লোকসভা ভোট যেনো চাকরি প্রার্থীদের এবং সরকারী কর্মচারীদের (Employee Benefits) খুশির আবহ এনে দিয়েছে। একের পর এক বাম্পার মাস্টার স্ট্রোক দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। দফায় দফায় সরকারী চাকরির চাকরির বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ার সত্ত্বেও ভারতে গ্যাসের দামে কোনো পরিবর্তন হইনি বরং দাম তুলনামূলক কমেছে। তার সাথে বেড়েছে ভর্তুকির পরিমাণ।
Govt Employee Benefits Get 2 Lakh RS Lottary
এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনার (Employee Benefits) ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকতে পারে 2 লাখ টাকা। হ্যাঁ এই কথাটি শুনে আপনারও হতে পারে চক্ষু চড়ক গাছ। কেন্দ্রীয় সরকারের অধিনস্ত কর্মী এবং অবসরপ্রাপ্ত ব্যাক্তিরা এই সুবিধা পাবেন। প্রায় 1 কোটিরও বেশি পরিবার এই সুবিধার আয়তাভুক্ত হবেন।
এই সুযোগ তাদের কাছে হাতে চাঁদ পাওয়ার মতো। সম্প্রতি কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিএ আরও 4 শতাংশ বাড়ানো হয়েছে। আগে সপ্তম বেতন কমিশনের আয়তায় যা 46 শতাংশ ছিল তা এখন 4 শতাংশ বেড়ে 50 শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। অন্তরকালীন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সিতারমন (Employee Benefits) ডিএ বাড়ানোর প্রসঙ্গে কোনো রূপ মন্তব্য প্রকাশ করেনি।
সেখানে সরকারী কর্মচারীদের সুবিধা হবে এমন কোনো সিদ্ধান্তও নেওয়া হইনি। তবে এই 4 শতাংশ ডিএ বৃদ্ধি কবে থেকে লাঘব হবে? সরকারী কর্মচারীদের দাবি দ্বারা তাদের বকেয়া 18 মাসের ডিএ পান নি। এই বকেয়া ডিএ পাওয়ার দাবিও জানান তারা। কিন্তু সেক্ষেত্রে সরকার (Employee Benefits) একটি যুক্তি খাড়া করেন।
DA বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের বাড়তে চলেছে বোনাস। সবাই খুব খুশি।
তারা তাদের তরফ থেকে জানান করোনা মহামারীর সময় যখন দেশের অর্থনৈতিক অবস্থা রসাতলে গেছিল সেই কঠিন মুহূর্তেও সরকার তার কর্মচারীদের বাড়িতে বসিয়ে বসিয়ে (Employee Benefits) মাইনে দিয়েছে। তারা বর্ধিত ডিএ দেন নি কারন সেই সময় কোনো কর্মচারীকে অফিসে যেতে হচ্ছিলো না।
তবে আশা করা যাচ্ছে ডিএ ববৃদ্ধির পাশাপাশি খুব শীঘ্রই কেন্দ্র (Employee Benefits) তার কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেবে। তবে লোকসভা ভোট সামনেই, সরকার এই সব নিয়ে তোড়জোড় নিতে প্রস্তুত হচ্ছেন। এই ব্যস্ততার মাঝে না হলে ভোট পরবর্তী সময়ে তারা কর্মীদের বকেয়া 18 মাসের ডিএ প্রদান করে দেবেন।
যদি এমনটা হয়ে তবে কোনো কোনো কর্মচারীর অ্যাকাউন্টে 2 লাখ টাকা পর্যন্ত ঢুকতে পারে। এই বিষয়ে অফিশিয়াল কোনো নোটিশ সরকারের তরফ থেকে দেওয়া হলে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তা সর্বপ্রথম আপনাদের জানানোর চেষ্টা করব। এমন আরও গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে।