Puja Holidays – পুজোর ছুটিতে কাটছাঁট। পুজোর মরশুমে কোন স্কুল কতদিন ছুটি থাকবে, জেনে নিন।
Puja Holidays – কবে খুলবে কোন স্কুল জানুন বিস্তারিত।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সারাবছরের অপেক্ষা করে থাকে প্রত্যেক বাঙালি (Puja Holidays) এই মহোৎসবের জন্য। ৩৬৫ দিনের দিন গোনা শেষ করে সেই শুভ সময় আগত। প্রত্যেক মানুষের অপেক্ষার অবসান। যে বা যারা কাজের সূত্রে বাইরে থাকে কিংবা পড়াশুনা করতে বাইরের হোস্টেলে থাকে সবাই রওনা দিয়ে দিয়েছে নিজের বাড়ি আসার জন্য। কারণ পূজার এই কটি দিন শুধুই নিজের পরিবার, বন্ধুদের সাথে আড্ডা, খাওয়া আর হৈ হুল্লোরে মেতে থাকা। আর পূজো শেষেই আবার যে যার দৈনন্দিন কর্মকাণ্ডে ফেরার পালা।
আর এই দুর্গাপুজোয় প্রত্যেকটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি অফিস ও স্কুল, কলেজ গুলো ছুটি (Puja Holidays) থাকে। তবে বেসরকারি প্রতিষ্ঠান থেকে সরকারি স্কুলের ছুটি কিছুটা ভিন্ন হয়। সাধারণত দেখা যায় দুর্গাপুজোয় বেসরকারি প্রতিষ্ঠানগুলো ষষ্ঠি থেকে দশমী অবধি ছুটি দিয়ে থাকে। কখনো সেটা লক্ষ্মী পূজা অবধি হয়।
এবছর ২০ শে অক্টোবর ষষ্ঠি থেকে ২৪ শে অক্টোবর দশমী অবধি ছুটি (Puja Holidays) থাকছে। এছাড়া সরকারি স্কুলগুলো ষষ্ঠি থেকে ভাইফোঁটা অবধি ছুটি দেওয়া থাকে। কিন্ত এবার ছবিটা অন্যরকম। আসুন দেখে নেওয়া যাক রাজ্য শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ এবারের ছুটির তালিকায় কদিন ছুটি ঘোষনা করেছেন।
এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেক সরকারি স্কুলগুলোকে চতুর্থি থেকেই ছুটি দিতে হবে। এবং এই ছুটি গিয়ে শেষ হবে ভাইফোঁটার অবধি। অর্থাৎ ১৮ অক্টোবর থেকে ১৬ নভেম্বর টানা ২৬ দিন টানা ছুটি পাবে সরকারি স্কুলগুলো।
আর সরকারি স্কুল ছুটি পাওয়া মানে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী সবাই এই ছুটি (Puja Holidays) পাবে। এমনকি বেসরকারি স্কুলগুলোকেও একই নিয়ম মানার নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দফতর ও মধ্যশিক্ষা দফতর। তবে বেসরকারি স্কুলগুলো চাইলে কিছু ছুটি কাটাতে পারেন।
এই একমাসের মতন ছুটি থাকার কারণে পড়ুয়াদের পড়াশুনায় কিছুটা ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে। কারণ স্কুল খুললেই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা পঞ্চম থেকে নবম শ্রেণীর। এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকদের টেস্ট এক্সাম সেই সাথে প্রাথমিক ক্লাসের বার্ষিক পরীক্ষা। তাই এবছর স্কুলগুলো এমনিতেই অনেক ছুটি পেয়েছিল গরম ও বর্ষার কারণে।
তারপরও পূজায় এই একমাসের ছুটি পাওয়ায় আর ঠিক তার পরেই পরীক্ষা থাকায় পড়ুয়াদের পড়াশুনা ঠিক কতটা হবে সেই বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। পূজার দিনগুলো কোনো পড়ুয়া বই ছুঁতে চায়না। তবে স্কুলগুলো থেকে বলা হয়েছে পূজার দিনগুলো বাদ দিয়ে তারা যেন পড়াশুনায় মনোনিবেশ করে।
আবার স্কুল খোলার সাথে সাথেই আরেকটি ছুটি পাবে স্কুলগুলো। কারণ ২০ নভেম্বর ছটপুজা। তাই পূজার মধ্যেই বই নিয়ে পড়তে নির্দেশ দিয়েছে স্কুলগুলো। এমন আরও গুরুত্তপূর্ণ খবর জানতে আমাদের পেজটি ফলো করুন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন খবরের আপডেট নিয়ে আসি আপনাদের জন্য।
Written by Shampa Debnath
জনধন একাউন্ট থাকলে কেন্দ্র সরকার দিচ্ছে 10,000 টাকা। কিভাবে পাবেন জেনে নিন।