তো আর থাকা যায় না। নিরাপদ স্থানে থাকতেই মানুষ সুবিধা অনুভব করেন। তাই বিভিন্ন হোটেল, গেস্ট হাউস বা হোম স্টের খোঁজ করেন তারা। থাকার জায়গা নিরাপদ ও সস্তা হওয়া এক্ষেত্রে প্রথম চাহিদা। এসব কথা মাথায় রেখে OYO Hotel রুম হল সব থেকে সস্তার একটি অপশন। ফলে অনেকেই এই অ্যাপ থেকে রুম বুক করেন। কিন্তু এবার এই OYO হোটেল নিয়েই সামনে এসেছে বড় খবর। শোনা যাচ্ছে বহু অভিযোগ!

Advertisement

চালু হল রাজ্য সরকারের নতুন প্রকল্প, পুজোর আগে বাংলার প্রত্যেকটি নারীকে শাড়ি দেবে সরকার।

আসলে ঘুরতে গিয়ে পর্যটকদের হোটেল, গেস্ট হাউস ও হোম স্টে -তে (OYO Hotel) বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই অপ্রীতিকর অবস্থার যাতে আর মুখোমুখি হতে না হয় সেই কারণেই নতুন ব্যবস্থা গ্রহণ করতে চলেছে সরকার। শহর থেকে গ্রাম সর্বত্রই এখন হোম স্টে আর হোটেলের রমরমা। আসলে শহরের কোলাহল থেকে দূরে গিয়ে মানুষ গ্রামের প্রকৃতিতে কয়েকটা দিন কাটাতে বেশ পছন্দ করছেন আজকাল। কিন্তু বিভিন্ন কারণে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। যাতে সমস্যা ছাড়াই পর্যটকরা রাত্রি যাপন করতে পারেন, সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

বেশ কিছুদিন ধরে ওয়ো সহ বিভিন্ন হোটেল, হোম স্টে ও গেস্ট হাউস (OYO Hotel) গুলিতে অবৈধ দেহ ব্যবসা, চোরাচালান ও নারী পাচার সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলছে। আর এই কারণে সমস্যায় পড়তে হচ্ছে অন্যান্য সাধারণ পর্যটকদের। মাঝেমধ্যে পুলিশ প্রশাসন এইসব জায়গায় হানা দিলেও, একেবারে এসব বন্ধ করা সম্ভব হয়নি। এই কারণেই স্বরাষ্ট্র দপ্তর নতুন নিয়ম নিয়ে এসেছে। ওয়ো -র সাথে যুক্ত বিভিন্ন হোটেল, হোম স্টে ও গেস্ট হাউস গুলির কোন রেজিস্ট্রেশন নেই। ফলে এই ধরনের অপ্রীতিকর সমস্যা দেখা দিলেও রিপোর্ট করা অথবা তদন্ত করা অসুবিধার হয়ে দাঁড়াচ্ছে। আর বেশিরভাগ জায়গায় তো কোনো সিসিটিভিই নেই। এমনকি গেস্টদের আইডি সঠিকভাবে জমা পর্যন্ত নেওয়া হয় না। এইসব পরিস্থিতি এবার সরকার কড়া হাতে দমন করতে চাইছে।

স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর, সমস্ত হোটেল, গেস্ট হাউস ও হোমস্টে গুলিকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করাতে হবে। আর এই রেজিস্ট্রেশন সরকার কর্তৃক চালু করা অনলাইন পোর্টালের মাধ্যমে করতে হবে‌। এছাড়াও এইসব জায়গাগুলির জন্য সরকার কিছু নিয়ম বেঁধে দিয়েছে। সেই নিয়মের অন্যথা হলে প্রশাসন নিজের মতো ব্যবস্থা নেবে। এমনকি এই সব জায়গায় থাকতে আসা গেস্টদেরও সমস্ত নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। আর এই নিয়ম অমান্য হলে তাদেরকেও প্রশাসনের কাছে জবাবদিহি করতে হবে।

পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে বড় খবর। পুজোর আগেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button