HBA Rules 2023 – এইবার সরকারি কর্মীদের বাড়ি বানাতে টাকা দিচ্ছে সরকার, কিভাবে পাবেন এই সুবিধা।

HBA Rules 2023 নিয়ে ১ লা ফেব্রুয়ারির কেন্দ্রীয় বাজেটে নতুন ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। এছাড়াও মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়েও আশাবাদী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। নিয়ম অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বছরে জানুয়ারি ও জুন মাসে দুইবার DA বৃদ্ধি করা হয়। এই বারের বাজেটে ৩% বৃদ্ধি করা হতে পারে মহার্ঘ ভাতা।

Advertisement

HBA Rules 2023 এ আবেদন করার পদ্ধতি দেখে নিন।

এছাড়াও সরকারি কর্মচারীদের মুদ্রাস্ফীতির সঙ্গে বেতন বৃদ্ধির সামঞ্জস্য রাখার উদ্দেশ্যে প্রতি ১০ বছর বাদে কমিটি গঠন করা হয়ে থাকে। এবারের বাজেটে এই বেতন সংশোধন নিয়ে নতুন ফর্মুলা নিয়ে আসা হবে।

Advertisement

New Pension Rule সরকারি কর্মচারীদের জন্য পেনশনের নিয়মে পরিবর্তন।

HBA – House Building Advance অর্থাৎ HBA Rules 2023 নিয়েও সিদ্ধান্ত ঘোষণা করা হবে। ২৮ শে ফেব্রুয়ারি ২০১৪ সালে শেষ বারের জন্য 7 th Pay Commission এর স্থাপনা করা হয়েছিল। এই সকল কিছু ছাড়া আর কি বিষয় নিয়ে সম্ভাব্য আলোচনা হতে চলেছে জেনে নেওয়য়াবার

HBA Rules 2023:- ২০২৩ সালের বাজেটে সবচেয়ে আলোচ্য বিষয়টি হচ্ছে HBA – House Building Advance নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে। সরকারি কর্মচারীরা নিজের বাড়ি তৈরি বা মেরামত করার জন্য সরকারের কাছে অগ্রিম ২৫ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারে, এর জন্য তাদের ৭.১% হারে সুদ প্রদান করতে হয়। এই ২৫ লক্ষ ঊর্ধ্বসীমা বারিয়ে ৩০ লক্ষ টাকা করার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে সুদের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৭.৫% হতে পারে।

DA বৃদ্ধিঃ- HBA Rules 2023 ছাড়াও সকলের নজর মহার্ঘ ভাতা বৃদ্ধির দিকে রয়েছে। কিন্তু ১ লা ফেব্রুয়ারির বাজেটে ডিএ বৃদ্ধির কোন সম্ভাবনা নেই বলে মনে করছে অনেকে। আগামী মার্চ মাসে কেন্দ্রীয় সরকার এর মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে মহার্ঘভাতা ৪১% হতে চলেছে।

বেতন বৃদ্ধির নতুন ফর্মুলা সামনে আসতে পারেঃ-
সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সম্পূর্ণ ফিটমেণ্ট ফ্যাক্টর এর ওপর নির্ভর করে। ২০১৪ সালে যখন সপ্তম বেতন কমিশনের গঠন হয়েছিল সেই সময় ফিটমেণ্ট ফ্যাক্টর ২.৫৭ ছিল। যার পরিমাণ বৃদ্ধি করে ৩.৬৮ করার দাবি দীর্ঘ দিন ধরে করে আসছেন কর্মীরা। HBA Rules 2023 এর সঙ্গে ফিটমেণ্ট ফ্যাক্টর নিয়েও সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন অনেকে।

আটকে গেল সরকারী কর্মীদের বেতন, কি কারনে, কবে থেকে Salary ঢুকবে জেনে নিন।

১ লা ফেব্রুয়ারি বাজেট পেশ হওয়ার আগে পর্যন্ত অনেক জল্পনা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে চারিদিকে। কিন্তু এখন আমাদের সকলের অপেক্ষা ঠিক কি সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। বাজেট ২০২৩ এর সকল খবর পাওয়ার জন্য নজর রাখুন আমাদের পেজে। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button