Holidays – আবারও ছুটি ঘোষণা রাজ্য সরকারের, বন্ধ স্কুল কলেজ থেকে শুরু করে আফিস আদালত সব কিছুই।
Holidays – কবে পড়ছে ছুটি, জানুন বিস্তারিত।
আরও একটি ছুটির ঘোষণা (Holidays) করলো পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তরের নির্দেশে আগামী 5ই সেপ্টেম্বর ছুটির ঘোষণা হয়েছে। তবে সকল লোকাল সংস্থা, স্কুল, কলেজ এবং অফিসের জন্য এই ছুটি নয়। নির্দিষ্ট কিছু এলাকায় এই ছুটি ঘোষিত হয়েছে, এখনও রাজ্যজুড়ে এই ছুটির বিষয়ে কোনো নির্দেশ জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ছুটির বিষয়ে বিস্তারিত জানিয়ে।
আগামি ৫ই সেপ্টেম্বর, ২০২৩ মঙ্গলবার উপ নির্বাচন হবে ধুপগুড়ি বিধানসভা নির্বাচনী এলাকায়। সেই নিরিখে, Negotiable Instruments Act, 1881 কে মান্য করে এই দিন ধুপগুড়ি বিধানসভা নির্বাচনী অঞ্চলে সমস্ত সরকারি প্রতিষ্ঠান যেমন স্কুল এবং অফিস বন্ধ থাকবে। সরকারের অধীনে কর্মরত সমস্ত বোর্ড, সংস্থা, স্থানীয় সংস্থা এবং করপোরেশন কেন্দ্রগুলি বন্ধ থাকবে ৫ই সেপ্টেম্বর।
পুজোর আগেই মিলবে ডিএ সহ বোনাস, সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা সরকারের।
বাণিজ্যিক ও শ্রম বিভাগ প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানগুলি এই নির্দেশের আওতাভুক্ত হলে উল্লেখিত স্থানের বেশ কিছু জায়গায় শ্রমিকদের ওই দিনটিতে সবেতন ছুটি ঘোষণা করা হবে। সরকার কড়া নির্দেশিকা জারি করবে, যাতে সকল শ্রমিকবৃন্দ নিজের নিজের ভোট প্রদানের অধিকারের থেকে যেনো বঞ্চিত না হয়।
শ্রমিক কর্মচারীরা যারা উক্ত দিনে বাইরে কর্মরত থাকবেন অথচ সংশ্লিষ্ট বিধানসভার কেন্দ্রের বাসিন্দা, কিন্তু তারা যদি ভোটের দিন ছুটি না (Holidays) পেয়ে থাকেন তাহলে তাদের বিশেষ অনুমতি দিয়ে ছুটির ব্যবস্থা করা হবে যাতে তারা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারেন। সাধারণত বেশির ভাগ সংস্থা ভোট নির্বাচনের দিন বিশেষ কিছু পদ্ধতির পর কর্মীকে ভোটের জন্য ছাড়পত্র দেয়। পুনর্নির্বাচনের ক্ষেত্রেও সমস্ত কর্মচারীদের এবং শ্রমিকদের জন্য সেইদিন ছুটির ঘোষণা করে ওই সংস্থা গুলি।
ভোটের তারিখ 5ই সেপ্টেম্বরের (Holidays) আগের দিন অর্থাৎ 4ই সেপ্টেম্বর সংশ্লিষ্ট ধুপগুড়ি এলাকার সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, স্থানীয় এবং সংবিবদ্ধ সংস্থা গুলির ক্ষেত্রে প্রয়োজনে ছুটির ঘোষণা করতে পারে। এই ক্ষেত্রে খালি কেন্দ্রগুলিতে ভোটপ্রদান কেন্দ্র অথবা সেক্টর অফিস বা রিসিভিং সেন্টার হিসেবে ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র নির্বাচনী এলাকায় এই নির্দেশ প্রযোজ্য হবে এবং বাকি এলাকার সমস্ত শিক্ষাকেন্দ্র বা সরকারি অফিস খোলা থাকবে।
পশ্চিমবঙ্গের DA মামলার মাঝেই শিক্ষকদের বেতন বৃদ্ধির সুখবর। অবশেষে বাড়তে চলেছে বেতন।