Salary Hike News – পূজোর আবহে বিশেষ উপহার! সরকারি কর্মচারীদের জন্য মোটা অঙ্কের বোনাস ঘোষনা করল সরকার।

Salary Hike News – কত টাকা বোনাস পাবেন? জানুন বিস্তারিত।

প্রত্যেক কর্মচারীর মাসিক নির্দিষ্ট বেতনের সাথে দুর্গাপূজায় এক্সট্রা বোনাস (Salary Hike News) দেওয়ার নিয়ম আছে। এটা পূজোর জন্য সরকারের তরফে বিশেষ উপহার। এবারও প্রত্যেক বছরের ন্যায় কেন্দ্রীয় সরকার তার নিজের কর্মচারীদের জন্য মোটা অঙ্কের বোনাস ঘোষনা করলেন। এই বোনাস দিওয়ালি উপলক্ষ্যে দেওয়া হবে। এটা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

অর্থ মন্ত্রণালয় তরফে এই অনুমোদন মিলেছে বলে জানা গেছে । প্রসঙ্গত, এটি কেন্দ্রের কর্মচারীদের নন-প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (অ্যাডক বোনাস)। এই বোনাসে, (Salary Hike News) ৩০ দিনের বেতনের সমতুল বেতন পাওয়া যায়। সর্বোচ্চ ৭ হাজার টাকা বোনাস হিসেবে পাবেন কর্মীরা।

Advertisement

পুজোর ছুটিতে কাটছাঁট। পুজোর মরশুমে কোন স্কুল কতদিন ছুটি থাকবে, জেনে নিন।

তবে সকলে কর্মচারীদের জন্য নয় এই বোনাস নয়। গ্রুপ-সি এবং নন গেজেটেড গ্রুপ-বি কর্মীদের জন্য ইউ বোনাস অনুমোদন করেছে কেন্দ্র। বোনাসের টাকা দেওয়া হবে গ্রুপ সি এবং গ্রুপ বি ক্যাটাগরির কর্মীদের এবং নন গেজেটেড গ্রুপ-বি কর্মীদের জন্য ইউ বোনাস অনুমোদন করেছে কেন্দ্র।

বোনাসের টাকা দেওয়া হবে গ্রুপ সি এবং গ্রুপ বি ক্যাটাগরির কর্মীদের। গ্রুপ বি এবং গ্রুপ সি ক্যাটাগরির আওতায় কেন্দ্রীয় সরকারের নন-গেজেটেড কর্মচারীরাও এই বোনাস পেয়ে থাকেন।
যে সমস্ত কর্মচারী উৎপাদনশীলতা লিঙ্ক বোনাস প্রকল্পের আওতায় পড়ে না।

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও সশস্ত্র বাহিনীর যে সমস্ত কর্মী বোনাস (Salary Hike News) পাওয়ার যোগ্য, তাঁদেরও অ্যাডহক ভিত্তিতে বোনাস দেওয়া হবে। প্রত্যেকটি কর্মীর বোনাস তার মাসিক বেতন এর গড় করে বের করা হয়। অস্থায়ী কর্মীরাও এই বোনাস পাওয়ার যোগ্য। এই মোটা টাকার বোনাস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছে ভাবাই যায়।
Written by Shampa Debnath

জনধন একাউন্ট থাকলে কেন্দ্র সরকার দিচ্ছে 10,000 টাকা। কিভাবে পাবেন জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button