Dearness Allowance – সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে বিরাট কারচুপি! DA এর টাকা মেরে দিলো?
রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের হারে Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে প্রায় একবছরের বেশি সময় ধরে আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলন শুধু মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ নেই। সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলার জল গড়িয়েছে। তবুও একাধিকবার শুনানির ডেট পড়লেও কোনো সুরাহা হয়নি। কোনো না কোনো কারণে শুনানির ডেট পিছিয়েছে। কেন্দ্রীয় সরকার যেখানে একের পর এক DA বৃদ্ধি করে চলেছে।
Govt Employees Dearness Allowance Scam
সেখানে মুখ্যমন্ত্রী কোনোভাবেই কেন্দ্রের হারে Dearness Allowance বা মহার্ঘ ভাতা দিতে বাধ্য নয় এমনটাই জানিয়েছে। কোনো এক সভায় গিয়ে তিনি এও বলেন DA দেওয়া বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক বিষয়। তবুও অনেক আন্দোলনের পর নতুন বাজেট পেশ করার সময় মাত্র ৪ শতাংশ DA বৃদ্ধি করেন।
যার ফলে রাজ্য সরকারি কর্মীদের DA পরিমান হয় ১৪ শতাংশ। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের Dearness Allowance বা মহার্ঘ ভাতার পরিমান হলো নতুন ৪ শতাংশ বৃদ্ধির পর ৫০ শতাংশ। এখনো অনেকটাই পার্থক্য রয়েছে রাজ্য ও কেন্দ্রের DA এর মধ্যে আর এই পার্থক্যের জন্যই এত আন্দোলন।
এরইমধ্যে DA নিয়ে অন্য একটি অভিযোগ উঠে আসলো অন্য রাজ্যের তরফে। জানা গেছে পুরনিগম কর্মচারীদের Dearness Allowance বা মহার্ঘ ভাতার টাকা ঢুকছে অন্য কোনও ব্যক্তিগত অ্যাকাউন্টে। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার মোট ৫.১ লাখ টাকা ৫৭টি ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ উঠে এসেছে।
6 মাসের মধ্যেই বকেয়া DA মিটিয়ে দেওয়ার রায় জানালো সুপ্রিমকোর্ট। খুশি সরকারি কর্মীরা।
এই অভিযোগের ভিত্তিত তদন্তের নির্দেশ দিয়েছেন পুরনিগমের কমিশনার। লুধিয়ানা পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্মীদের Dearness Allowance বা মহার্ঘ ভাতাতে এই কারচুপি দেখা গেছে। তাদের DA অন্য ব্যক্তির একাউন্টে ঢুকছে এমনটাই গুরুতর অভিযোগ উঠে এসেছে। এরপরই তারা আন্দোলনে নামেন।
ইতিমধ্যে লুধিয়ানার পুরনিগমের পুরকমিশনার তদন্তের নির্দেশ দেন। যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসবে তার কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও কারচুপি অভিযোগ এসছিল। সেই সময় কর্মচারীদের নামে ভুয়ো অ্যাকাউন্টে বেতন জমা করার অভিযোগ সামনে এসেছিল।
আবার পুনরায় একই অভিযোগ দেখা দিয়েছে। দেখা যাক তদন্তে কি বেরোয়? তবে কর্মীদের মধ্যে একটা প্রতিবাদী ও চাঞ্চল্যকর পরিস্তিতির সৃষ্টি হয়েছে। এমনিতেই Dearness Allowance বা মহার্ঘ ভাতা কম পাওয়া নিয়ে রাজ্য সরকারের সাথে মতবিরোধ তারমধ্যে এমন অনৈতিক কর্মকাণ্ডের জন্য লুধিয়ানা পুরণিগমের কর্মীদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Written by Shampa Debnath.